আশরাফকে জায়গা ছেড়ে দিচ্ছেন শেঠি
২০ জুন ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০১ এএম
গুঞ্জনটা শোনা যাচ্ছিল কদিন ধরেই- পিসিবির চেয়ারম্যান হিসেবে ফিরছেন জাকা আশরাফ। সে পথে অনেকটাই এগিয়ে গেলেন আশরাফ। আশরাফ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাফা রামদেকে পিসিবির বোর্ড অব গভনর্সে যোগ দিতে মনোনীত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাধারণত পাকিস্তানের প্রধানমন্ত্রী তার পছন্দের ব্যক্তিকে পিসিবির বোর্ড অব গভনর্সে নিয়োগ দেন। এরপর সেই বোর্ড অব গভনর্স নির্বাচনের মাধ্যমে তাঁকে পিসিবির চেয়ারম্যান হিসেবে ক্ষমতা দেয়। সাধারণত পিসিবি চেয়ারম্যানের মেয়াদ হয় তিন বছর। যদিও নির্বাচনটি শুধু আনুষ্ঠানিকতাই।
এর আগে আশরাফের ফেরা অনেকটাই নিশ্চিত হয় পিসিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজাম শেঠির টুইটে। তিনি জানান, পরবর্তী বোর্ড চেয়ারম্যান হওয়ার দৌড়ে থাকার ইচ্ছা নেই তার। গত ডিসেম্বরে রমিজ রাজার কমিটিকে সরিয়ে দেওয়ার পর অন্তঃবর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় শেঠিকে। এ কমিটির মেয়াদ ছিল ২১ জুন পর্যন্ত। পরবর্তী চেয়ারম্যান হতে নিজের অনাগ্রহের কথা প্রকাশ্যে বলে কার্যত পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরেই দাঁড়ান শেঠি।
আশরাফের ফেরার গুঞ্জন শুরু হওয়ার আগে শেঠি পূর্ণ মেয়াদে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছিল। তবে গতপরশু বাংলাদেশ সময় রাত ২টার একটু আগে নিজের অফিশিয়াল আইডি থেকে টুইট করে শেঠি বলেন, ‘আমি আসিফ জারদারি ও শাহবাজ শরিফের দ্বন্দ্বের বিষয় হতে চাই না। এমন অনিশ্চয়তা ও অস্থিরতা পিসিবির জন্য ভালো নয়। উদ্ভূত পরিস্থিতিতে আমি পিসিবির চেয়ারম্যানশিপের প্রার্থী নই। সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা।’ শেঠির টুইট পাকিস্তান ক্রিকেট বোর্ডের দীর্ঘদিন ধরে চলা এমন মিউজিক্যাল চেয়ার খেলার দিকেই ইঙ্গিত। শাহবাজ শরিফ পাকিস্তানের এখনকার প্রধানমন্ত্রী। আসিফ আলী জারদারি সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তানের পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান। শরিফের সরকারের জোটের অংশ তিনি।
আশরাফের পিসিবি চেয়ারম্যান হিসেবে ফেরা, তাঁকে শেঠির জায়গা করে দেওয়া ফিরিয়ে আনছে পুরোনো স্মৃতি। ২০১৩ ও ২০১৪ সালে শেঠির সঙ্গে বেশ কয়েকবার পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আইনি লড়াই হয়েছিল আশরাফের। চেয়ারম্যানের পদ কয়েকবার হাতবদলও হয়েছিল তখন। পাকিস্তানের একসময়ের প্রেসিডেন্ট জারদারির ঘনিষ্ঠ আশরাফকে সরিয়ে শেঠিকে আনেন তখনকার প্রধানমন্ত্রী ও এখনকার প্রধানমন্ত্রীর ভাই নওয়াজ শরিফ। কিন্তু শেষ পর্যন্ত আশরাফকেই জায়গা করে দিতে হয়েছিল শেঠির। এবারও তাই করতে হচ্ছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ