ফের সাধারণ সম্পাদকের লড়াইয়ে আ জ ম নাছির
০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির চার বছর মেয়াদ আর কিছুদিন পরে শেষ হচ্ছে। এরই মধ্যে সংস্থাটির নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনার তানভীর আল নাসীফকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ক্রীড়াঙ্গণের বহুল প্রত্যাশিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির নির্বাচন। আর সেই ভোটের মাধ্যমে আগামী চার বছরের জন্য নতুন নেতৃত্বে নির্বাচন করবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরেরা। এবারের নির্বাচনে সহ-সভাপতি চারটি, সাধারণ সম্পাদক একটি, অতিরিক্ত সাধারণ সম্পাদক একটি, যুগ্ম সাধারণ সম্পাদক দুইটি, কোষাধ্যক্ষ একটি ও নির্বাহী সদস্য ১৭টিসহ ২৬টি পদে প্রায় ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করার আভাস পাওয়া গেছে।
নির্বাচনের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই বর্তমান কমিটিতে যারা আছেন আর কমিটির বাইরে থাকাদের মধ্যেও বইছে নির্বাচনী আমেজ। এরই মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারীরা আলাপ-আলোচনা শুরু করে দিয়েছেন। সংস্থার সাধারণ সম্পাদক চৌকস ক্রীড়া সংগঠক আ জ ম নাছির উদ্দীন আবারো সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, ‘খেলাধুলার উন্নয়নের জন্য কাউন্সিলররা যদি আমাকে চায় তাহলে নির্বাচন করবো।’ সিজেকেএস’র অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ শাহাবুদ্দীন শামীম এবারো একই পদে নির্বাচন করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গণে বিচরণ দীর্ঘ বছরের। এ পথচলায় সুখে-দুঃখে আগেও ছিলাম এখনো আছি চট্টগ্রাম ক্রীড়াঙ্গণে। কাউন্সিলররা দেখেছে আমার কার্যক্রম। আশা করি ব্যালটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করবেন।’
সিজেকেএস সহ-সভাপতি সাবেক কৃতী ফুটবলার হাফিজুর রহমান একই পদে নির্বাচন করবেন বলে জানান। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সহ-সভাপতি শাহজাদা আলম এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে, হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক মো. ইউসুফ যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে।
ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি দাখিল করতে হবে ৪ নভেম্বর। এরপর ৫ নভেম্বর সেই আপত্তির উপর শুনানি শেষে ৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিক্রি হবে ৭ থেকে ৯ নভেম্বর। ৭-১০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১১ নভেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে সেইদিনই বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। যদি কোন মনোনয়নপত্র বাতিল হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে ১২ নভেম্বর। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়েরকৃত আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। চূড়ান্তভাবে বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ হবে ১৪ নভেম্বর। এরপর মনোনয়নপত্র ১৫ নভেম্বর প্রত্যাহার করা যাবে এবং ১৬ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের
সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না ইসি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলে নিহত