জাতীয় দলে নতুন মুখের আভাস!
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
মার্চের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ে দু’টি ম্যাচ রয়েছে। এ দুই ম্যাচের জন্য প্রাথমিক দলে নতুন মুখের আভাস দিয়েছেন জাতীয় দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গতকাল জাতীয় দল কমিটির সভায় উপস্থিত ছিলেন তিনিও। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি গণমাধ্যমের সঙ্গে কথার পরই ক্যাবরেরা মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম লেগ শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হবে। দল সম্পর্কে ক্যাবরেরা বলেন,‘বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও আমরা প্রাথমিক স্কোয়াড ২৬/২৮ জনের করতে পারি। সংখ্যাটি এখনো ঠিক করিনি।’ ২৬/২৮ জনের মধ্যে কোনো নতুন মুখ থাকবে কিনা? এই প্রশ্নের উত্তরে ক্যাবরেরা বলেন,‘২৬/২৮ জনের একটি স্কোয়াড হতে পারে। নতুন মুখ থাকার সম্ভাবনা আছে, সেটা তরুণদের মধ্যে থেকেই হবে।’ নতুন মুখ প্রসঙ্গে তিনি বিশ্লেষণও করেছেন এভাবে,‘এই দু’টি ম্যাচের বাইরেও আমাদের চলতি বছরে আরো অনেক খেলা থাকবে। সে খেলাগুলোর জন্য নতুন খেলোয়াড় প্রয়োজন। এখনো লিগের তিন রাউন্ড খেলা বাকি। অনেক কিছুই ঘটতে পারে।’ চলমান বিপিএলে স্থানীয় ফুটবলাররা গোল পাচ্ছেন। বিষয়টি বেশ ইতিবাচক দেখছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা,‘এটা অবশ্যই ভালো দিক, স্থানীয় ফুটবলাররা গোল পাচ্ছে। সবার উপরই আমাদের নজর রয়েছে।’
কোচের মতো জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও স্থানীয় খেলোয়াড়দের ফর্মে সন্তোষ প্রকাশ করেছেন। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ১ পয়েন্ট পেয়েছে। লেবাননের চেয়ে ফিলিস্তিন আরো বেশি শক্তিশালী। এরপরও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল ২৬ মার্চ হোম ম্যাচে পয়েন্টের আশা করছেন। ২১ মার্চ কুয়েতে খেলে ২৬ মার্চ ঢাকায় পয়েন্ট পাওয়া কতটুকু চ্যালেঞ্জিং এমন প্রশ্নের উত্তরে কোচ ক্যাবরেরা বলেন, ‘ফিলিস্তিন অত্যন্ত ভালো দল। এশিয়া কাপে তারা দুর্দান্ত খেলেছে। এরপরও আমরা অবশ্যই পয়েন্টের জন্য লড়ব। সেই সামর্থ্য আমাদের রয়েছে।’
জাতীয় দলের স্প্যানিশ কোচ শৃঙ্খরার বিষয়ে অত্যন্ত কঠোর। সঠিক সময়ে ক্যাম্পে না আসায় নাবীব নাওয়াজ জীবন এখন কোচের বাতিলের খাতায়। মদকা-ে জাতীয় দলে ডাক পাননি কয়েকজন। মাঠের বাইরে এত শৃঙ্খল কোচের অধীনে ফুটবলাররা মাঠে অশৃঙ্খল আচরণের জন্য কার্ড দেখছে প্রতিনিয়ত। যা প্রভাব পড়ছে ম্যাচের পরিকল্পনায়। এই প্রসঙ্গে কোচ বলেন,‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অনেক সময় ফুটবলারদের আচরণ এমন হতে পারে। তারপরও এই বিষয়টি নিয়ে আমাদের সচেতন থাকতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন যারা
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় জেডি ভ্যান্সের বৈঠক
চকরিয়ায় সেনা কর্মকর্তা লেঃ তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা
ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
বিলুপ্তির পথে দেশের সিনেমা হল
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ