বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরানুর
২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম
দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব, লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। তিনি ফুটবলার রাকিব হোসেন ও ক্রিকেটের নাজমুল হোসেন শান্তদের পেছনে ফেলে এই পুরস্কার জিতে নেন।
১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে বিএসপিএ। এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের সেরাদের হাতে পুরস্কার তুলে দেয় সংগঠনটি।
বিএসপিএ সভাপতি রেজওয়ান-উজ জামান রাজিবের সভাপতিত্বে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। নানা ক্যাটাগরীতে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক তারকা ক্রীড়াবিদ ও সংগঠকরা। পুরস্কার প্রদানের মাঝে গান গেয়ে সবাইকে আনন্দ দেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। শুটার এমা নৃত্য পরিবেশন করেন এবং দেশের অন্যতম সেরা কোরিওগ্রাফার আলিফ উশুর কোরিওগ্রাফি করে দেখান।
২০২৩ সালে অনেক খেলায় বাংলাদেশের সাফল্যের ঘটনা থাকলেও ইমরানুর রহমানের কৃতিত্ব ছিল অনন্য পর্যায়ে। তিনি কাজাখস্তানের এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। এশিয়ান পর্যায়ে অ্যাথলেটিক্সে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ের কৃতিত্ব এটি। এমন অসাধারণ পারফরম্যান্সের জন্যই ইমরানুর বিএসপিএ’র সেরা ক্রীড়াবিদের পুরস্কারটি পেয়েছেন।
সব সময়ই দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় থাকেন ক্রিকেটাররা। এরপর খানিকটা ফুটবলাররা থাকলেও অন্য খেলার ক্রীড়াবিদরা বছরজুড়েই থাকেন নীরবে-নিভৃতে। গত বছর ইমরানুরের পারফরম্যান্স অ্যাথলেটিক্সকে ফের আলোচনায় এনেছে। এশিয়ান ইনডোরে সাফল্য আনা ইমরানুর রহমান চলতি বছরও বাংলাদেশকে পদক এনে দিতে চান। বিএসপিএ’র বর্ষসেরা পুরস্কার জিতে তিনি বলেন,‘আপনাদের ভালোবাসায় আমার এই সাফল্য। চলতি বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্ট আছে, সেখানেও আমি পদক জিততে চাই। সবার কাছে দোয়া কামনা করছি।’ পুরস্কার গ্রহণের জন্য ইংল্যান্ড-দুবাই হয়ে ঢাকা এসেছেন ইমরান। খুব শীঘ্রই লন্ডন ফিরে যাবেন তিনি।
গত বছর বাংলাদেশের অন্যতম আলোচিত ক্রীড়াবিদ ছিলেন ফুটবলার শেখ মোরসালিন। সাফ চ্যাম্পিয়নশিপের আগে অভিষেক হওয়া এই ফুটবলার অসাধারণ দক্ষতায় জাতীয় দলের হয়ে ৫ গোল করেছেন মাত্র কয়েক ম্যাচে। আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ দল জয় ও ড্র পেয়েছে তার এই গোলগুলোর মাধ্যমে। সেই মোরসালিন পেয়েছেন বিএসপিএ’র পপুলার চয়েস অ্যাওয়ার্ড। ক্রীড়াপ্রেমীদের ভোটে জয়ী হয়ে পুরস্কার পাওয়া শেখ মোরসালিন বলেন, ‘শান্ত-পিংকি-ইমরানুর এদেরকে পেছনে ফেলে এই পুরস্কার জেতায় একটু অবাকই হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ।’
যারা পুরস্কার পেলেন:
স্পোর্টস পারসন অব দ্য ইয়ার: চ্যাম্পিয়ন- ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স), রানার্সআপ- নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট) ও রাকিব হোসেন (ফুটবল)। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ)- নাজমুল হোসেন শান্ত, বর্ষসেরা ক্রিকেটার (নারী)- ফারজানা হক পিংকি, বর্ষসেরা ফুটবলার- রাকিব হোসেন, বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- ইমরানুর রহমান, বর্ষসেরা বক্সার- সেলিম হোসেন, বর্ষসেরা শুটার- কামরুন নাহার কলি, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়- রামহিম লিয়ন বম , উদীয়মান ক্রীড়াবিদ- শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা দলগত সাফল্য- অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বর্ষসেরা কোচ- আলফাজ আহমেদ, তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব- মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন), বর্ষসেরা সংগঠক- হাবিবুর রহমান (কাবাডি) ও বিশেষ সম্মাননা- মনজুর হোসেন মালু।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক