বসুন্ধরা কিংসের সহজ জয়
২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ রাউন্ডের শুরুতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সহজ জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে রুখে দিয়েছে ফর্টিজ এফসি।
গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে বসুন্ধরা কিংস ৩-০ গোলে হারায় শেখ জামালকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গমেজ দুইটি ও রবসন রবিনহো একটি গোল করেন। চলমান বিপিএলে বসুন্ধরা কিংসের টানা চার জয়েই বড় অবদান ক্লাবটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজের। চার ম্যাচে দলের ১৫ গোলের ৭টিই করেছেন তিনি। কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল বসুন্ধরা। তার প্রতিপক্ষে সীমানায় একের পর এক আক্রমণ সানালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি। শেখ জামালও পাল্টা আক্রমণে গিয়ে একাধিক সুযোগ তৈরি করে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি অভিজাত পাড়ার দলটিও। ফলে গোলশূন্য অমিমাংসিত অবস্থায় বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেষ্টা করে বসুন্ধরা ও শেখ জামাল। তারপরেও অপেক্ষায় থাকতে হয়। অবশেষে ম্যাচের ৭৯ মিনিটে গোল পায় বসুন্ধরা। এসময় ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রসে নিঁখুত হেডে গোল করেন ডরিয়েলটন (১-০)। শেষ দুই গোল হয় যোগকরা সময়ে। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২ মিনিট) মিগুয়েলের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন ডরিয়েলটন (২-০)। আর যোগকরা সময়ের ষষ্ঠ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে জয়ের ব্যবধান ৩-০ করেন অধিনায়ক রবসন রবিনহো। ম্যাচ জিতে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চার ম্যাচে তৃতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেখ জামাল।
অন্যদিকে একই সময়ে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ২-২ ব্যবধানে রুখে দিয়েছে ফর্টিজ এফসি। ফর্টিজের হয়ে জুমায়েভে জাসুর ও পা ওমর একটি করে গোল করেন। রহমতগঞ্জের পক্ষে দুই গোল করেন দাউদা সিসে এবং আর্নেস্ট। বসুন্ধরা কিংসের চানা চার জয়ের দিন টানা চার ড্র করে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। ম্যাচের ২৩ মিনিটে উজবেক ডিফেন্ডার জুমায়েভের গোলে লিড নেয় ফর্টিজ (১-০)। ৩১ মিনিটে রহমতগঞ্জকে সমতায় ফেরান গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসে (১-১)। ৭৩ মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জ। সুযোগ কাজে লাগান ঘানার আর্নেস্ট বোয়াটেং (২-১)। প্রথমবারের মতো ম্যাচে লিড নেয় পুরনো ঢাকার দলটি। তবে শেষ রক্ষা হয়নি। পেনাল্টি গোলেই নাটকীয়ভাবে ম্যাচে ফেরে ফর্টিজ। ৮২ মিনিটে পা ওমর বাবু গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-২। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। চার ম্যাচের চারটি ড্র করে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রহমতগঞ্জ। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে ফর্টিজ এফসি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া
যুদ্ধবিরতির প্রতীক্ষায় গাজার ফিলিস্তিনিরা, নিহত ৪৭ হাজার ছুঁই ছুঁই
এক সপ্তাহে মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লির নামাজ আদায়
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না: শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান