হকির নতুন কমিটিতে বিকেএসপির কেউ নেই!
১১ জুন ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০১ এএম
লাল-সবুজ হকির সূতিকাগার বলা চলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে ( বিকেএসপি )। অতীতে এই প্রতিষ্ঠান জাতীয় দলের অনেক প্রতিভাবান খেলোয়াড়ের জন্ম দিয়েছে। অথচ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সমঝোতার নতুন কমিটিতে বিকেএসপির কেউ নেই! বাহফের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাচন কমিশনে ২৮ পদের বিপরীতে ২৮টি মনোনয়নপত্রই জমা পড়েছে। পদের অতিরিক্ত মনোনয়নপত্র জমা না পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় আছেন।
নানা কারণে দীর্ঘদিন ধরেই সংকটে আছে দেশের হকি। এই সংকটের মধ্যেও দেশের জন্য খেলোয়াড় তৈরিতে ‘লাইফ সাপোর্ট’ হিসেবে কাজ করছে বিকেএসপি। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে জাতীয় দলের ক্যাম্পের ভেন্যু ও কোচ দিয়ে বাহফেকে সহযোগিতা করে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। গত বছর জাতীয় দলের প্রধান কোচও করা হয়েছিল বিকেএসপির উপদেষ্টা কোচকে। জাতীয় দলের ক্যাম্প এবং কোচিং স্টাফও বিকেএসপি নির্ভর। এতকিছুর পরও ঢাকার ক্লাবগুলো এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সমঝোতার কমিটিতে বিকেএসপির কারও জায়গা হয়নি।
রোববার একক প্যানেলের মনোনয়নপত্র জমা পড়ায় টানা দ্বিতীয়বারের মতো বাহফের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন একেএম মমিনুল হক সাঈদ। আগেরবার ভোটযুদ্ধে জয়ী হয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও এবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় এই পদে আসছেন সাঈদ। মনোনয়নপত্র জমা দিয়ে নিজ প্যানেলে বিকেএসপিকে না রাখার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘বিকেএসপি সরকারি প্রতিষ্ঠান, তারা খেলোয়াড় তৈরি এবং পরিচালনা করে। বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে আলোচনা করেই আমরা এই কমিটি করেছি।’
বাহফের ২৮ সদস্যের নতুন কমিটিতে বিকেএসপির সাবেক শিক্ষার্থী রয়েছেন চার জন। এর মধ্যে দুই জন হলেন- যুগ্ম সম্পাদক এহছান রানা এবং আরিফুল হক প্রিন্স। যারা সাঈদ-রশিদ প্যানেলের অন্যতম নীতি নির্ধারকও। বিকেএসপিকে বাদ দিয়ে কমিটি হওয়ায় হকি অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
নতুন নির্বাহী কমিটির শীর্ষ পদগুলো আগেই ঠিক করা ছিল। ১৯ জন নির্বাহী সদস্য নিয়েই গত দুই দিন বেশ কাটাছেড়া হয়েছে। নির্বাহী সদস্যের মধ্যে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ওয়ারীর প্রতিনিধি ও বিশিষ্ট হকি সংগঠক নাজিরুল ইসলাম নাজুর জায়গা না হলেও ক্লাব কোটায় সাঈদ-রশিদ প্যানেল থেকে সদস্য প্রার্থী হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই ওয়ার্ড কাউন্সিলর। মুক্ত বিহঙ্গের কাউন্সিলর শেখ মো. আলমগীর হজ্ব পালন করতে বর্তমানে সউদী আরব রয়েছেন। আলমগীরের মনোনয়নপত্রের স্বাক্ষর সম্পর্কে সাঈদ ও রশিদ যৌথভাবেই বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবেই আলমগীরের মনোনয়নপত্রের কাজ সম্পন্ন করেছি। বিমানের মাধ্যমে তাকে মনোনয়নপত্র পাঠানো হয়েছে এবং তিনি স্বাক্ষর করে আবার বিমানে সেটি পাঠিয়েছেন।’
সমঝোতা কমিটির মধ্যে ১০টি পদ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের। সেই দশ পদের মধ্যে চট্টগ্রামের মোহাম্মদ ইউসুফ সহ-সভাপতি হলেও এবং বাকি নয় জন সদস্য হয়েছেন। তবে দশ জনের মধ্যে ময়মনসিংহের প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তার কথায়,‘অনেক বিভাগকে বাদ দেয়া হয়েছে এবং ময়মনসিংহের প্রতিনিধি রাখা হয়নি, তার ফরমও তাকে ফেরত দেয়া হয়নি।’
এদিকে নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলরশিপ বঞ্চিতরা এখনো আইনি পদক্ষেপ নেয়ার চেষ্টায় রয়েছেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে। নির্বাচন প্রক্রিয়ায় নানা জটিলতা থাকলেও সাধারণ সম্পাদক সাঈদ দেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন। তিনি বলেন,‘সবার সম্মিলিত প্রচেষ্টায় এই কমিটি গঠন হয়েছে এবং কাজেও একতা থাকবে। হকির সব অংশেই আমরা উন্নয়নের লক্ষ্যে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা স্মার্ট খেলোয়াড় তৈরি করতে চাই।’
বাহফের নতুন কমিটি-
সাধারণ সম্পাদক: একেএম মমিনুল হক সাঈদ। সহ-সভাপতি: রশিদ শিকদার, জাকি আহমেদ রিপন, এমএ রাজ্জাক, কাজী সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফ। যুগ্ম সম্পাদক: মাহবুব এহছান রানা ও আরিফুল হক প্রিন্স। কোষাধ্যক্ষ: সৈয়দ মাহমুদুল হক।
সদস্য: ইউসুফ আলী, মনোয়ার হোসেন, সাফায়াত হোসেন ( ডালিম ), হাজী মো. হুমায়ুন, মাহবুব হারুন, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু,
তারিকুজ্জামান নান্নু, খাজা তাহের লতিফ মুন্না, মাহবুব মোরশেদ আলম লেবু, টুটুল কুমার নাগ, শহিদুল্লাহ টিটু, আহমেদ আসিফুল হাসান, এস এম নাসিম রেজা, শেখ মো. আলমগীর, আউয়াল হোসেন, কামরুজ্জামান চৌধুরী তুহিন, রাজু আহমেদ, দিলিপ চক্রবর্তী ও তৌফিকুর রহমান রতন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান