বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ
২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশের যুবারা। ভারতের বিপক্ষে হার দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন হলেও পরের ম্যাচেই হারের গøানি ভুলে জয়ের দেখা পেয়েছে ছোট টাইগাররা। গতকাল দক্ষিণ আফ্রিকার বøুমফন্টেইনে টুর্নামেন্টের ‘এ’ গ্রæপের ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে কিয়ান হিলটনের দারুণ ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করে আয়ারল্যান্ড। জবাবে মোহাম্মদ শিহাব জেমসের হার না মানা হাফসেঞ্চুরি ও মিডলঅর্ডার ব্যাটার আহরার আমিন এবং ওপেনার আশিকুর রহমান শিবলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৬.৫ ওভারে ৪ উইকেটে ২৩৯ রান তুলে বড় জয় পায় বাংলাদেশ।
টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ঠিক যেভাবে শুরুর দরকার ছিল, তেমনটাই করেছিল বাংলাদেশ। কিন্তু আইরিশ মিডল অর্ডার ব্যাটার কিয়ান হিলটনের দারুণ ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তারা। এছাড়া জর্ডান নিলের ৩১, স্কট ম্যাকবেথের ৩৪ ও জন ম্যাকনালির ২৩ রানের ইনিংসের ওপর ভর করে আয়ারল্যান্ড চ্যালেঞ্জিং স্কোর গড়ে। সর্বোচ্চ ৯০ রান আসে হিলটনের ব্যাট থেকে। আইরিশ এই ব্যাটার ১১২ বলে ১১ চার ও ১ ছক্কায় তার ইনিংসটি সাজান। বাংলাদেশের মারুফ মৃধা ৪৫ রানে এবং শেখ পারভেজ জীবন ৫৪ রানে নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু করেন বাংলাদেশের ব্যাটাররা। আইরিশদের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন আনে বাংলাদেশ দল। এশিয়া কাপ থেকে রানখরায় ভোগা জিসান আলমকে বসিয়ে খেলানো হয় আদিল বিন সিদ্দিককে। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগান তরুণ এই ওপেনার। আশিকুর রহমান শিবলির সঙ্গে ৯০ রানের জুটি গড়েন তিনি। ৬৩ বলে ৩৬ রান করে আউট হওয়ার পর গুরুত্বপূর্ণ জুটিটি ভাঙেন আইরিশ পেসার ম্যাথু ওয়েলডন। এরপরই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। ১ উইকেটে ৯০ রান করা দলটির চার উইকেট পড়ে ১৩০ রানে। সঙ্গী জিসানকে হারিয়ে দারুণ খেলতে থাকা শিবলিও বিদায় নেন ৪৪ রানে। এরপর চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম মিলে ২৪ বলে ২১ রানের জুটি গড়েন। তবে কেউই ইনিংসটাকে বড় করতে পারেননি। রিজওয়ান ২১ ও আরিফুল ১৩ রানে আউট হন। ১৩০ রানে চার উইকেট হারানোর পর বাকি পথটুকু অনায়াসেই পাড়ি দেন শিহাব ও আহরার। দু’জনের ১১৬ বলে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আহরার ৬৩ বলে ৪৫ এবং শিহাব ৫৪ বলে খেলেন ৫৫ রানে অপরাজিত থাকেন।
আইরিশ বোলারদের মধ্যে স্কট ম্যাকবেথ ৪১ রানে ২টি উইকেট। ম্যাচসেরা হন বাংলাদেশের মোহাম্মদ শিহাব জেমস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি