এবার বিদায় শিয়াওতেকের!
২২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই হাত থেকে র্যাকেট ফেলে দিয়ে কোর্টে বসে পড়েন লিন্দা নসকোভা। তার চোখে-মুখে অবিশ্বাসের ঘোর। মেয়েদের র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা শিয়াওতেককে যে হারিয়ে দিয়েছেন এই টিনএজার। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্বে খেলতে এসেই তিনি উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। অসাধারণ এই সাফল্যে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নসকোভা।
র্যাঙ্কিং কিংবা অভিজ্ঞতায় শিয়াওতেকের চেয়ে অনেক পিছিয়ে নসকোভা। শিয়াওতেক গ্র্যান্ড সø্যামে চারবারের চ্যাম্পিয়ন, টানা ১৮ ম্যাচ ধরে অপরাজিত। সেখানে নসকোভা আগে কখনও কোনো মেজরে দ্বিতীয় রাউন্ডই পার হতে পারেননি, র্যাঙ্কিংয়ে অবস্থান ৫০তম। চেক রিপাবলিকের ১৯ বছর বয়সী সেই নসকোভা মেলবোর্নে প্রথম সেটে হারের পরও তুলে নেন দুর্দান্ত জয়। রড লেভার অ্যারেনায় রোমাঞ্চকর লড়াইয়ে ২২ বছর বয়সী শিয়াওতেককে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান তিনি।
১৯৯৯ সালের পর প্রথম টিনএজার হিসেবে র্যাঙ্কিংয়ের এক নম্বর কোনো খেলোয়াড়কে অস্ট্রেলিয়ান ওপেনে হারানোর কীর্তি গড়লেন নসকোভা। এমন সাফল্যের কথা কল্পনাও করেননি তিনি, ‘আমি বাকরুদ্ধ। জানতাম যে, বিশ্বের এক নম্বরের সঙ্গে দারুণ একটি ম্যাচ হতে চলেছে, তবে সত্যিই ভাবিনি যে এভাবে শেষ হবে। পরের ধাপে যেতে পেরে আমি সত্যিই খুব খুশি।’
বছরের প্রথম গ্র্যান্ড সø্যামে দ্বিতীয় রাউন্ড থেকে তৃতীয় বাছাই এলেনা রিবাকিনা, পঞ্চম বাছাই জেসিকা পেগুলা, ষষ্ঠ বাছাই ওন্স জাবেরের বিদায়ের পর এবার তৃতীয় রাউন্ডে পথচলা থেমে গেল শিয়াওতেকের। শীর্ষ ১০ বাছাইয়ের মধ্যে টিকে আছেন কেবল গত আসরের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা, ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গাউফ ও বারবোরা ক্রেইচিকোভা। চতুর্থ রাউন্ডে ইউক্রেনের ১৯তম বাছাই এলিনা ভিতোলিনার বিপক্ষে খেলবেন নসকোভা।
এদিকে, ছেলেদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা আলকারাজ চীনের শ্যাং জিনচেংয়ের বিপক্ষে ৬-১, ৬-১, ১-০ গেমে এগিয়ে ছিলেন। তখন চোটের কারণে জিনচেং নিজেকে প্রত্যাহার করে নেন। মাত্র ৬৬ মিনিটের লড়াইয়েই চতুর্থ রাউন্ডের টিকিট পেয়ে যান আলকারাজ। তার শটের বৈচিত্র্য এবং শক্তির সামনে দাঁড়াতেই পারেননি র্যাঙ্কিংয়ে ১৪০তম জিনচেং। অস্ট্রেলিয়ান ওপেনে এবারই প্রথম চতুর্থ রাউন্ডে উঠলেন কার্লোস আলকারাজ। চোটের কারণে গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনে না খেলা আলকারাজ চতুর্থ রাউন্ডে খেলবেন পোল্যান্ডের উবার্ট উরকাজের বিপক্ষে।
তবে চতুর্থ রাউন্ডে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন স্তেফানো সিৎসিপাস। অস্ট্রেলিয়ান ওপেনে টানা দুই আসরে সেমি-ফাইনাল খেলার পর গতবার এই গ্রীক তারকা উঠেছিলেন শিরোপা লড়াইয়ের মঞ্চে। শেষ পর্যন্ত ট্রফিতে চুমু আঁকতে না পারলেও সামনের পথচলার জন্য পেয়েছিলেন বাড়তি অনুপ্রেরণা। কিন্তু এবার বিদায় নিলেন আগেভাগেই। গতকাল চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রথম সেটে হেরে ব্যাকফুটে চলে যান সিৎসিপাস। পরের সেটে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি তার। ৭-৬ (৭-৩), ৫-৭, ৬-৩, ৬-৩ গেমে জিতে পরের ধাপে ওঠেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ।
সিৎসিপাস বাধা পার হওয়ার পর র্যাঙ্কিংয়ের ১২ নম্বর খেলোয়াড় ফ্রিটজের সামনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোয়ার্টার-ফাইনালে তিনি খেলবেন এখানে রেকর্ড চ্যাম্পিয়ন জোকোভিচের বিপক্ষে। পুরুষ এককের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড সø্যাম জয়ী জোকোভিচ ছুটছেন টেনিস ইতিহাসের সবসময়ের গ্র্যান্ড সø্যাম জয়ের রেকর্ড একার করে নেওয়ার লক্ষ্যে। এখানে জিতলে কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যাবেন তিনি। সেই লক্ষ্যে সার্ব তারকা প্রতিপক্ষকে গুঁড়িয়ে শেষ আটে উঠেছেন। ফ্রান্সের আন্দ্রিয়োঁ মানারিনোকে ৬-০, ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী।
দিনের আরেক ম্যাচে নিজের সেরা ফর্মে ছিলেন না ইয়ানিক সিনার। তবে গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট ঠিকই তুলে নেন তিনি। সরাসরি সেটেও জয়ও। রাশিয়ার কারেন কাচানোভকে ৬-৪, ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে শেষ আটে উঠেছেন র্যাঙ্কিংয়ের চার নম্বর সিনার। অনেকের মতেই এবার শিরোপার মূল দাবিদারদের একজন সিনার। আসরে এ পর্যন্ত এখনও একটিও সেট হারেননি ২২ বছর বয়সী এই ইতালিয়ান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি