‘সেঞ্চুরি’ রাঙিয়ে ছুটছেন জোকোভিচ
২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম
প্রথম দুই রাউন্ডেই কিছুটা ভুগতে দেখা যায় নোভাক জোকোভিচকে। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে অবশেষে সেরা রূপে দেখা গেল তাকে। বছরের প্রথম গ্র্যান্ড সø্যামে নিজের শততম ম্যাচটাকে দারুণ জয়ে রাঙালেন সার্ব তারকা। প্রথম রাউন্ডে অ্যান্ডি মারেকে উড়িয়ে দেওয়া তমাস মার্তিন এচেভেরি গতকাল তৃতীয় রাউন্ডের ম্যাচে দাঁড়াতেই পারেননি। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৩০তম বাছাই এই আর্জেন্টাইনকে ৬-৩, ৬-৩, ৭-৬(৭-২) গেমে উড়িয়ে দেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচের কণ্ঠেও ঝরল স্বরূপে ফেরার তৃপ্তি, ‘এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এটাই আমার সেরা পারফরম্যান্স।’
পুরুষ এককের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড সø্যাম জয়ী জোকোভিচ ছুটছেন টেনিস ইতিহাসের সবসময়ের গ্র্যান্ড সø্যাম জয়ের রেকর্ড একার করে নেওয়ার লক্ষ্যে। এখানে জিতলে কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যাবেন তিনি। চতুর্থ রাউন্ডে জোকোভিচ খেলবেন ফ্রান্সের আন্দ্রিয়োঁ মানারিনো অথবা যুক্তরাষ্ট্রের বেন শেল্টনের বিপক্ষে।
এছাড়া, শুরুর দুই সেট জিতে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড সø্যামের দ্বিতীয় রাউন্ড পেরুনোর সম্ভাবনা জাগালেন এমিল রুসুভুরি। তবে দানিল মেদভেদেভ তো সহজে হাল ছাড়ার পাত্র নন! মেলে ধরলেন অভিজ্ঞতার সব রসদ। পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছড়াল তুমুল উত্তেজনা। শেষ পর্যন্ত রুসুভুরির আশা গুঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন রুশ তারকা। ৪ ঘণ্টা ২৩ মিনিটের ম্যারাথন লড়াইয়ে ৩-৬, ৬-৭ (১-৭), ৬-৪, ৭-৬ (৭-১), ৬-০ গেমে জেতেন তৃতীয় বাছাই মেদভেদেভ। ম্যাচ শেষ হয় বৃহস্পতিবার স্থানীয় রাত ৩টা ৩৯ মিনিটে! গ্র্যান্ড সø্যামের ইতিহাসে এর চেয়ে বেশি রাতে শেষ হয়েছে আর কেবল দুটি ম্যাচ।
এদিকে, নারী এককে স্বপ্নযাত্রায় ছুটে চলেছেন টিনএজার মিরা আন্দ্রেভা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে আসা ১৬ বছর বয়সী এই রাশিয়ান দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে উঠেছেন চতুর্থ রাউন্ডে। ফ্রান্সের দিয়ান পারির বিপক্ষে প্রথম সেটে ১-৬ গেমে হেরে যান আন্দ্রেভা। তবে পরের সেটেই পাল্টা জবাবে একই ব্যবধানে জয় পান তিনি। তৃতীয় সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে পড়ে খাদের কিনারায় চলে যান গত বছরই গ্র্যান্ড সø্যামে পা রাখা আন্দ্রেভা। সেখান থেকে অসাধারণ মানসিক দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ গেম জিতে ম্যাচ পয়েন্টের জন্য সার্ভ করেন তিনি। পারিও হাল ছাড়ার পাত্র নন, সার্ভিস ব্রেক করে ম্যাচ নেন টাইব্রেকারে। শেষ পর্যন্ত ১-৬, ৬-১, ৭-৬ (১০-৫) গেমে জিতে পরের রাউন্ডে ওঠেন। গত বছরের উইম্বলডনে অভিষেক আসরেও চতুর্থ রাউন্ডে উঠেছিলেন আন্দ্রেভা।
গতবারের নারী এককের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা দারুণ ছন্দে এগিয়ে চলেছেন। তৃতীয় রাউন্ডের ম্যাচে ইউক্রেনের লেসিয়া সুরেনকো কোনো সুযোগই দেননি তিনি। ৫২ মিনিটেই ৬-০, ৬-০ গেমে জয় তুলে নেন ২৫ বছর বয়সী বেলারুশের এই খেলোয়াড়। শিরোপা ধরে রাখার অভিযানে তিন ম্যাচ খেলে মাত্র ৬টি গেম হেরেছেন সাবালেঙ্কা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সীমান্তে ‘আগ্রাসন’ ও বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ
সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি