খেলোয়াড়দের সঙ্গেও বসবেন ক্রীড়া মন্ত্রী পাপন
২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম
যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর গতপরশু থেকে আনুষ্ঠানিক কাজ শুরু করেছেন নাজমুল হাসান পাপন। আনুষ্ঠানিক কাজের দ্বিতীয় দিন মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাকক্ষে পাপন বসেছিলেন সাতটি ফেডারেশন ও এক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। এবার তিনি বসবেন খেলোয়াড়দের সঙ্গেও। মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন নিজেই। দেশের ক্রীড়াঙ্গনের প্রাণ খেলোয়াড়রাই। ক্রিকেট ও ফুটবল ছাড়া দেশের অন্য সব খেলোয়াড়দের চিত্র ভিন্ন। দুই খেলার বাইরের অন্য সব খেলোয়াড়রা আর্থিকভাবে তেমন স্বচ্ছল নন। সাত ফেডারেশন ও এক সংস্থার সঙ্গে পাপনের মত বিনিময় সভায় খেলোয়াড়দের বিষয়টিও উঠে এসেছিল। ২০২০ টোকিও অলিম্পিকে আরচ্যার রোমান সানা সরাসরি নিজ যোগ্যতায় খেলেছেন। দেশের খেলাধুলায় ইতিহাস গড়া এই আরচ্যারের মাসিক আয় সামান্য কয়েক হাজার টাকা। রোমানের মতো আরও অনেক খেলোয়াড়েরও আয়ের একই চিত্র। যদিও মঙ্গলবার ফেডারেশনগুলোর সঙ্গে সভার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে খেলোয়াড়দের আর্থিক ও ক্যারিয়ার নিরাপত্তা নিয়ে পাপন সরাসরি কিছু বলেননি। তবে আশ্বাস দিয়েছেন,‘আজ ফেডারেশনগুলো বলেছে, আমি তাদের কথা শুনেছি। সামনে আরও শুনব। অনেক ফেডারেশনের খেলোয়াড় সংকট রয়েছে। খেলোয়াড় বৃদ্ধির চেষ্টা করা হবে।’ ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বিসিবি’র সভাপতিও। তিনি জাতীয় দলের অনেক ক্রিকেটারদের সরাসরি খোঁজ-খবর নেন। আবার অনেক ক্রিকেটার সরাসরি তার সঙ্গেও যোগাযোগ করেন। এখন ক্রীড়াঙ্গনের অভিভাবক হয়ে অন্য খেলোয়াড়দের নিয়ে তার ভাবনা ব্যক্ত করলেন এভাবে, ‘আমি কয়েকটি খেলার খেলোয়াড়দের সঙ্গে বসব। তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব।’ কোন কোন খেলার খেলোয়াড়দের তিনি আলোচনার জন্য ডাকবেন সেটি অবশ্য খোলাসা করেননি। তবে শুটার ও আরচ্যারদের সম্ভাবনাই বেশি এমনটাই ইঙ্গিত দিলেন নিজ বক্তব্যে,‘শুটিং ও আরচ্যারির সঙ্গে আলাদাভাবে বসব। তারা অলিম্পিকের জন্য লড়ছে। ক্যারম বলেছে তারাও বিশ্বকাপ খেলছে। এছাড়া সাঁতার ও ভলিবল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সঙ্গে আলাদাভাবে বসতে হবে। মাত্রতো শুরু করলাম, ধীরে ধীরে সবার সমস্যার কথা জেনে সমাধান করা হবে।’
দেশের ক্রীড়াঙ্গনের কাঠামোর শেকড় জেলা ক্রীড়া সংস্থা। সেই জেলা ক্রীড়া সংস্থার সঙ্গেও বসতে চান পাপন,‘প্রথমে আমি মন্ত্রণালয়, এনএসসি’র কর্মকর্তাদের সঙ্গে বসে তাদের কাজ সম্পর্কে জেনেছি। আজ (মঙ্গলবার) কয়েকটি ফেডারেশনকে নিয়ে বসলাম। পর্যায়ক্রমে ফুটবল, হকিসহ অন্যদের অন্যদের সঙ্গে বসব। এটি কয়েক দিন চলবে। সামনে জেলা ও সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গেও বসব।’
সব খেলা দেশের সকল জেলায় প্রযোজ্য নয় কাল প্রথম সভাতেই স্পষ্ট করেছেন নতুন ক্রীড়া মন্ত্রী,‘উপজেলা-গ্রামীণ পর্যায়ে ফুটবল ও অন্য খেলা যেভাবে প্রচলিত বা জনপ্রিয় সেই আঙ্গিকে রাগবি এবং বাস্কেটবল হবে না। এটা স্বাভাবিক ও বাস্তবিক। যার যেমন চাহিদা, তাকে সেই অনুযায়ীই দেওয়া হবে। তবে খেলা আয়োজনে সবাইকে নিয়মিত হতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বছরের প্রথম ম্যাচেই মেসির গোল
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি