দিমিত্রভে ফের ধরাশায়ী আলকারাজ
৩০ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৪, ১২:০৫ এএম
‘সানশাইন ডাবল’ অর্জনের লক্ষ্যে এগিয়ে চলা কার্লোস আলকারাজের যাত্রা থেমে গেল মায়ামি ওপেনের কোয়ার্টার-ফাইনালেই। গ্রিগর দিমিত্রভের বিপক্ষে পাত্তাই পেলেন না দুইবারের গ্র্যান্ড সø্যাম জয়ী স্প্যানিশ তারকা। সরাসরি সেটে হারের পর র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় আলকারাজ বললেন, প্রতিপক্ষের জবাব খুঁজে পাননি তিনি। গতপরশু রাতে শেষ আটের ম্যাচে ২০ বছর বয়সী আলকারাজকে ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে সেমি-ফাইনালে পা রাখেন বুলগেরিয়ার ৩২ বছর বয়সী দিমিত্রভ।
সপ্তাহ দেড়েক আগে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতে মায়ামি ওপেনে আসেন আলকারাজ। ২০১৭ সালে রজার ফেদেরারের পর প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ‘সানশাইন ডাবল’ (একই বছরে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন জয়) অর্জনের হাতছানি ছিল তার সামনে। কিন্তু ১১তম বাছাই দিমিত্রভের সামনে মুখ থুবড়ে পড়লেন তিনি।
দিমিত্রভের বিপক্ষে এই নিয়ে টানা দুই ম্যাচে হারলেন আলকারাজ। গত বছরে সাংহাই মাস্টার্সে তিন সেটের লড়াইয়ে হেরেছিলেন তিনি। ম্যাচের পর অসহায় কণ্ঠে আলকারাজ বললেন, দিমিত্রভের কোনো দুর্বলতা খুঁজে পাননি তিনি, ‘তিনি অসাধারণ খেলেছেন, প্রায় নিখুঁত। আমি জবাব খুঁজে পাইনি। তাকে কোর্টে অস্বস্তিতে ফেলার কোনো উপায় খুঁজে পাইনিৃতারপরও, মনে হচ্ছে আমি ভালো খেলেছি। নিখুঁত নয়, তবে ভালো। কিন্তু এই মুহূর্তে আমি অনেক হতাশ, কারণ তার (দিমিত্রভ) পারফরম্যান্সের সামনে আমার নিজেকে ১৩ বছর বয়সী একজন মনে হচ্ছিল। পাগলাটে একটা ম্যাচ। আমার দলকে বলছিলাম যে, আমাকে কী করতে হবে, বুঝতে পারছি না। তার দুর্বলতা পাচ্ছি না। আমি কিছুই জানি না।’
ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানির চতুর্থ বাছাই আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে খেলবেন দিমিত্রভ।
এদিকে, টেনিসে হতাশার খবর আছে আরো। চোট বারবার ছোবল হেনেছে অ্যান্ডি মারের শরীরে। এজন্য তাকে ভুগতে হয়েছে ক্যারিয়ার জুড়ে। শেষ বেলায় এসেও স্বস্তি নেই। কিছুদিন আগে নতুন করে চোট পাওয়া তার অ্যাঙ্কেলের অবস্থা ভালো মনে হচ্ছে না। তাই শুরুতে যা ধারণা করা হয়েছিল, তার চেয়ে বেশি সময় তাকে বাইরে থাকতে হবে। মায়ামি ওপেনে গত রোববার তৃতীয় রাউন্ডে প্রথম সেট জয়ের পর নাটকীয়ভাবে হেরে যান মারে। তাকে ৫-৭, ৭-৫, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে পরের ধাপে ওঠেন চেক রিপাবলিকের তমাশ মাখাশ। ওই ম্যাচে অ্যাঙ্কেলে নতুন চোট পান ব্রিটিশ তারকা। তার এক মুখপাত্র গতকাল জানিয়েছে, এপ্রিলে কোর্টে ফেরার কোনো সম্ভাবনা নেই তিনটি গ্র্যান্ড সø্যাম জয়ী তারকার। ফলে তিনি খেলতে পারবেন না আগামী মাসে অনুষ্ঠেয় ক্লে কোর্টের মন্টে কার্লো মাস্টার্স ও বিএমডব্লিউ ওপেনে। এই দুটি মূলত ফরাসি ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। আগামী ২৬ মে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড সø্যাম ফরাসি ওপেন। ওই মাসেই ৩৭ বছর পূর্ণ হবে মারের।
দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন মারে আগেই জানিয়েছেন, আগামী গ্রীষ্মের পর কোর্টে আর খুব বেশি নামতে চান না তিনি। তবে, তার আগে আরেকবার অলিম্পিকে অংশ নেওয়ার আশা তার। আগামী জুলাই-আগস্টে বসতে যাচ্ছে প্যারিস অলিম্পিকস। ক্যারিয়ারে শেষবারের মতো আসছে ফরাসি ওপেনেও খেলার ইচ্ছা সবশেষ ২০১৬ সালের উইম্বলডনে মেজর জয়ের স্বাদ পাওয়া মারের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অল্পতেই শেষ পাকিস্তানের ইনিংস
২৮ ডিসেম্বর খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী
হামলা-নাশকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী
তাবলিগ জামাতের দু'পক্ষকেই বিশেষ নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পেকুয়ায় আগামীকাল বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল
‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করুন’
শ্রীনগরে বিদুৎপৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে সিলেট এমসি কলেজে মানববন্ধন
সোনা চোরাচালানের দায়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান জব্দ
রাজশাহী বাঘায় পদ্মা নদীতে ধরা পড়লো সাড়ে এগারো কেজি বাঘাইড় মাছ
চ্যাম্পিয়ন্স লিগে সিটির খেলা নিয়ে শঙ্কিত গুয়ার্দিওলা
সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসতে হাসনাতের আহ্বান
গোয়ালন্দে চুরির সন্দেহে ব্যবসায়ীর ১০টি গরু থানায়!
সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে: রিজওয়ানা হাসান
দৌলতপুরে পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
বিজয় দিবস রাগবি শনিবার
প্রসিকিউটর মাহমুদকে হত্যার হুমকির অভিযোগ
বিএনপি কর্মীকে হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি গ্রেপ্তার
মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ
‘সচিবালয়ের ন্যায় দেশটাও কি অরক্ষিত?’