হ্যাংজু এশিয়ান গেমসে বক্সার সেলিমের সাফল্য
২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
হ্যাংজু এশিয়ান গেমসের চতুর্থ দিনের খেলা মঙ্গলবার শেষ হয়েছে। এদিন বাংলাদেশ ৫টি ডিসিপ্লিনে অংশ নেয়। এগুলো হচ্ছে- শুটিং, ফেন্সিং, হকি, বক্সিং ও দাবা। এই পাঁচ ডিসিপ্লিনের মধ্যে একমাত্র সাফল্য ছিল বক্সিংয়ে। তা এনে দিয়েছেন বক্সার সেলিম হোসেন। এছাড়া দাবা খেলা চলমান রয়েছে। পদকের লড়াইয়ের চতুর্থ দিনে বক্সিং ও দাবা ছাড়া বাকি তিন ডিসিপ্লিনেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা।
মঙ্গলবার দুপুরে হ্যাংজু জিমনেসিয়ামে পুরুষদের অনূর্ধ্ব-৫৭ কেজি ওজনশ্রেণীর প্রিলিমিনারি রাউন্ডের খেলায় বাংলাদেশের সেলিম হোসেন ৩-২ ব্যবধানে হারান শ্রীলঙ্কার রুকমাল প্রসন্নকে। পাঁচ বিচারকের মধ্যে তিনজনের রায় যায় সেলিমের পক্ষে। ম্যাচ জিতে সেলিম আসরের প্রি-কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। আগামী শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালে সেলিম রিংয়ে নামবেন লাওস অথবা তাজিকস্তানের বক্সারের বিপক্ষে। আজ বাংলাদেশের আরেক বক্সার জিনাত ফেরদৌস অনূর্ধ্ব-৫০ কেজি ওজনশ্রেণীর রাউন্ড অব সিক্সটিনে খেলবেন।
মঙ্গলবার ফ্যান্সিং ও শুটিংয়ের ব্যর্থতা দিয়েই শুরু হয় বাংলাদেশের দিন। সকালে হ্যাংজু দিয়ানজি ইউনিভার্সিটি জিমনেসিয়ামে ফেন্সিংয়ের ব্যক্তিগত ইভেন্ট থেকে বিদায় নেন ফাতেমা মুজিব ও রোকসানা খাতুন। পুল থ্রিতে ছিলেন ফাতেমা মুজিব। প্রথম ম্যাচে থাইল্যান্ডের প্রতিযোগি শ্রীনুলান্ধ বান্ধুতার বিপক্ষে দারুণ লড়াই করেন তিনি। তবে হেরে যান ৫-৪ পয়েন্টে। বাকি চার ম্যাচেও দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং ও চীনের প্রতিপক্ষের কাছে হারেন নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী ফেন্সার ফাতেমা মুজিব। অন্যদিকে পুল ফোরে ছিলেন রোকসানা খাতুন। তিনিও পাঁচ ম্যাচ হেরে ছিটকে পড়েন ব্যক্তিগত ইভেন্ট থেকে। তার সেরা লড়াই ছিল সউদী আরবের আলহাম্মাদ আল হাসনার বিপক্ষে ৫-৪ পয়েন্টের হার।
ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারের রেঞ্জে সকালে শুটিংয়ের দশ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্ট শুরু হয়। প্রতিযোগিতায় ২১ দেশের মধ্যে বাংলাদেশের জায়গা হয় নবম স্থানে। লাল-সবুজের শুটাররা এই ইভেন্টে স্কোর করেন ৬২৫.৮। যেখানে রবিউল ইসলামের ৩১১.৫ ও শায়রা আরেফিনের ৩১৪.৩ স্কোর ছিল। এই ইভেন্টে সেরা ছয় দল চূড়ান্ত পর্বে ওঠে। ষষ্ঠ হওয়া ভারতীয় দলের স্কোর ছিলো ৬২৮.২। এই ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন। রৌপ্য জেতে উজবেকিস্তান এবং ব্রোঞ্জপদক পায় কাজাখস্তান ও দক্ষিণ কোরিয়া।
পুরুষ হকিতে টানা দ্বিতীয় হারের দেখা পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৭-২ গোলে হারের পর মঙ্গলবার দুপুরে হ্যাংজুর গংশু ক্যানেল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ‘এ’ পুলে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচে ভালোই লড়াই করেছেন জিমি-মিমোরা। সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ প্রথমে গোল করে বসে। যদিও ম্যাচে পাকিস্তান ৫-২ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজদের। ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও দ্বিতীয় কোয়ার্টারে পুস্কর ক্ষিসা মিমো পেনাল্টি কর্ণার থেকে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন মিলন। পাকিস্তানের পক্ষে একটি করে গোল করেন যথাক্রমে মোহাম্মদ সুফিয়ান, আরবাজ আহমেদ, মুহামমদ আমমাদ, মোহাম্মদ শাহজাইব ও আফরাজ।
হ্যাংজু কুই ইউয়ান চেস হলে দাবার পুরুষ এককের সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাত ম্যাচে ৪ পয়েন্ট করে পান। মহিলা এককের সপ্তম রাউন্ডের খেলা শেষে লাল-সবুজের মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ২ পয়েন্ট পেয়েছেন। আজ অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
এদিকে ২৩ সেপ্টেম্বর হ্যাংজু এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের ক’দিন আগেই মাঠে গড়ায় পুরুষ ফুটবল ও নারী ক্রিকেটের খেলা। তবে উদ্বোধনের পরদিন থেকেই সব ডিসিপ্লিনের পদকের লড়াই শুরু হয়। গেমসের দ্বিতীয় দিন বাংলাদেশ দল আট ডিসিপ্লিনে অংশ নিয়ে ৬টিতেই ব্যর্থ হয়। তৃতীয় দিন সোমবার লাল-সবুজরা অংশ নেয় সাত ডিসিপ্লিনে। এদিন গেমসে একমাত্র পদকটি জেতে নারী ক্রিকেট দল। স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নিগার সুলতানা জ্যোতিরা পান ব্রোঞ্জপদক। এছাড়া বাকি ডিসিপ্লিনগুলোর মধ্যে ৪টিতেই চরম ব্যর্থ হয়েছেন লাল-সবুজের ক্রীড়াবিদরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাসপাতালের ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে
ধামরাইয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
সংবিধান কারও বাপের না: হাসনাত আবদুল্লাহ
ঝিকরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা
ওয়াকারুর সাথে যুক্ত হলেন আফরান নিশো
লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব , জরুরি অবস্থা ঘোষণা
সচিবালয় গেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, তদন্তে কমিটি
সহদেবপুর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি ঘর পুড়ে ছাই
মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ব্যবহার করতে পারবেন ৪৪ টাকা
অস্কার প্রতিযোগিতায় শক্ত অবস্থানে বাংলা ছবি 'পুতুল'
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক
মার্কিন কংগ্রেসে অভিবাসন আইন নিয়ে উত্তপ্ত বিতর্ক, নতুন বিল পাশ
মির্জাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
দেশীয় ফ্রিজ এসি-মোটরসাইকেল শিল্পে কর বৃদ্ধি, বাড়তে পারে দাম
বাজারে চালের ঘাটতি নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক: বাণিজ্য উপদেষ্টা
এবার অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩
‘শয়তানও মনে হয় শেখ হাসিনার কাছে হার মানবে’
আসছে একাধিক শৈত্যপ্রবাহ , জানাল আবহাওয়া অফিস
ঘুষের মামলায় অধ্যক্ষ মুস্তাফিজ ও শিক্ষানুরাগী মান্নান কারাগারে
আসামিরা বিদেশে, জামিন নিলো কারা?