মোহামেডান-আবাহনীর উড়ন্ত সূচনা
০৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় দিয়েই সুপার সিক্স পর্ব শুরু করেছে টেবিলের শীর্ষ দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলের ব্যবধানে পরাজিত করে ঢাকা মোহামেডান। মালয়েশিয়ান ফায়জাল বিন সারির হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় সাদা-কালো জার্সীধারীরা। এছাড়া মোহামেডানের হয়ে দ্বীন ইসলাম ইমন, শহিদুল হক সৈকত, রাসেল মাহমুদ জিমি, মেহেদী হাসান অভি এবং দুই মালয়েশিয়ান ফিতরি বিন সারি ও ফাইজ হেলমি বিন জালি একটি করে গোল করেন। অ্যাজাক্সের হয়ে দুই গোল শোধ দেন শিমুল খান এবং ভারতীয় সিলহেইবা লিশাম।
খেলার শুরুতেই এগিয়ে যায় অ্যাজাক্স। কিছু বুঝে ওঠার আগেই শিমুলের ফিল্ড গোলে লিড নেয় তারা। পিছিয়ে পড়া মোহামেডান গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। খেলা গুছিয়ে নিয়ে ১১ মিনিটে ফিতরি বিন সারির ফিল্ড গোলে সমতায় ফেরে সাদা-কালো শিবির। ১৪ মিনিটে দ্বীন ইসলাম ইমন গোল করলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে মোহামেডান। বিরতি থেকে ফিরে ম্যাচের ২২, ২৭ ও ৩৯ মিনিটে টানা তিন গোল করে নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন ফায়জাল সারি। দলের হয়ে বাকি গোলগুলো করেন শহিদুল হক সৈকত, রাসেল মাহমুদ জিমি, মেহেদী হাসান অভি ও ফাইজ হেলমি বিন জালি।
এদিকে, একই মাঠে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।আবাহনীর হয়ে জোড়া গোল করেন অভিজ্ঞ মিডফিল্ডার রোমান সরকার। এছাড়া আশরাফুল ইসলাম, রেজাউল করিম বাবু এবং তিন ভারতীয় শিলানন্দ লারকা, ভেংকটেশ ডি কেচ ও আফফান ইউসুফ একটি করে গোল করেন।
খেলার প্রথম কোয়ার্টার পর্যন্ত আবাহনীকে আটকে রেখেছিলো পুলিশ। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমনের ধার বাড়িয়ে একে একে গোল আদায় করে নেয় আবাহনী। ১৯ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে পুলিশ। বেশ কয়েকটা পেনাল্টিও কর্নার আদায় করে নেয় দলটি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে গোলবঞ্চিত থাকে তারা। ৪২ মিনিটে শিলানন্দ পেনাল্টি কর্নার থেকে গোল করলে ৩-০ তে লিড পায় আবাহনী।
খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো চারটি গোল পায় ধানমন্ডির ক্লাবটি। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে চতুর্থ গোল উপহার দেন রেজাউল করিম বাবু। ৫৩ মিনিটে রোমান সরকারের চমৎকার ফিল্ড গোলে ব্যবধান ৫-০ করে আবাহনী। ৫৭ ও ৫৮ মিনিটে বাকি দুই গোল করেন আবাহনীর ভেংকটেশ ও আফফান। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী সিরাজুল ও শিপু
আগামীতে জাতীয় সরকার গঠন করা হবে -আমান উল্লাহ আমান
মাগুরায় কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী সিলেটে পালন
অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ায় গুরুত্বারোপ করলেন ড. ইউনূস
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জভেরেভের প্রতিপক্ষ সিনার
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
সব শিক্ষককে প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে
পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থান যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ দায়িত্বপ্রাপ্তরা
জাতীয় নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নিতে হবে ঃ শামীমুর রহমান শামীম
সুন্দরগঞ্জে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয় উদ্বোধন
নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে পৃথক মাইন বিস্ফোরণে ১জনের পা বিচ্ছিন্নসহ আহত ৩
শিক্ষকদের হঠাৎ অবরোধে সড়কে তীব্র যানজট
মিরেরচর দারুল কুরআন ফয়জে আম মাদরাসা সম্মেলন কাল
পুলিশের ভ্যানে যমুনায় গেলেন ১০ শিক্ষক
ফেসবুকে ফ্যাসিস্ট নাজমুলের গুজব তান্ডব; চারিদিকে তীব্র সমালোচনার ঝড়
তারাকান্দায় তারুণ্যের উৎসব উদযাপনে ব্যাডমিন্টন প্রতিযোগীতা
অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে যুবকের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন, আহত ২
আবারও ষড়যন্ত্রের শিকার আশিয়ান সিটির : নজরুল ভুইয়া