তিন বছরের চুক্তিতে ইত্তিহাদে বেনজেমা
০৬ জুন ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
সুদীর্ঘ ১৪ বছরের সম্পর্কের ইতি টেনে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন করিম বেনজেমা। তবে মাদ্রিদের ক্লাবটি ছাড়ার সপ্তাহ খানেক আগ থেকেই গুঞ্জন ছিল যে সউদী প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে যেতে পারেন এই ফরাসি স্ট্রাইকার। অবশেষে সেই গুঞ্জনটাই সত্য হলো। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানাইনি কোন পক্ষ। তবে দল বদল ভিত্তিক বিখ্যাত ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনো জানিয়েছেন, ইত্তিহাদের সঙ্গে বেনজেমা চুক্তির মূল অংশটায় সই করেছেন এরই মধ্যে।
রোমেনো আরও জানান, বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তি হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। আলোচনা সাপেক্ষে সেটা আরও এক বছর বাড়তে পারে। চুক্তিতে বলা আছে, বাণিজ্যিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ বছরে ২০০ মিলিয়ান ইউরো পাবেন বেনজেমা। অর্থাৎ দুই বছরে পাবেন ৪০০ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৬০৮ কোটি টাকা। পরশু রাতে আনুষ্ঠানিকভাবে রিয়াল সমর্থকদের বিদায় বলেছেন বেনজেমা। তিনি ২০০৯ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন। ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে দ্বিতীয় স্থানে আচেন তিনি। চারবার জিতেছেন লা লিগা, পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ। ২০২২ সালে ব্যালন ডি-অরও জিতেছেন ফ্রান্সের অন্যতম বড় এই ফুটবলার।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার পজিশনে এখন কেউই নেই। বিদায় নেওয়া বেনজেমার শূন্যস্থান পূরণে টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইনের দিকে হাত বাড়িয়েছে ক্লাবটি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি অনুযায়ী ইংলিশ স্ট্রাইকারের জন্য প্রথম দফায় ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে রিয়াল। তবে ২৯ বছর বয়সী কেইনের জন্য ১২০ মিলিয়ন ইউরো প্রত্যাশা করছে টটেনহ্যাম।
এদিকে এই মৌসুমের হতাশা পেছনে ফেলে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে লিভারপুল। বিশেষ করে মিডফিল্ডের দিকে তিক্ষ নজর দলটির ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের। কারণ ইতিমধ্যেই অলরেডদের শিবির ছেড়েছেন তিন অভিজ্ঞ মিডফিল্ডার জেমস মিলনার, নাবি কেইতা ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। সেই স্থান পূরণের জন্য আরেক ইংলিশ ক্লাব ব্রাইটন থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টেরকে দলে আনা চূড়ান্ত করে ফেলেছে লিভারপুল। আনুষ্ঠানিক ঘোষণা আসবে যে কোন সময়ই। অ্যালিস্টারের সঙ্গে লিভারপুলের চুক্তি হতে যাচ্ছে ২০২৮ সাল পর্যন্ত। সদ্য সমাপ্ত ২০২২-২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের স্বপ্নময় পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৪ বছর বয়সী অ্যালিস্টার। লিগে ছয় নম্বরে থেকে শেষ করে ক্লাবের ইতিহাসে প্রথমবার ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করে দলটি। এই মৌসুমে অ্যালিস্টার ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ১২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ৩টি ।
ইংল্যান্ডের মাত্র দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে ম্যানচেস্টার সিটি। এই মৌসুমে তাদের সাফল্যের অন্যতম রূপকার মিডফিল্ডার ইকায় গুন্দোগান। শোনা যাচ্ছে এই জার্মান মিডফিল্ডার মৌসুম শেষে ফিরতে পারেন পুরনো ঠিকানা বরুশিয়া ডর্টমুন্ডে। গুন্দোগান স্বদেশি ক্লাবটিতে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন। মৌসুম শেষে ম্যানসিটির সঙ্গে চুক্তির ইতি ঘটছে তার। ফ্রি এজেন্ট হিসেবে তাঁর বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনায় জটিলতা তৈরি হয়েছে। কারণ, আর্থিক সংকটে থাকা কাতালানরা তার প্রত্যাশিত বেতন-ভাতা দিতে সক্ষম নয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি