শুটিংয়ে ১৩ দলে ১২তম বাংলাদেশ!
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
হ্যাংজু এশিয়ান গেমসের পঞ্চম দিনে গতকাল চার ডিসিপ্লিনে অংশ নিয়ে শুটিং, ব্রিজ, বক্সিং ও দাবায় ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ দল। শুটিংয়ের ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পজিশনের দলগত ইভেন্টে ১৩ দেশের মধ্যে ১২তম স্থান পেয়েছে বাংলাদেশ। আর বক্সিংয়ের অনূর্ধ্ব-৫০ কেজি ওজনশ্রেণীর প্রি-কোয়ার্টার থেকে বিদায় নেন বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌস। তবে ব্রিজ ডিসিপ্লিনে শুরু ম্যাচেই স্বাগতিক চীনকে হারায় লাল-সবুজরা। কাল সকালে হ্যাংজুর ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারের শুটিং রেঞ্জে ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পজিশন ইভেন্টে খেলতে নেমে বাংলাদেশ দলগতভাবে ১৬৬৯ স্কোর করে ব্যর্থ হয়। বাংলাদেশ দলের কামরুন নাহার কলি ৫৬৭ স্কোর করে ৩৯তম, শায়রা আরেফিন ৫৬০ স্কোর করে ৪৩তম ও নুসরাত জাহান শামসি ৫৪২ স্কোর তুলে ৪৪তম হন। এই ইভেন্টে দলগতভাবে চীন স্বর্ণ, ভারত রৌপ্য ও দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পদক জেতে।
হ্যাংজু কুই ইউয়ান চেস হলে কাল সকাল থেকে শুরু হয় ব্রিজ ডিসিপ্লিনের খেলা। এদিন পুরুষ দলগত ইভেন্টে চার রাউন্ডের খেলা হয়েছে। প্রথম রাউন্ডে মিয়ানমারের বিপক্ষে হারলেও পরের রাউন্ডে স্বাগতিক চীনকে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। তবে তৃতীয় রাউন্ডে ভারত ও চতুর্থ রাউন্ডে চাইনিজ তাইপের কাছে হেরে যায় লাল-সবুজরা।
এদিন দুপুরে হ্যাংজু জিমনেসিয়ামে নারীদের ৫০ কেজি ওজনশ্রেণীতে মঙ্গোলিয়ার ইয়েসুগেন ওয়ুনতসেতসেগের মুখোমখি হন বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। তবে ফাইটে নেমে চরম ব্যর্থ হয়েছেন তিনি। জিনাত হার মানেন ৫-০ ব্যবধানে। চার জাজের বিচারে ৩০-২৭ পয়েন্টে হারেন তিনি। আর একজন জাজ দেন ৩০-২৬ স্কোর। হ্যাংজু জিমনেসিয়ামে প্রথমবার বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন জিনাত। ম্যাচ হেরে কষ্ট পেলেও এখনই হতাশ নন তিনি। ভবিষ্যতে আরও ভালোভাবে তৈরি হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান জিনাত। আগামী বছর প্যারিস অলিম্পিকে অংশ নেয়ার স্বপ্নও দেখেন তিনি। দুপুরে হ্যাংজু কুই ইউয়ান চেস হলে এদিন দুপুরে অনুষ্ঠিত দাবা ডিসিপ্লিনের পুরুষ ও নারী এককের খেলা শেষ হয়।
পুরুষ এককে নয় খেলায় সাড়ে ৪ পয়েন্ট করে নিয়ে ৩৪ জনের মধ্যে ১৮তম হন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং ২০তম স্থান পান গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। নারী এককে ৪ পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৩০ জনের মধ্যে ২০তম হয়েছেন। পুরুষ এককে চীনের গ্র্যান্ড মাস্টার উইয়ে ই সাড়ে ৭ পয়েন্ট নিয়ে স্বর্ণ, উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার আব্দুসাত্তারোভ নদিরবেগ ৭ পয়েন্ট পেয়ে রৌপ্য ও একই দেশের গ্র্যান্ড মাস্টার সিন্দারভ জাভোখির সাড়ে ৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জপদক জেতেন। নারী এককে স্বাগতিক চীনের গ্র্যান্ড মাস্টার জু জিনের ৭ পয়েন্ট পেয়ে সোনা, সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে উজবেকিস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার ওমোনোভা উমিদা রূপা ও চীনের গ্র্যান্ড মাস্টার হোউ ইয়েফান ব্রোঞ্জপদক জিতে নেন। আগামীকাল থেকে শুরু হবে দাবার দলগত ইভেন্টের খেলা।
এদিকে নারী ফুটবলে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। হ্যাংজুর ওয়েংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ বাংলাদেশের জন্য মর্যাদার লড়াই। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের প্রধান কোচ সাইফুল বারী টিটু গতকাল বলেন, ‘নেপালকে হারিয়ে গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশের মেয়েরা। তাদের বিপক্ষে জিতে এবারের এশিয়ান গেমস শেষ করতেই চাই।’ যদিও আসরে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ৮-০ ও পরের ম্যাচে ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হেরে আগেই এশিয়ান গেমস থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। নেপালও তাদের দুই ম্যাচে হেরে বাংলাদেশের পথে হেঁটেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত