বিশ্বকাপ শেষ ইবাদতের
৩০ আগস্ট ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে লন্ডনে গিয়েছিলেন ইবাদত হোসেন। হাঁটুর চোট থেকে সেরে উঠতে ডাক্তারের পরামর্শে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হলো বাংলাদেশের এই পেসারকে। তাতে এশিয়া কাপের পর ওয়ানডে বিশ্বকাপ থেকেও ছিটকে পড়লেন ইবাদত হোসেন। লন্ডনে গতকালই এই ফাস্ট বোলারের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। পুরোপুরি সুস্থ হতে ইবাদতের কমপক্ষে তিন মাস সময় লাগবে। আর ভারতে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। তাকে হারিয়ে বড় ধাক্কা লাগল বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনার পালেও।
গতকাল শুরু হওয়া এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে ইবাদতকে দলে রাখা হলেও এই পেসার সময়মতো পুরোপুরি সুস্থ না হওয়ায় তার জায়গায় তানজিম হাসানকে সুযোগ দেওয়া হয়। এবার বিশ্বকাপেও তাঁকে পাচ্ছে না বাংলাদেশ দল। গতকাল দুপুরে নিজের ফেসবুক পেজে অস্ত্রোপচারের বিষয়টি জানান ইবাদত। লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে নিজের একটি ছবি পোস্ট করে ইবাদত লিখেন, ‘জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে... আমার জন্যে সবাই দোয়া করবেন... আল্লাহ ভরসা।’ পরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, ‘আজ (গতকাল) ইবাদতের অপারেশন হচ্ছে। এরপর রিহ্যাব আছে, সব মিলিয়ে সুস্থ হয়ে লম্বা সময় লাগতে পারে।’
ইবাদতের চোট মূলত হাঁটুর এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে। এই চোটের ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হলে সাধারণত ৬ থেকে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয়। অনেক ক্ষেত্রে সময় লাগে আরও বেশি। তাই বলা যায় ইবাদতের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একরকম শেষই হয়ে গেল। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় আম্পায়ারের সাথে কনুইয়ের ধাক্কায় পড়ে যান ইবাদত। হাঁটুর সেই চোটেই এশিয়া কাপের দল থেকে ছিটকে যান ইবাদত। তার হাঁটুর অবস্থা বোঝার জন্য পাঠানো হয় লন্ডনে। অস্ত্রোপচার নাকি পুনর্বাসন? ডানহাতি পেসাররের বেলায় বেছে নেওয়া হল অস্ত্রোপচারই। এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীও জানান ইবাদতের অস্ত্রোপচারের কথা, ‘হ্যাঁ, ইবাদতের একটা অস্ত্রোপচার চলছে। অস্ত্রোপচারটা শেষ হলে আমরা পুনর্বাসন পরিকল্পনা করব।’ স্বাভাবিকভাবেই যেকোনো অস্ত্রোপচার হয়ে গেলে লম্বা পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে হয়। ইবাদতের বেলাতেও হবে সেটা। এক মাস পর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই বলেই জানালেন দেবাশীষ, ‘অপারেশন হয়ে গেলে তো কিছু করার নেই। (বিশ্বকাপে নিয়ে)।’
ইবাদতের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা ছিল দুর্দান্ত। গত বছর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তার অভিষেক। সে ম্যাচে আগের দুই ম্যাচে জোড়া সেঞ্চুরি করা সিকান্দার রাজাকে বোল্ড করে ওয়ানডে ক্যারিয়ার শুরু ইবাদতের। এরপর সব মিলিয়ে ১১ ইনিংসে বল করে ২২টি উইকেট নিয়েছেন তিনি। বিশেষ করে মাঝের ওভারগুলোতে তার বোলিংয়ের কার্যকরিতার প্রমাণ মিলেছে বেশ কিছু ম্যাচে। এই সময়টাতে ওয়ানডেতে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের আর কেউ। বিশ্বকাপের মতো আসরে ইবাদতের না থাকা সেদিক থেকে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে