বক্সিংয়ের ‘প্রথম’ অলিম্পিক স্বপ্ন!
১১ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম
বাংলাদেশের বক্সিং ইতিহাস অর্ধশতাব্দিরও বেশি। কিন্তু এই সময়ের মধ্যে কোনো অলিম্পিক গেমসেই খেলা হয়নি লাল-সবুজের বক্সারদের। অনেকের স্বপ্ন ছিল অলিম্পিকে খেলার সুযোগ তৈরি করার। কিন্তু সর্বশেষ টোকিও অলিম্পিক পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। অবশেষে দেরিতে হলেও অলিম্পিকে খেলার স্বপ্ন বাস্তবে রুপ দিতে যাচ্ছেন বাংলাদেশের তারকা বক্সার সেলিম হোসেন। প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেলে প্রথম কোনো অলিম্পিক গেমসের রিংয়ে লড়বেন লাল-সবুজের একজন বক্সার। এমনটা হলে দেশের বক্সিংয়ে ‘আশ্চর্য’ এবং ‘অভাবনীয়’ হবে বলেই উল্লেখ করেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন। গতকাল তিনি বলেন,‘সেলিম ওয়াইল্ড কার্ড পেলে দেশের বক্সিং ইতিহাসে অভাবনীয় ঘটনা ঘটবে।’
১৯৭৭ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জিতেছিলেন আবদুল হালিম। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সিং থেকে দেশের জন্য প্রথম পদক (ব্রোঞ্জ) এনে দেন মোশাররফ হোসেন। এরপর বছরের পর বছর গড়ালেও আন্তর্জাতিক আসর থেকে আর কোনো পদক পায়নি বাংলাদেশ। গত ৩৭ বছরে দেশের কোনো বক্সার অলিম্পিক গেমসের টিকিট পাননি। এবার সেই সম্ভাবনা জাগিয়ে তুলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বক্সার সেলিম হোসেন। গত বছর চীনের হ্যাংজু এশিয়ান গেমসে অল্পের জন্য পদক লড়াইয়ে থাকতে পারেননি সেলিম। এশিয়ার বিভিন্ন দেশের বাঘা বাঘা বক্সারদের পেছনে ফেলে ৫৭ কেজি ওজন শ্রেণীতে পঞ্চম হন তিনি। আর এতেই প্রথম কোনো অলিম্পিক গেমসে (প্যারিস অলিম্পিক) খেলার স্বপ্নে বিভোর দেশের বক্সিং। বর্তমানে সেনাবাহিনী থেকে কঙ্গোতে শান্তিরক্ষি মিশনে রয়েছেন রাজশাহী থেকে উঠে আসা ৩১ বছর বয়সী বক্সার সেলিম। সেখানে এক বছরের জন্য তিনি গৃহযুদ্ধকবলিত দেশটিতে মূলত রাস্তাঘাট মেরামত ও নির্মাণে সেনাবাহিনীর প্রকৌশল ইউনিটের হয়ে কাজ করছেন। কাজের ফাঁকে বক্সিং রিংয়ে নামার জন্য নিজেকে আলাদা করে তৈরিও করছেন। যদিও সেখানে বক্সিং রিং নেই। তবে জিমে ঘাম ঝরাচ্ছেন সেলিম। বক্সিংয়ের কলাকৌশল ঝালিয়ে নিচ্ছেন দেশ থেকে নেওয়া ব্যক্তিগত সরঞ্জাম দিয়েই।
এরই মধ্যে সেলিমের জন্য প্যারিস অলিম্পিকের ‘ওয়াইল্ড কার্ডে’র আবেদন করা হয়েছে বলে জানান তুহিন। তার কথায়, ‘সেলিমকে ঘিরে আমরা প্রথমবার কোনো অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছি। সর্বশেষ এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্সই তাকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ করে দেবে বলে আশাকরি। তাই বাংলাদেশ থেকে কেবল তার নামই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে পাঠানো হয়েছে।’ তিনি যোগ করেন, ‘তার ওয়াইল্ড কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেই আমরা সব ঠিক করছি।’ সেলিম বলেন, ‘অলিম্পিকে খেলার আগে অন্তত তিন মাস অনুশীলনের সুযোগ করে দেবেন স্যাররা। তখন থাইল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবো। অলিম্পিকের জন্যও যেটুকু সময় পাবো, নিজের পুরোটা ঢেলে দিয়ে তৈরি হয়ে যেতে পারবো, সেই বিশ্বাস আমার আছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ
ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার
কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা
তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪
কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’
ভারতের ড্রেসিংরুম চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত: হরভজন
জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান
আন্দোলনের ইমেজ বিশ্বকে জানাতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্ত
দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে- গ্রেপ্তার- ১
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু
শুরু হয়েছে 'শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন–২ এর রেজিষ্ট্রেশন; কি থাকবে এবারের পর্বে?
‘২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন’
বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ
ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বিচারক
কলাপাড়ায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা
সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ