ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
‘ফোরামের’ নতুন কৌশল

এবার অ্যাথলেটিক্সেও একক প্যানেল!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৩ জুলাই ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ২৪ জুলাই ২০২৩, ১২:০৪ এএম

সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচন যেন নির্বাসনে গিয়েছে। নতুন নির্বাচনের ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। এখন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ (যারা ‘ফোরাম’ নামে পরিচিত) তাদের নির্বাচনী কৌশল পাল্টিয়েছে। বিভিন্ন ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষে যেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় ভোটযুদ্ধ হওয়ার কথা, সেখানে সমঝোতার একক প্যানেল করে ফেডারেশনগুলোর নির্বাহী কমিটিতে নিজেদের পছন্দের লোকদের জায়গা করে দিচ্ছে ‘ফোরাম’! এই সংগঠনটির নতুন কৌশলের কারণে নির্বাচন করতে চাইলেও তা পারছেন না প্রকৃত ক্রীড়া সংগঠকরা। কাউকে হুমকি দিয়ে, কাউকে ম্যানেজ করে, আবার কাউকে আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত রাখা হয় না কমিটিতে। ফলে যোগ্য ও দক্ষরা বাদ পড়ে আনকোরা ক্রীড়া সংগঠকরা জায়গা পাচ্ছেন ফেডারেশনগুলোর নির্বাহী কমিটিতে। এতে ক্রীড়া উন্নয়নের স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। একই ঘটনা ঘটেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচনেও। ব্যাডমিন্টন ও হকি ফেডারেশনের নির্বাচনের মতো এবার অ্যাথলেটিক্সেও একক প্যানেলই থাকছে। ফলে এই ফেডারেশনের নির্বাচনেও ভোটযুদ্ধ হচ্ছে না।
আগামী ৩০ জুলাই অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচন। যদিও নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই নির্বাচন। তবে ওইদিন পবিত্র আশুরার ছুটি থাকায় পরের দিন নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও প্রধান নির্বাচন কমিশনার এস এম শাহ হাবিবুর রহমান হাকিম। অ্যাথলেটিক্সের নির্বাচনকে সামনে রেখে কালই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। ২৮ কার্যনির্বাহী কমিটির পদের বিপরীতে ২৮টিই মনোনয়নপত্র জমা পড়েছে। ফলে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। আগের কমিটির যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী এবং সাবেক নারী অ্যাথলেট মাহবুবা বেলী এবার মনোনয়নপত্র কিনলেও জমা দেননি অদৃশ্য কারণে। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ফরিদ খান একজন সাবেক কৃতি অ্যাথলেট হলেও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সঙ্গে দূরত্বের কারণে তিনি ফেডারেশনের নতুন কমিটিতে জায়গা পাননি। কমিটিতে ঠাঁই পাননি সাবেক তারকা অ্যাথলেট মিজানুর রহমানও। দুই বারের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিসের সঙ্গে এক প্রকার প্রতারণাই করা হয়েছে। মনোনয়নপত্র কিনবেন বলে সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। কিন্তু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ তার নামে মনোনয়নপত্র কিনেছে বলে জানায়। কিন্তু শেষ পর্যন্ত সদস্য পদেও রাখা হয়নি চেঙ্গিসকে। এছাড়া আরেক সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম কাউন্সিলরশিপই পাননি। শামীমা সাত্তার মিমু এবং তোফাজ্জল হোসেনের মতো সাবেক তারকা অ্যাথলেটরা কমিটির সদস্য পদেও জায়গা পাননি! দেশের ক্রীড়াবিদ তৈরীর একমাত্র ক্রীড়াবিজ্ঞান প্রতিষ্ঠান বিকেএসপি,জাতীয় চ্যাম্পিয়নশিপের অন্যতম দুই সেরা সার্ভিসেস দল বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর কাউন্সিলরদেও রাখা হয়নি কমিটিতে।
একক প্যানেল হওয়ায় বর্তমান সাধারণ সম্পাদক মন্টু পুনরায় নির্বাচিত হচ্ছেন। সাধারণ সম্পাদকের মতো কোষাধ্যক্ষ জামাল হোসেনও স্বপদে বহাল থাকছেন। সহ-সভাপতি পদে অবশ্য বড় ধরনের রদবদল এসেছে। পাঁচ সহ-সভাপতির মধ্যে গত কমিটির দু’জন রয়েছেন। বাকি তিন সহ-সভাপতি একেবারেই নতুন। তিনজনই পৃষ্ঠপোষক হিসেবে অ্যাথলেটিক্স ফেডারেশনে যুক্ত হচ্ছেন। কার্যনির্বাহী কমিটির ২৮ পদের মধ্যে ১৯টি পদ পেয়েছেন রাজধানীর বাইরের কাউন্সিলরা।
অ্যাথলেটিক্সের নতুন কমিটি
সহ-সভাপতি: অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন (লক্ষ্মীপুর), মোহাম্মদ জায়েদুল আলম (বাংলাদেশ পুলিশ), মোয়াজ্জেম হোসেন, এস এম ফারুকী হাসান ও গোলাম মোর্শেদ। সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। যুগ্ম সম্পাদক: এস এম শরাফত আলী (অ্যাথলেট অ্যাসোসিয়েশন) ও মাসুদ জাহাঙ্গীর কবির (রংপুর)। কোষাধ্যক্ষ: জামাল হোসেন (গাজীপুর)।
কার্যনির্বাহী সদস্য: ফারুকুল ইসলাম, ফারহাদ জেসমিন লিটি (মহিলা ক্রীড়া সংস্থা), মো.সাঈদ হাসান লোবান (লালমনিরহাট) , রফিক উল্ল্যা আখতার মিলন (নোয়াখালী), শর্মিষ্ঠা রায় (চট্টগ্রাম বিভাগ), আবু হেনা মোস্তফা কামাল (চট্টগ্রাম জেলা), মো. শফিকুর রহমান (কিশোরগঞ্জ), আবদুল মান্নান মানি (গোপালগঞ্জ), রুনা লায়লা (রাজশাহী বিশ্ববিদ্যালয়), মানিক দত্ত (শেরপুর), শ্রী নিবাস হালদার (যশোর), শুসেন চন্দ্র শীল (ফেনী), মো. সাইফুর রহমান রাজ্জাক (শরীয়তপুর), প্রবীর কুমার গুপ্ত (ঠাকুরগাঁও), মো. মনিরুজ্জামান জামাল (বরগুনা), অ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক (মাগুরা), মো. আজমল হোসেন (পাবনা), মো. আখতারুজ্জামান মৃধা (বেসরকারী শারীরিক শিক্ষা কলেজ) ও আবুল কালাম (চাঁদপুর)।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা