খেলার নামে বিদেশে আদম পাচারের অভিযোগ!
০৭ জুন ২০২৩, ০৮:২৫ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ০৮:২৫ পিএম
দেশের ক্রীড়াঙ্গনে একটি অভিযোগ দীর্ঘদিনের। আর তা হচ্ছে- খেলার নামে বিদেশে আদম পাচার! যুগে যুগে এটাই যেন নিয়মে পরিণত হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে আদম পাচার কমলেও ফের আলোচনায় খেলার আড়ালে আদম পাচার। সম্প্রতি ইউরোপের দেশ মালটায় খেলার কথা বলে আটজন কারাতেকাকে সেখানে রেখে এসেছেন বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। এ নিয়ে কনফেডারেশ থেকে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিষয়টি আমলে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কারণ দর্শানো নোটিশ দিয়েছে মার্শাল আর্ট কনফেডারেশনকে।
গত মার্চ মাসে মালটায় ওপেন কাপ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশ নিতে দলনেতা হিসেবে ১৮ জনকে নিয়ে মালটায় যেতে সরকারী আদেশ (জিও) নেন মোস্তাফিজুর রহমান। এপ্রিলে ইতালির সান মারিওতে বিশ্বকাপ মার্শাল আর্ট অংশ নিতেও দলনেতা হিসেবে তিনি ১৬ সদস্যের জিও নেন। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘আমিতো জিও পাইনি এবং ওই দুই দেশেও যাইনি। এই দুটি দেশের জন্য ৩৪ জনের জন্য জিও নিলেও বিষয়টি জানতেন না মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান-উজ জামান মনি। গত ১৫ মে হাসান-উজ জামান তার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দেওয়া এক কারণ দর্শানো নোটিশে উল্লেখ করেন, ‘দুটি দেশে খেলতে যাওয়ার জন্য জিও করালেও আমাকে জানানো হয়নি এবং আপনার তৈরী প্রতিবেদন সময়মতো জাতীয় ক্রীড়া পরিষদে দেন নাই। বারবার মোবাইল বার্তায় আপনার কাছে প্রতিবেদন চাওয়ার পরেও এখনো সকলের ভিসা বাতিলের প্রমানসহ প্রতিবেদন দেন নাই। ১০ এপ্রিল ইতালির দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য ১০ জনের জিওর দলনেতা অপু চন্দ্র দাস এর কনফেডারেশনের প্যাডে প্রতিবেদন স্বাক্ষর করে ক্রীড়া পরিষদে প্রতিবেদন জমা দিয়েছেন যা নিয়ম মতো হয়নি।’ বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মার্শাল আর্ট কনফেডারেশনের কারণ দর্শানো নোটিশের কোন উত্তর দেননি মোস্তাফিজুর রহমান। উপরন্তু এই দুটি সফরে আদম পাচারের বিষয়টি খতিয়ে দেখতে মার্শাল আর্ট কনফেডারেশনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে এনএসসি।
এদিকে কারাতের সদস্য হয়েও আদম পাচারের অভিযোগ থাকায় মোস্তাফিজুর রহমানকে নিয়ে লজ্জিত বাংলাদেশ কারাতে ফেডারেশন। এই ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যা শৈ হ্লা বলেন, ‘আমরা এমন অভিযোগ শুনেছি। যদি ঘটনা সত্যি হয়, তা খতিয়ে দেখা প্রয়োজন এনএসসির এবং দোষিদের শাস্তির আওতায় আনা উচিত।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান