ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বিতর্ক!

কয়েন ‘টসে নীল’ আনন্দ

Daily Inqilab ইমরান মাহমুদ

১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

ক্রিকেট, ফুটবল কিংবা অন্য যে কোনো খেলায় বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত লড়াই মানেই উত্তেজনা। কখনও সেটি রূপ নেয় বিতর্কেও। এবারের এই যুবা সাফ চ্যাম্পিয়নশিপ যার সর্বশেষ সংস্করণ। কয়েন টসে ‘নীল’ অংশ পড়ার পরই শুরু হলো ভারতের উৎসব। হতাশায় নীল বাংলাদেশ শিবির। বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকারসহ গোটা দলই তখন হতভম্ব। চিত্রটা উল্টোও হতে পারতো। যদি রেফারির বিরুদ্ধ আচরণ, ম্যাচ কমিশনারের স্বপ্রণোদিত ‘ভুল’ সিদ্ধান্ত না হতো।

গতপরশু রাতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের ফাইনালে বিতর্কের সূত্রপাত এই টসকে ঘিরেই। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। পাঁচ শটের টাইব্রেকারেও ছিল ৫-৫ সমতা। এরপর এক শটের টাইব্রেকারে দুই দলই জালের দেখা পায় ছয় বার করে। এরপরই ম্যাচ কমিশনার ডি সিলভা জয়াসুরিয়া ডিলানের সেই চমকপ্রদ সিদ্ধান্ত। রেফারিকে ডেকে টসে ট্রফি নিষ্পত্তির নির্দেশনা দেন তিনি। ম্যাচ কমিশনারের নির্দেশনা অনুযায়ী রেফারি টস করেন। সেখানে জিতে ভারত। এরপরই হট্টগোলের শুরু।

‘বাইলজ-এ টসে শিরোপা নিষ্পত্তির ধারা নেই, আন্তর্জাতিক নিয়ম মেনে টাইব্রেকার চালিয়ে যাওয়াই নিয়ম’-এই দাবিতে টস নিয়ে আপত্তি জানায় বাংলাদেশ। এরপর দুটি দেশের ফুটবল ফেডারেশন, দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), এশিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থার (এএফসি) কর্তাদের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে আলোচনা। দুই পক্ষের সম্মতিতে শেষ পর্যন্ত যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ ও ভারতকে। সেই শিরোপা নিষ্পত্তির সময় পেরিয়ে গেছে প্রায় ১২ ঘণ্টা। তবে রয়ে গেছে রেশ, সেই বিতর্ক আর নাটকের রেশ।

শুরুটা হয়েছে টাইব্রেকারের সময়। ম্যাচে যিনি কেন্দ্রীয় চরিত্র হতে পারতেন বাংলাদেশ দলের গোলরক্ষক সেই স্বর্না রানী ম-লেরই আছে ক্ষোভ। আছে। সেই ক্ষোভ রেফারির সিদ্ধান্তে। টাইব্রেকারে ভারতের নবম শটটি ঠেকিয়ে দিয়েছিলেন স্বর্না। তখন বাংলাদেশ শিবিরে উল্লাসও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই কানে এল রেফারির বাঁশি। স্বর্না নাকি গোললাইন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন হিনার শটটি ঠেকানোর আগে। শটটি তাই পুনরায় নিতে হয় এবং সেখান থেকে গোল পায় ভারত। এ নিয়ে কিছুটা ক্ষোভই প্রকাশ করেছেন স্বর্না। যদিও রেফারির সিদ্ধান্ত মেনেও নিয়েছেন মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের এই গোলকিপার, ‘আমি আসলে জানি না কেন রেফারি ওই শট বাতিল করে দিলেন। আমি জানতে চেয়েছিলাম তার কাছে, আমাদের সবাই জানতে চেয়েছে। তিনি বলেছেন, আমি নাকি শটটি নেওয়ার সময় গোললাইন থেকে বেরিয়ে এসেছি। গোললাইন থেকে বেরিয়ে যদি আসি সেটি শটটি নেওয়ার পর, আগে আমি বের হইনি। যাহোক, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা মেনে নিয়েছি।’

সেই সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে গেলে এত নাটকের কোনো প্রয়োজনই পড়তো না। তবে এগুলো খেলারই অংশ হিসেবে মেনে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বাংলাদেশ অধিনায়ক আফিদাও জানালেন তেমনটি, ‘আমরা নব্বই মিনিট খেলেছি, টাইব্রেকার নিয়েছি, টসের মাধ্যমে কীভাবে একটা দলের হার-জিত হবে? এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। কেউ আমাকে কিছু বলে নাই যে, টসের মাধ্যমে তুমি জিতবে বা হারবে। কিছুই বলেনি। আমাকে ডেকেছে, আমি ভেবেছি টস করার পর আমরা রি-কিক (পুনরায় টাইব্রেকার) নেব, ওরা সেভ দেবে বা এরকম কিছু। আমাকে বলল, কয়েনের নীল পাশ ওরা, তুমি সবুজ। টস করল, ওদেরটা পড়ল, বাঁশি বাজিয়ে রেফারি ওদের জিতিয়ে দিল!’

যদিও দিনশেষে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েও খুশিই আফিদা। টস-বিতর্ক নিয়ে আর ভাবতে চাইছেন না তিনি, ‘আনন্দেরই সবকিছু। দুঃখের কিছু নেই। আমরা চেয়েছিলাম চ্যাম্পিয়ন হতে। আল্লাহ আমাদের যেভাবে চ্যাম্পিয়ন হওয়া ভাগ্যে রেখেছেন, ওভাবেই হয়েছি। এককভাবে হলে আরও বেশি ভালো লাগত, খুব খুশি হতাম। প্রথমবার অধিনায়ক হয়েছি, প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি। তাও হাজার হাজার শুকরিয়া যে চ্যাম্পিয়ন হয়েছি। সাগরিকা গোল করে আমাদের যে খুশি দিয়েছে! তখন আমরা আশ্বাস পেয়েছি (বিশ্বাস করেছি), ভালো কিছু হবে।’

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফর্ম করা সাগরিকা ফাইনালে ছিলেন নিজের ছায়া হয়ে। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এই ফরোয়ার্ডই এনে দেন ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যাওয়ার উপলক্ষ। তবে বিতর্কের ¯্রােত পেরিয়ে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ায় কিছুটা আক্ষেপ আছে সাগরিকার, ‘প্রথমে খুব খারাপ লাগছিল, গোল দিতে পারছিলাম না। ওরাও খেলেছে, আমরাও খেলেছি। কিন্তু ওরা গোল করে ফেলেছে, আমরা পারিনি। পরে গোল করেছি। খুব ভালো লাগছে। যুগ্ম চ্যাম্পিয়ন হতে হলো, একটু তো আক্ষেপ আছেই। এটা তো এককভাবে আমাদের হওয়ার কথা ছিল। তারপরও অনেক খুশি যে, আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

সাগরিকা আরও বেশি খুশি বাবা-মা ফাইনাল দেখতে স্টেডিয়ামে আসায়। বাবা-মা যে মাঠে আসবেন, তা এই ফরোয়ার্ড নিজেও জানতেন না! অনেকের অনেক বাঁকা চাহনি, কটূক্তি সয়ে এতদূর এসেছেন সাগরিকা। রাউন্ড রবিন লিগ ও ফাইনাল মিলিয়ে গোল করেছেন ৪টি। ঠাকুরগাঁ থেকে উঠে আসা এই ফরোয়ার্ড এখন জাতীয় দলে করে নিতে চান জায়গা, ‘অনেক ভালো লাগছে, যারা আগে আমার খেলা নিয়ে খারাপ কথা বলতো, তারাই এখন আমাকে সমর্থন করছে। জাতীয় দলে অনেক বড় আপু আছেন। তারাও আমার চেয়ে অনেক ভালো খেলেন। তবে আমার চেষ্টা থাকবে সেরাটা দিয়ে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার।’

তবে এমন একটি আয়োজনে এমন ভুল নিয়ে ঠিকই কাঠগড়ায় উঠতে হলো আয়োজকদের, প্রশ্ন উঠেছে ভুলটা আসলে কার? জানা গেছে, এক শটের টাইব্রেকারে সমতা থাকার পর রেফারি অঞ্জনা রাই নিয়ম অনুযায়ী টাইব্রেকার চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ম্যাচ কমিশনার ডি সিলভা জয়াসুরিয়া ডিলান সিদ্ধান্ত দিয়ে বসেন কয়েন টসের, বাইলজে যে নিয়মই নেই! শ্রীলঙ্কান এই ম্যাচ রেফারির ভুলে রীতিমতো হয়ে গেল লঙ্কাকা-। প্রায় আড়াই ঘণ্টার অচলাবস্থার অবসান হলো দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে। অভাবনীয় এই ঘটনা নিয়ে ম্যাচ শেষে কথা বলতে এসে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বললেন, ভুলটা ম্যাচ কমিশনারের, ‘যে ধরনের ঘটনা ঘটেছে, একেবারেই দুর্ভাগ্যজনক। সাফ চ্যাম্পিয়নশিপে অতীতে কখনই এরকম কোনো কিছু হয়নি। ভুলটা হয়ে গেছে ম্যাচ কমিশনারের মাধ্যমে। সে ভুলটা করেছে। নিয়মকানুনটা সে পুরোপুরি না দেখে হয়তো সিদ্ধান্তটা দিয়েছে। আমি যতটুকু জানি, রেফারি খেলা চালিয়ে যেতে বলেছিল, সে (ম্যাচ কমিশনার) তখন বলেছিল রেগুলোশনে এটাই (কয়েন টস) আছে। এই ভুলটা সে করাতে এই সমস্যা হয়েছে।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর
চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন ফারুকি
আরও

আরও পড়ুন

অভিনেতা অপূর্বকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার

অভিনেতা অপূর্বকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার

পুঠিয়ার শিবপুরে স্বামী-স্ত্রী ও শেলিকাসহ একই পরিবারের ৩জন নিহত

পুঠিয়ার শিবপুরে স্বামী-স্ত্রী ও শেলিকাসহ একই পরিবারের ৩জন নিহত

বরিশালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অংশীজন সখভায় প্রধান প্রকৌশলী

বরিশালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অংশীজন সখভায় প্রধান প্রকৌশলী

দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস

দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস

সংস্কারোত্তর পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে

সংস্কারোত্তর পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে

‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’

‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’

‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’

‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’

মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর

মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর

৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী

৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী

আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু

আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু

মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?

মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?

পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ

পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ

ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!

ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!

মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ

মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ

৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের

৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের

বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি

বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি

ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের

ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের

কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড

কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড

নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা

চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা