সেমির পঞ্চমে জোকোভিচ
১২ জুলাই ২০২৩, ১০:৩৪ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
এক দিনেরও কম সময়ের ব্যবধানে কোর্টে নামার ধকলেই কি-না প্রথম সেট হেরে গেলেন। তবে শক্তি সঞ্চয় করে সেই ধাক্কা কাটিয়ে ম্যাচে ফিরলেন নোভাক জোকোভিচ। রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভকে হারিয়ে টানা পঞ্চমবারের মতো উইম্বলডনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন রেকর্ড ২৩টি গ্র্যান্ড সøাম বিজয়ী তারকা। গতপরশু রাতে কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই রুবলেভের বিপক্ষে জিতেছেন ৪-৬, ৬-১, ৬-৪ ও ৬-৩ ব্যবধানে। আর তাতে আরও একটি রেকর্ড স্পর্শ করেছেন সার্বিয়ান গ্রেট। গ্র্যান্ড সøামে এটি হতে যাচ্ছে তার ৪৬তম সেমিফাইনাল। এই অর্জনে রজার ফেদেরারের সঙ্গে ব্র্যাকেটবন্দী হয়েছেন জোকার।
এখন জোকোভিচের যেকোনো অর্জন মানেই ইতিহাস। জোকোভিচ নিজেও জানেন, তার সব প্রতিপক্ষই তাঁকে থামাতে মরিয়া। এদিন কোয়ার্টার ফাইনাল জেতার পর সেটিই বলেছেন সার্বিয়ান তারকা, ‘আমি জানি, তারা সবাই খুব করেই আমাকে হারাতে চায়। তবে এখন পর্যন্ত সেটি হয়নি।’ এবার জিতলে এটি হবে জোকোভিচের অষ্টম উইম্বলডন শিরোপা। এর মাধ্যমে তিনি ফেদেরারের সবচেয়ে বড় রেকর্ডটা ছোঁবেন (৮ শিরোপা)।
কোয়ার্টার ফাইনালেও স্বরূপে ফিরতে কিছুটা সময় নিলেন জোকোভিচ। ততক্ষণে তার হাতছাড়া হয়ে যায় প্রথম সেট। শুরুটা দাপটে করেছিলেন রুবলেভ। দেখে মনে হচ্ছিল জোকোভিচকে কোর্টে দাঁড়াতেই দেবেন না। নবম গেমে জোকোভিচের সার্ভিস ভেঙে দেন রুশ খেলোয়াড়। ৪৫ মিনিটে সেটও জিতলেন। রুবলেভের উইনারের জবাব দিতে পারেননি দ্বিতীয় বাছাই। প্রথম সেট হেরে শঙ্কার মেঘ জমিয়েছিলেন জোকোভিচের ভক্তদের মনে। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান জোকোভিচ। শক্তিশালী সার্ভিস আর ব্যাক হ্যান্ড ব্যবহার করে প্রতিপক্ষকে কোণঠাসা করতে থাকেন। প্রতিটি সেটেই রুবলেভের পরীক্ষা নিয়েছেন। তাঁকে প্রচ- পরিশ্রম করতে বাধ্য করেছেন। শুরুতে ম্যাচটা কঠিন মনে হলেও জোকোভিচ জিতেছেন ২ ঘণ্টা ৪৭ মিনিট খেলেই।
ম্যাচের পর প্রতিপক্ষের প্রশংসাই করেছেন জোকোভিচ, ‘রুবলেভ দারুণ টেনিস খেলেছে।’ এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে রুবলেভের বিপক্ষে সহজেই জিতেছিলেন জোকোভিচ। রুবলেভ এদিন জোকোভিচের ওপর চাপ তৈরি করেছিলেন। সার্ব তারকা মনে করেন, ম্যাচটি ছিল অনেকটাই ‘ডগফাইট’ ধরনের, ‘সে কোর্টে আমার ওপর যথেষ্ট চাপ তৈরি করেছে। খুব দ্রুততার সঙ্গে খেলছিল। ম্যাচটা অনেকটাই “ডগফাইট” ধরনের হয়েছে। ম্যাচের কিছু সময় ছিল খুবই ঘাম ঝরানো। তবে তৃতীয় সেটের পরপরই খেলাটা আমার দিকে ঝুঁকে পড়ে। তবে ম্যাচটা জিতে আমার মধ্যে স্বস্তি ফিরেছে।’
আগামীকাল উইম্বলডনের সেমিফাইনালে জোকোভিচ কোর্টে নামবেন ইতালির অষ্টম বাছাই জানিক সিনারের বিপক্ষে। ম্যাচটা যে কঠিন হবে, সেটা আগেভাগেই জানিয়ে রেখেছেন জোকোভিচ, ‘সিনার ঘাসের কোর্টে খেলতে পছন্দ করে। সে দ্রুতগতির কোর্টে খেলতে পছন্দ করে কারণ, আগ্রাসী টেনিস তার শক্তির জায়গা।’ সেমির প্রতিপক্ষের আরও প্রশংসা ঝরেছে জোকোভিচের কণ্ঠে, ‘সে পরিপূর্ণ একজন খেলোয়াড়। উইম্বলডনের সেমিফাইনালে সে এই প্রথমবারের মতো উঠেছে। আমি তার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত, সিনারও যথেষ্ট অনুপ্রেরণা নিয়েই মাঠে নামবে। অন্যদিকে, আমার অনুপ্রেরণাও কম নয়।’
এদিকে গতকাল নারী এককে ম্যাডিসন কিসকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন আরিনা সাবালেঙ্কা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা