শেখ কামাল পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত তাসকিন-সাবিনারা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৫ আগস্ট ২০২৩, ০৯:০০ পিএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত দেশসেরা ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনরা। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্রের ৭৪তম জন্মবার্ষিকীর দিন শনিবার ১০ ক্রীড়া ব্যাক্তিত্ব ও দু’টি প্রতিষ্ঠানকে দেয়া হয় শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এদিন সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারমান ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভিন্ন বাহিনী প্রধানসহ পদস্থ কর্মকর্তারা। এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারপ্রাপ্তরা পেয়েছেন ১ লাখ টাকার চেক, ক্রেস্ট ও একটি করে সনদপত্র।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘স্বাধীনতার পর জাতির পিতা এদেশের খেলাধুলার উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের পরিবার সব সময় ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিল। কামাল সব সময় খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রাখত। কামাল আমার ছোট। আমরা পিঠাপিঠি দুই ভাই-বোন। সে আমার খেলার সাথী ছিল। আন্দোলন সংগ্রামেও একসঙ্গে ছিলাম আমরা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কামালের যে অবদান রয়েছে, সেটা চিরদিন দেশের মানুষ স্মরণ করবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শেখ কামালের মৃত্যুর কয়েকদিন আগে আমি জার্মানি যাচ্ছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম, নতুন বিয়ে করেছো, তোমাদের জন্য কি আনবো। তখন সে বলেছিল, আমার জন্য কিছু আনতে হবে না। আমার আবাহনী ক্লাবের ফুটবলারদের জন্য এডিডাসের বুট নিয়ে আইসো। তখন তাকে লিখে দিতে বললাম। ডায়েরিতে তার ‘এডিডাস’ লেখাটি আজও আমার কাছে সংরক্ষিত রয়েছে।’

স্বাধীন বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অনেক গরিব পরিবারের ছেলে-মেয়েরা স্বর্ণ জয় করে নিয়ে আসে। অনেক প্রতিবন্ধী বেশি বেশি সাফল্য দেখায়। বিভিন্ন ক্ষেত্রে তারা যে বাংলাদেশের জন্য স্বর্ণপদক নিয়ে আসে এটা কম কথা না। এ জন্য অবশ্য আমরা তাদের সহযোগিতা করি। যাতে তারা বিভিন্ন ক্রীড়া আসরে অংশ নিতে যেতে পারে। তাদের পরবর্তী জীবনটা কেমন হবে? সেজন্য আমি বলব, আমাদের যারা ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বীমা ও প্রাইভেট সেক্টরে প্রতিষ্ঠিত আছেন, তারা যদি নিজস্ব প্রতিষ্ঠানে খেলোয়াড়দের চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে আর্থিক স্বচ্ছলতা পাবে তারা। পাশাপাশি ওই প্রতিষ্ঠানেরই সুনাম বয়ে আনতে পারবে খেলোয়াড়রা।’

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন নিয়ে সমাজের বিত্তশালীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন,‘ক্রীড়াসেবীদের কল্যাণে জন্য আপনারা এই ফাউন্ডেশনে (বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন) অনুদান দেবেন। কারণ, অনেক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ে, তাদের চিকিৎসার সুযোগ থাকে না, অনেকে আর্থিকভাবে সংকটে পড়ে। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাদের সহযোগিতা করতে। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম না তখনও চেষ্টা করেছি এবং এখন প্রধানমন্ত্রী হওয়ার পরও চেষ্টা করে যাচ্ছি।’

এবার সেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও স্বর্ণজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। পুরস্কার হাতে নিয়ে ক্রিকেটার তাসকিন আহমেদ গণমাধ্যমকে বলেন,‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’ তিনি জানান, পুরস্কার গ্রহণের সময় তাসকিনের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া কাপ ও বিশ্বকাপে যাতে তাসকিনরা ভালো খেলেন সেটার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাসকিনের কথায়, ‘আসলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করছিলেন যে, সামনে কি কি খেলা আছে। তিনি নিজেই বলেছেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে সবার জন্য শুভ কামনা, ভালো খেলো।’

নিজ প্রতিক্রিয়ায় ফুটবলার সাবিনা খাতুন বলেন, ‘এই পুরস্কারের নামের সঙ্গে জড়িয়ে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি এ দেশের ক্রীড়াঙ্গনের আধুনিকায়নে ভূমিকা রেখেছেন। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন একটি অনুপ্রেরণার নাম। তার মধ্যে ছিল নেতৃত্বের অসাধারণ গুণাবলী।’ সাবিনা যোগ করেন, ‘দেশের খেলাধুলা প্রসারের লক্ষ্যে শেখ কামাল প্রতিষ্ঠা করেছিলেন শক্তিশালী আবাহনী ক্লাব। তিনি ক্রীড়াবিদদের নিয়ে স্বপ্ন দেখতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তার মতো একজন স্বপ্নদ্রষ্টাকে আমরা অকালে হারিয়ে ফেলেছি। যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে তারই বড় বোন ক্রীড়া অন্তঃপ্রাণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পুরস্কার গ্রহণের সুযোগ পেয়ে নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি আমি। এটা আমার জীবনের গৌরবের ক্ষণ হয়ে থাকবে।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আরও

আরও পড়ুন

পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে : পরিবেশ উপদেষ্টা

পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে : পরিবেশ উপদেষ্টা

ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা

ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা

মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই

মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই

কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার

মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার

মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা

মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা

সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১

সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১

আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ

ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ

শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া

শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন

টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর

রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর

বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই

বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই

লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়

লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়

কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট