‘ক্রীড়াই পারে মাদকমুক্ত দেশ গড়তে’
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
‘একমাত্র ক্রীড়াই পারে মাদকমুক্ত দেশ গড়তে’- কথাটি বলেছেন ফরিদপুর-৪ আসনের তিনবারের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দেশে খেলাধুলার উপযোগী মাঠের বড়ই অভাব। মাঠের অভাবে খেলাধুলা করার সুযোগ না পেয়ে যুব সমাজ দিন দিন বিপথগামী হচ্ছে। তারা মাদকাসক্ত হওয়ার পাশাপাশি জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকা-ে। ডিজিটাল যুগে বর্তমানে নিজেকে বেশি স্মার্ট জাহির করতে গিয়ে বহু যুবক ‘সাইবার ক্রাইমে’ জড়িয়ে পথ হারাচ্ছে। অথচ তারা যদি ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত থাকতো তাহলে জীবনটা অন্যরকম হতে পারতো।
রাজধানীতে না থাকলেও ঢাকার বাইরে বিশেষ করে গ্রামাঞ্চলে খালি জায়গার অভাব নেই। যেখানে খেলাধুলার উপযোগী মাঠ করা যেতে পারে অনায়াসে। আর এই মাঠের সংখ্যা বাড়াতেই এবার উদ্যোগী হয়েছেন নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধানের দায়িত্ব পেয়েই তিনি বলেছিলেন, ‘স্টেডিয়াম নয়, মাঠের সংখ্যা বাড়াতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, স্টেডিয়াম তো রয়েছেই। কিন্তু মাঠ কোথায়? মাঠ না থাকলে মানুষ খেলবে কোথায়? তাই আমার কাছে স্টেডিয়ামের চেয়ে মাঠ বেশি প্রয়োজন।’ যুব ও ক্রীড়া মন্ত্রীর কথার প্রধান্য দিচ্ছেন মজিবুর রহমান চৌধুরী নিক্সনও। যিনি একটি ক্রীড়া ও রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কনিষ্ঠ সন্তান নিক্সন। তার বড় ভাই নূর-ই-আলম চৌধুরী লিটন বর্তমান জাতীয় সংসদের চীফ হুইপ। ইলিয়াস আহমেদ চৌধুরী ঐতিহ্যবাহী আরামবাগ ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি। স্বাধীনতার পর তিনি খুলনা আবাহনী ক্রীড়া চক্রেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার হাত ধরে অনেক ফুটবলারই দেশের ক্রীড়াঙ্গন দাপিয়ে বেড়িয়েছেন। একজন প্রকৃত ক্রীড়াপ্রেমীর সন্তান হিসেবে নিক্সনও খেলাধুলা খুব ভালবাসেন। ছোটবেলা বেলা থেকেই ক্রীড়ার প্রতি তার আসক্তি। ফুটবলসহ নানা খেলায় অংশ নিয়েছেন সেই কিশোর বয়স থেকেই। যদিও পড়াশুনা ও রাজনৈতিক কারণে ভালোমানের খেলোয়াড় হয়ে ওঠার সুযোগ পাননি তিনি। তবে ক্রীড়ার প্রতি ভালবাসা ঠিকই রয়ে গেছে। নিক্সন বলেন, ‘দেশের সব গ্রামেই প্রচুর খালি জায়গা আছে, যেখানে অনায়াসে খেলার মাঠ করা যেতে পারে। ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন- এই তিনটি উপজেলা নিয়ে গঠিত আমার নির্বাচনী এলাকা। তিন উপজেলাতেই অনেক মাঠ রয়েছে। যেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। পড়া লেখার পর আমরা খেলাধুলাকে বেশি প্রধান্য দিয়ে থাকি। যুব সমাজকে মাদকাসক্তি ও নানা অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে এবং তাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে নিয়মিত ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ নানা খেলার আয়োজন করে থাকি আমরা। এসব খেলা আয়োজনের খরচ চালানোর জন্য আমার নিজস্ব আলাদা একটা তহবিল আছে।’
তিনি যোগ করেন,‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমার তিন উপজেলার মধ্যে সদরপুর ও চরভদ্রাসনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ কিছু দিনের মধ্যে শুরু হবে। প্রায় ২ বছর আগে ভাঙ্গা বাজার রোড এলাকায় একটি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। যার নামকরণ হয়েছে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম। এখানে বর্তমানে নিক্সন চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে।’ নিক্সন চৌধুরী আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বানাতে অবশ্যই যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমার এলাকার প্রতিটি যুবককে নির্দেশনা দেওয়া আছে যেন তারা পড়া লেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেয়। আমি মনে করি যুব সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে দেশের প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে হবে। ক্রীড়া প্রশাসনের প্রতি আমার অনুরোধ তারা যেন উদ্যোগী হয়ে দেশের সব জায়গায় খেলাধুলার সঠিক পরিবেশ গড়ে তোলে। তাহলেই যুবকরা মাঠে ফিরবে এবং সব ধরণের অপরাধ থেকে দূরে থেকে মাদকমুক্ত দেশ গড়ার কাজে ঝাপিয়ে পড়বে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুজিবনগরে তারুণ্যের উৎসব উৎযাপনে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে অনুষ্ঠিত
ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা : হযরত আলী মিঞা
থানার ওসিদের অলিগলিতে পদচারণা থাকতে হবে : ডিএমপি কমিশনার
পাত্র বিদেশে থাকাবস্থায় দেশে তার জন্য পাত্রী ঠিক করে রাখা প্রসঙ্গে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
রামগড়ে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার