মোহামেডান-আবাহনীর উড়ন্ত সূচনা
০৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় দিয়েই সুপার সিক্স পর্ব শুরু করেছে টেবিলের শীর্ষ দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলের ব্যবধানে পরাজিত করে ঢাকা মোহামেডান। মালয়েশিয়ান ফায়জাল বিন সারির হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় সাদা-কালো জার্সীধারীরা। এছাড়া মোহামেডানের হয়ে দ্বীন ইসলাম ইমন, শহিদুল হক সৈকত, রাসেল মাহমুদ জিমি, মেহেদী হাসান অভি এবং দুই মালয়েশিয়ান ফিতরি বিন সারি ও ফাইজ হেলমি বিন জালি একটি করে গোল করেন। অ্যাজাক্সের হয়ে দুই গোল শোধ দেন শিমুল খান এবং ভারতীয় সিলহেইবা লিশাম।
খেলার শুরুতেই এগিয়ে যায় অ্যাজাক্স। কিছু বুঝে ওঠার আগেই শিমুলের ফিল্ড গোলে লিড নেয় তারা। পিছিয়ে পড়া মোহামেডান গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। খেলা গুছিয়ে নিয়ে ১১ মিনিটে ফিতরি বিন সারির ফিল্ড গোলে সমতায় ফেরে সাদা-কালো শিবির। ১৪ মিনিটে দ্বীন ইসলাম ইমন গোল করলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে মোহামেডান। বিরতি থেকে ফিরে ম্যাচের ২২, ২৭ ও ৩৯ মিনিটে টানা তিন গোল করে নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন ফায়জাল সারি। দলের হয়ে বাকি গোলগুলো করেন শহিদুল হক সৈকত, রাসেল মাহমুদ জিমি, মেহেদী হাসান অভি ও ফাইজ হেলমি বিন জালি।
এদিকে, একই মাঠে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।আবাহনীর হয়ে জোড়া গোল করেন অভিজ্ঞ মিডফিল্ডার রোমান সরকার। এছাড়া আশরাফুল ইসলাম, রেজাউল করিম বাবু এবং তিন ভারতীয় শিলানন্দ লারকা, ভেংকটেশ ডি কেচ ও আফফান ইউসুফ একটি করে গোল করেন।
খেলার প্রথম কোয়ার্টার পর্যন্ত আবাহনীকে আটকে রেখেছিলো পুলিশ। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমনের ধার বাড়িয়ে একে একে গোল আদায় করে নেয় আবাহনী। ১৯ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে পুলিশ। বেশ কয়েকটা পেনাল্টিও কর্নার আদায় করে নেয় দলটি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে গোলবঞ্চিত থাকে তারা। ৪২ মিনিটে শিলানন্দ পেনাল্টি কর্নার থেকে গোল করলে ৩-০ তে লিড পায় আবাহনী।
খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো চারটি গোল পায় ধানমন্ডির ক্লাবটি। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে চতুর্থ গোল উপহার দেন রেজাউল করিম বাবু। ৫৩ মিনিটে রোমান সরকারের চমৎকার ফিল্ড গোলে ব্যবধান ৫-০ করে আবাহনী। ৫৭ ও ৫৮ মিনিটে বাকি দুই গোল করেন আবাহনীর ভেংকটেশ ও আফফান। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ধামরাইয়ে উপজেলা আ' লীগের সাধারণ সম্পাদক কবির গ্রেফতার
আগামীকাল প্রকাশিত হচ্ছে নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল
২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার 'রিকশা গার্ল' সিনেমা
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
‘পাঠ্যপুস্তক থেকে নোংরা শব্দ বাদ দিতে হবে, শিক্ষা ব্যবস্থাকে অধিকাংশ মানুষের চেতনার আলোকে সাজাতে হবে’
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার ৬ দিন পর মৃত্যু
১০ মামলার আসামী সিলেট মহানগর আ‘লীগ নেতা বিজিত গ্রেপ্তার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
হিমেলের দুচোখ হারানো মামলা মির্জাপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে
নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা
খুলনা বারের সাবেক সম্পাদক কারাগারে