রিজওয়ানের রেকর্ডে মোড়া পাকিস্তানের জয়
২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম
দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে একশর আগে গুটিয়ে দিলেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমিররা। অল্প রানের লক্ষ্য তাড়ায় দায়িত্বশীল ব্যাটিং করলেন মোহাম্মদ রিজওয়ান। এই কিপার-ব্যাটসম্যানের দারুণ এক রেকর্ড গড়ার দিনে কিউইদের সহজেই হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। গতপরশু রাতে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয় ৭ উইকেটে। দ্বিতীয় সারির দল নিয়ে এই সফরে আসা নিউজিল্যান্ডকে ¯্রফে ৯০ রানে থামিয়ে ৪৭ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-০ তে এগিয়ে বাবর আজমের দল।
পাকিস্তানকে জয়ের মঞ্চ গড়ে দেন আফ্রিদি। মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেওয়া এই পেসার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দুটি করে উইকেট নেন বাঁহাতি পেসার আমির এবং দুই লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব খান। রান তাড়ায় ৩৪ বলে ৪৫ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন রিজওয়ান। ১ ছক্কা ও ৪টি চারে সাজানো ইনিংসের পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড গড়েন তিনি। তিন হাজার থেকে ৩৯ রান কম নিয়ে ম্যাচটি খেলতে নামা রিজওয়ান পাকিস্তানের হয়ে ৭৯ ইনিংসে স্পর্শ করেন এই মাইলফলক। এতদিন যৌথভাবে রেকর্ডটি ছিল তার সতীর্থ বাবর ও ভারতের তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলির। তিন হাজার রান করতে এই দুজনের লেগেছিল ৮১ ইনিংস। ৯২ টি-টোয়েন্টিতে ৭৯ ইনিংস খেলে ৪৯.৬১ গড়ে ৩০২৬ রান রিজওয়ানের। ১২৭.৬৩ স্ট্রাইকরেট অবশ্য নানান সময়েই তাকে প্রশ্নের মুখে ফেলে।
এর আগে, টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকে চেপে ধরে পাকিস্তান। পাওয়ার প্লেতে ৩৫ রানে ফিরিয়ে দেয় টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে। যেখানে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা টিম রবিনসন ও ডিন ফক্সক্রফটকে ফেরান আমির, অভিজ্ঞ টিম সাইফার্টকে বিদায় করেন আফ্রিদি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। দলটির হয়ে দুই অঙ্কে যেতে পারেন চার জন ব্যাটসম্যান। সর্বোচ্চ ১৯ রান করেন মার্ক চ্যাপম্যান। জবাব দিতে নেমে ওই রান তুলতে ¯্রফে ১২.১ ওভার লেগেছে পাকিস্তানের। প্রথম বলে চার মারা সাইম আইয়ুবকে পরের বলেই ফিরিয়ে দেন বেন লিস্টার। ১৪ রান করে ফেরেন অভিজ্ঞ বাবর। উসমান খানও পারেননি টিকতে। ইরফান খানকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিজওয়ান। দুজনে গড়েন ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি।
একই মাঠে সিরিজের পরের ম্যাচটি হয়েছে গতকাল রাতেই। এতক্ষণে নিশ্চয়ই জেনেও গেছেন কি ঘটেছে ম্যাচের ভাগ্যে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ