জোকোভিচ-শিয়নটেকের দারুণ শুরু
০৪ জুলাই ২০২৩, ১০:৪৪ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম
প্রথম সেটের পর খেলা বন্ধ হয়ে গেল বৃষ্টির জন্য। এর পর দেড় ঘন্টা বন্ধ থাকে খেলা। কারণ কোর্টের ছাদ ঢাকতে যে পরিমাণ সময় লাগে, ততক্ষণে ঘাস ভিজে গিয়েছে। সেটা শুকানোর জন্য এক পর্যায়ে দেখা যায়, রেকর্ড ২৩ গ্র্যান্ড সø্যামের মালিক নোভাক জোকোভিচ নিজের তোয়ালে দিয়ে ঘাস মুছছেন! তবে মেঘলা আকাশ, বৃষ্টি, ভেজা ঘাস কোন কিছুই আটকাতে পারল না জোকোভিচের জয়। পরশু উইম্বলডনে এই সার্বিয়ানের প্রতিপক্ষ ছিলেন র্যাঙ্কিংয়ের ৬৮ নম্বরে থাকা পেদ্রো কাসিন। এই আর্জেন্টাইনকে প্রথম রাউন্ডের ম্যাচে ৬-৩, ৬-৩, ৭-৬ সেটে উড়িয়ে দিলেন গত বারের উইম্বলডন সেরা জোকোভিচ।
ঘাসের কোর্টে খেলার অভিজ্ঞতাও খুব বেশি নেই কাসিনের। সেই দুর্বলতার কারণেই প্রথম দুটি সেটে লড়াই করতেই পারেননি। তৃতীয় সেটে খেলা টাইব্রেকার অবধি যায়। যদিও জয় পান জোকোভিচই। ম্যাচ জিতে এই সার্বিয়ান বলেন, ‘উইম্বলডনের থেকে ভাল জায়গা আর হয় না। ইতিহাস এবং ঐতিহ্যের মিলন হয় এখানে। এর আগেও আমি বার বার বলেছি। আমার স্বপ্ন ছিল উইম্বলডনে খেলতে আসা এবং জেতা। সেই স্বপ্ন ২০১১ সালেই পূরণ হয়ে গিয়েছে। প্রতি বছর আমি ফিরে আসি সেই স্বাদ ফিরে পেতে। আমি কখনও কোনও ম্যাচ, কোনও সেট সহজ ভাবে নিই না। প্রতিটা মুহূর্তে লড়াই করি।’ জকোভিচ আরও যোগ করেন, ‘পেদ্রো আজ যা খেলেছে, তাতে ওর হাততালি প্রাপ্য। বিশেষ করে তৃতীয় সেটে। ওর সার্ভ ভাঙা কঠিন ছিল। টাইব্রেকারের কেউ কাউকে ছেড়ে দিইনি।’ টানা চার আসর উইম্বলডন শিরোপা জেতা জোকোভিচ এবারও দারুণ ফেবারিট ঘাসের কোর্টে শিরোপার লড়াইয়ে। পরের রাউন্ডে জোকার খেলবেন জর্ডন থম্পসনের বিপক্ষে।
একই দিনে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভও। তিনি ম্যাক্স পুরসেলকে সরাসরি ৬-৩, ৭-৫, ৬-৪ ব্যবধানে হারিয়ে দেন। সপ্তম বাছাই রুবলেভ প্রথম রাউন্ডে জিততে সময় নেন মাত্র এক ঘণ্টা ৩৩ মিনিট। প্রথম রাউন্ড আরও জয় পেয়েছেন ক্যাসপার রুড। তিনি লরেন্ট লোকোলিকে হারিয়েছেন ৬-১, ৫-৭, ৬-৪, ৬-৩ সেটে। মেয়েদের সিঙ্গলসে স্ট্রেট সেটে জিতেছেন ইগা শিয়নটেক। ঝু লিনকে ৬-১, ৬-৩ সেটে উড়িয়ে দেন সদ্যই ফরাসি ওপেনজয়ী এই পোলিশ টেনিস তারকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক