ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
সুমার ৭ রানে ৫ উইকেট, রুমানার টানা ৫ মেডেন

অলিখিত ফাইনালে মোহামেডান ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার :

১১ জুন ২০২৩, ১১:০১ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম

অনেকটা অনুমিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। গতকাল বিকেএসপির চার নম্বর মাঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে ৭ উইকেটে হারিয়ে সেটিই সেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৮১ রানের লক্ষ্য ২০৬ বল বাকি থাকতেই জিতে নিয়েছে তারা। সাত ম্যাচে ছয় জয় ও এক পরিত্যক্ত ম্যাচসহ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। সমান ম্যাচে বিকেএসপির সংগ্রহ ৬ পয়েন্ট। টেবিলের দুই নম্বরে থাকা রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ঝুলিতে আছে ১২ পয়েন্ট। বিকেএসপির তিন নম্বর মাঠে আগামীকাল অঘোষিত ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচের জয়ী দল পাবে শিরোপা।
বিকেএসপিকে অল্পে বেধে রাখার কারিগর আয়েশা রহমান। ১৫ রানে ৩ উইকেট নেন তিনি, জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া সুরাইয়া আজমিন ও ইসমত আরা নেন ২টি করে উইকেট। ৫ ওভার বোলিং করে কোনো রান দেননি জাতীয় দলের তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ। বিকেএসপির পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন নিশিতা আক্তার। রান তাড়ায় ৬ চারে ৩২ রানের ইনিংস খেলেন সানজিদা ইসলাম। এছাড়া জাসিয়া আক্তার ১৮, রুমানা আহমেদ করেন অপরাজিত ১৩ রান।
এদিকে, ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়া চক্রের সামনে পাত্তা পায়নি আবাহনী লিমিটেড। মুমতা হেনা, আফিয়া আসিমাদের দারুণ বোলিংয়ের পর অচেনা জান্নাত, প্রাথ্যুশা কুমারির ব্যাটে ৮ উইকেটে জিতেছে কলাবাগান। ৬৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে ১৮ ওভার লেগেছে তাদের। সাত ম্যাচে কলাবাগানের চতুর্থ জয় এটি। এর সঙ্গে দুইটি পরিত্যক্ত ম্যাচসহ ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে আবাহনী। ৯ ওভারে ৫ মেডেনসহ ১১ রানে ৩ উইকেট পেয়েছেন মুমতা হেনা। তিনিই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। আফিয়াও ধরেন ৩ শিকার। আবাহনীর পক্ষে দুই অঙ্কে যেতে পেরেছেন শুধু ইশমা তাজিম, ৬৪ বলে করেন তিনি ২৯ রান। রান তাড়ায় অচেনা ও প্রাথ্যুশা দুজনই করেন ২৩ রান করে। জুয়াইরিয়ার ফেরদৌসের ব্যাট থেকে আসে ১৫ রান।
তবে দিনের সবচাইতে আলোঝলমলে পারফর্ম করেছেন সুমা রানি। মাত্র ৭ রান দিয়ে এই অফ স্পিনার তুলে নিয়েছেন ৫ উইকেট! চলতি লিগের সেরা বোলিং যে করলেন সিটি ক্লাবের এই বোলার। গতকাল বিকেএসপির এক নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগের ম্যাচে কেরানিগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ¯্রফে ৭ রানে ৫ উইকেট নেন সুমা। তার এমন বোলিংয়ের দিন ৯ উইকেটে জিতেছে সিটি ক্লাব। কেরানিগঞ্জকে ¯্রফে ৪১ রানে আটকে রেখে ১০.৫ ওভারেই জিতে যায় তারা। লিগের সপ্তম ম্যাচে এসে প্রথম জয় পেল সিটি ক্লাব। আট ম্যাচে কোনো জয় ছাড়াই শেষ হলো কেরানিগঞ্জের লিগ। পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছে তারা।
৯.১ ওভারের স্পেলে ৪টি মেডেন ওভার করেন সুমা। সালমা খাতুন ও নাহিদা আক্তারের পর চলতি লিগে ৫ উইকেট পেলেন তিনি। তবে আগের দুজনের চেয়ে কম রান খরচ করেন তিনি। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। কেরানিগঞ্জের পক্ষে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল জামিলা আক্তার (১৬ বলে ১১)। সুমার ৫ উইকেট ছাড়াও ফাহিমা আক্তার ১১ রানে নেন ৩ উইকেট। পরে রান তাড়ায় সাবিকুন নাহার ২০ ও ফাতেমা তুজ জোহরা ১৪ রান করে দলকে অনায়াস জয় এনে দেন।
এছাড়া বিকেএসপির তিন নম্বর মাঠে দারুণ বোলিংয়ে গুলশান ইয়ুথ ক্লাবকে অল্পেই আটকে রাখলেন ফাহিমা খাতুন, বৃষ্টি দাসরা। জবাবে ফিফটি করে খেলাঘর সমাজকল্যাণ সংঘকে জয়ের পথে এগিয়ে দিলেন সানজিদা ইসলাম। জান্নাতুল মাওয়া, ফাহিমাদের ব্যাটে ৬ উইকেটের অনায়াস জয় পেল খেলাঘর। ১৬০ রানের লক্ষ্য ৫৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। ১০ ওভারে দুই মেডেনসহ ১৭ রানে ৩ উইকেট পেয়েছেন বৃষ্টি, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া জাতীয় দলের লেগ স্পিনার ফাহিমার শিকার ৪টি।
গুলশানকে দেড়শ ছাড়ানো স্কোর এনে দেওয়ার পথে সর্বোচ্চ ৪৩ রান করেন ববিতা মিনা। এছাড়া শারমিন সুলতানা ২৯, তাহিন তাহেরা ২৬, নিপা আক্তার খেলেন ২৩ রানের ইনিংস। রান তাড়ায় ৭ চারে ৭৭ বলে ৫৫ রান করেন সানজিদা। জান্নাতুলের ব্যাট থেকে আসে ৪ চার ও ১ ছয়ে ১ বলে ৪২ রান। দুজন মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ৮৫ রান। পরে তাজ নেহার ২০ ও ফাহিমা ১৫* রান করে জয় নিশ্চিত করেন।

ক্যাপশন : আজ থেকে হংকংয়ে শুরু হচ্ছে এসিসি নারী ইমার্জিং এশিয়া কাপ। তার আগে সফিসহ বাকি ৭ দলের অধিনায়ককে নিয়ে ফটোসেশনে বাংলাদেশ অধিনায়ক লতা ম-ল। আজ উদ্বোধনী দিনেই যে টাইগ্রেসরা মাঠে নামবে মালয়েশিয়ার বিপক্ষে -এসিসি


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ