কীর্তি গড়ে কোয়ার্টারে জাবির
০৬ জুন ২০২৩, ১০:৩৪ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
ফ্রেঞ্চ ওপেনে সবশেষ চার ম্যাচে মাত্র দুটি সেটে হেরেছেন নরওয়েজিয়ান তারকা ক্যাপসার রুড। পরশু রাতে তিনি চতুর্থ রাউন্ডে ৭-৬, ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন চিলির নিকোলাস জারিকে। গত আসরের ফাইনালিস্ট রুড স্ট্রেট সেটে জিতে উঠে গেলেন কোয়ার্টার ফাইনালে। ম্যাচে কোন সেটে হারতে না হলেও জারির বিপক্ষে বেশ ঘাম ঝরাতে হয়েছে রুডকে। তবে তিন ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে শেষ হাসি নরওয়েজিয়ান তারকার। ম্যাচের পর রুড বলেছেন, ‘খেলাটা পাঁচ সেটে গড়ালে জানি না কতক্ষণ ধরে কোর্টে থাকতে হতো। আমার সহকারীদের ধন্যবাদ। অনুশীলনে সব সময় কড়া নজর রাখে। আরও বেশি পরিশ্রম করায়। তাই আজকের ম্যাচ খেলতে সমস্যা হয়নি।’ পরের রাউন্ডে তিনি খেলবেন ডেনিশ তারকা হোলগার রুনের বিপক্ষে।
একই রাতে পঞ্চমবারের মত ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন জার্মানির অ্যালেক্সান্ডার জেরেভও। চতুর্থ রাউন্ডে তিনি ৬-১, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে। স্ট্রেট সেটে জয় পেতে এই জার্মান সময় নেন ২ ঘণ্টা ১৭ মিনিট। প্রথম সেটে দিমিত্রভকে দাঁড়াতেই দেননি জেরেভ। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন দিমিত্রভ। যদিও জিততে পারেননি তিনি। তৃতীয় রাউন্ডেও অনেকতাই তাই। কোয়ার্টার ফাইনালে জেরেভ খেলবেন আর্জেন্টিনার টমাস ইচেভেরির বিপক্ষে। সবশেষ দুই আসরে সেমিফাইনালে উঠেছিলেন জার্মানির ছয় ফুট ছয় ইঞ্চির টেনিস তারকা জেরেভ।
অন্যদিকে পরশু দিন নারী এককে রোলাঁ গাঁরোয় প্রথমবার শেষ আটে উঠলেন সপ্তম বাছাই ওনস জাবির। তিনি ৬-৩, ৬-১ গেমে হারালেন আমেরিকার বার্নার্দা পেরাকে। আফ্রিকার প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে চারটি গ্র্যান্ড সø্যামেরই কোয়ার্টারে খেলতে চলেছেন জাবির। ২০২০-র অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারে উঠেছিলেন। উইম্বলডন এবং ইউএস ওপেনের ফাইনালে উঠে হেরেছিলেন এলিনা রাইবাকিনা এবং ইগা শিয়নটেকের কাছে। পরের রাউন্ডে তিনি খেলবেন ১৪তম বাছাই বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়ার বিপক্ষে। ম্যাচের পর জাবির জানান, ‘প্যারিস খুব রোমান্টিক শহর। দিন হোক কি রাত। এখানকার কোর্টে জয় আমার কাছে দারুণ একটা স্মৃতি।’
জাবিরের শেষ আটের প্রতিপক্ষ মাইয়া স্পেনের সারা সোরিবেস তোরমোকে ৬-৭, ৬-৩, ৭-৫ গেমে হারান। ১৯৬৮ সালে মারিয়া বুয়েনোর পর ব্রাজিলের প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে কোনও গ্র্যান্ড সø্যামের কোয়ার্টারে উঠলেন তিনি। অন্যদিকে ষষ্ঠ বাছাই আমেরিকার কোকো গফ কোয়ার্টারে উঠেছেন আনা কারোলিনা স্কিমিডোভাকে সরাসরি ৭-৫, ৬-২ গেমে হারিয়ে।
ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ইগা শিয়নটেকও। দুই বারের ফরাসি ওপেনজয়ী প্রি-কোয়ার্টারে জয় পেলেন ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোর বিপক্ষে। সুরেঙ্কো পুরো ম্যাচ না খেলেই ওয়াকওভার দিয়ে দেন। তাতেই কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা হয়ে যায় শিয়নটেকের। গত বারের ফরাসি ওপেনজয়ী শিয়নটেক এবার প্রথম তিনটি ম্যাচেই স্ট্রেট সেটে জিতেছিলেন। চতুর্থ রাউন্ডেও তাঁর দাপট ছিল শুরু থেকে। প্রথম সেটে ৫-১ ব্যবধানে এগিয়ে ছিলেন ইউক্রেনের সুরেঙ্কোর বিপক্ষে। তবে চোটের কাছে শেষ পর্যন্ত হার শিকার করেন এই ইউক্রেনিয়ান তারকা। শেষ আটে শিয়নটেকের প্রতিপক্ষ মার্কিন তারকা কোকো গাফ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন