জটিলতা নিরসনে পাপনের হস্তক্ষেপ চায় মোহামেডান
২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম
দীর্ঘ প্রায় দশ বছর ধরে সংকটেই আছে দেশের হকি। এই সময়ে নানা জটিলতায় হকির স্বাভাবিক কর্মকা- ব্যহত হলেও নিয়মিত বিরতিতে ঠিকই মাঠে গড়িয়েছে খেলা। তবে সব সময়ই আলোচনায় ছিল ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ। এই লিগ নিয়ে অতীতে এমন সব কা- ঘটেছে যা নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গেছে। এবারও বিতর্কের বাইরে ছিল না প্রিমিয়ার হকি লিগ। এবারের লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেডের মধ্যকার অঘোষিত ফাইনালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে যায় সাদাকালোরা। নির্ধারিত সময়ের পর তারা পুনরায় মাঠে না ফেরায় আবাহনীকে ৫-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়। অথচ খেলা শেষ হওয়ার ১৭ মিনিট আগে যখন অনাকাঙ্খিত ঘটনা ঘটে তখন মোহামেডান ৩-২ গোলে এগিয়ে ছিল। গত শুক্রবারের ওই ঘটনায় তীব্র প্রতিবাদ করে মোহামেডান মাঠ ছেড়ে বেরিয়ে এলেও ওই ম্যাচের আম্পায়ারের শাস্তি ও খেলার ফলাফল বাতিলসহ বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) পুনঃগঠনের দাবি জানিয়েছে মোহামেডান। তারা জটিলতা নিরসনে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ দাবী করেছে। ম্যাচের এক দিন পর গতকাল দুপুরে মতিঝিলস্থ মোহামেডান ক্লাব প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী করেন সাদাকালো কর্তারা।
সংবাদ সম্মেলনে মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ বলেন,‘আমাদের বিপক্ষে প্রিমিয়ার হকি লিগ জুড়ে যে অন্যায়-অবিচার হয়েছে। এজন্য আমরা ফেডারেশনকে নানা সময়ে চিঠি দিয়েছি, সেই চিঠির প্রতিকার পাইনি। তাই এখন বাধ্য হয়ে মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সুবিচারের দাবিতে।’
মোহামেডান ম্যাচের দিনই ভিডিও রেফারেল দেখে লাল কার্ডের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার দাবি জানিয়েছিল আম্পায়ারকে। এখনও সেই অবস্থানেই রয়েছে তারা। যদিও সেই আম্পায়ার ইতোমধ্যে দেশ ছেড়েছেন। লিগের শেষ ম্যাচে মোহামেডান পুরো সময় না খেলায় আবাহনীকে বিজয়ী ঘোষণা করে এখন আবাহনী-মেরিনার প্লে-অফ নিয়ে ব্যস্ত বাহফে। এই পরিস্থিতিতে বাস্তবিক অর্থে ক্রীড়া মন্ত্রীর পক্ষে মোহামেডানের দাবি মানা সম্ভব হবে না, এটা বলাই যায়।
সংবাদ সম্মেলনে মোহামেডানের সাবেক পরিচালক এবং কিংবদন্তী হকি ও ফুটবল খেলোয়াড় প্রতাপ শঙ্কর হাজরা বলেন, ‘ এবারের লিগে অনেক ঘটনাই ঘটেছে। একটি লিগে তিনটি নিয়ম কিভাবে হয় সেই জবাব চাই ফেডারেশনের কাছে। এক ম্যাচে ( আজাদ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ) এক কোয়ার্টার না খেলিয়ে পয়েন্ট ভাগাভাগি, আরেক ম্যাচ পরের দিন কয়েক মিনিট খেলা হলো আর আবাহনী-মোহামেডান খেলা শেষের আগেই ফলাফল ঘোষণা করা হলো।’ গত দুই দশকে ফুটবল ও ক্রিকেটে মোহামেডানের সাফল্য অনেকটাই কম। কিন্তু সেই তুলনায় সফল হকিতে। ঐতিহ্যবাহী ক্লাবটি সফল ডিসিপ্লিন থেকে নিজেদের সরে আসার পরিকল্পনা করছে। প্রতাপ যোগ করেন,‘আম্পায়ারিং ও ফেডারেশন নিরপেক্ষ না হলে সেই লিগে অংশগ্রহণের যৌক্তিকতা নেই। ক্রীড়া মন্ত্রী যদি বিষয়টি সুষ্ঠ তদন্ত বা সঠিক পদক্ষেপ গ্রহণ না করেন তখন আমাদের পরিচালনা পর্ষদ হকি না খেলার সিদ্ধান্ত নিতে পারে।’ তিনি আরও জানান, হকিতে অংশগ্রহণ না করার পাশাপাশি হকি ফেডারেশনের কমিটিতে মোহামেডানের স্থায়ী সদস্যরাও পদত্যাগ করতে পারেন। প্রতাপ শঙ্কর হাজরা হকি ফেডারেশনেরও কর্মকর্তা ছিলেন। তবে বর্তমান ফেডারেশনের কমিটির পরিবর্তন চান তিনি, ‘ক্রীড়া মন্ত্রী এবং মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন। নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে ফেডারেশন পরিচালনা করা উচিত। না হলে সামনে হকির মৃত্যু ঘটবে।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকের নানা প্রশ্নে জর্জরিত করেন মোহামেডানের কর্মকর্তাদের। ম্যাচে অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগে মোহামেডান ৩-২ গোলে এগিয়ে ছিল। তখন ম্যাচের বাকি ছিল মাত্র ১৭ মিনিট। সেই মুহূর্তে মোহামেডানের খেলোয়াড়রা কেন আবাহনীর খেলোয়াড়দের ফাঁদে পা দিয়ে বিবাদে জড়ালেন এবং টেন্ট থেকে পুরো দল গিয়ে কেন মারামারি করল? এই প্রশ্নের উত্তরে মোহামেডানের হকি ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন,‘আবাহনীর খেলোয়াড় পুস্কর খিসা মিমো আগে আক্রমণ করেছে। সেই আক্রমণের প্রেক্ষিতে আমাদের খেলোয়াড়রা রক্তাক্ত হয়েছে। অথচ আম্পায়ার আমাদের বেশি কার্ড দিয়েছে। হকিতে উত্তেজিত মুহূর্তে খেলোয়াড়রা জড়ায়, এটা নতুন কিছু নয়।’
বাহফের বর্তমান সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ ২০১৯ সালের নির্বাচনে মোহামেডানের প্রার্থী ছিলেন। মোহামেডান প্যানেল থেকে নির্বাচন করেই তিনি তখন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। পাঁচ বছরের মধ্যেই সেই মোহামেডান সাঈদকে কাঠগড়ায় দাড় করিয়েছে। মোহামেডান কর্তাদের প্রশ্ন সবকিছুর মধ্যে কেন সাঈদকে থাকতে হবে? তিনি আম্পায়ার ও সিলেকশন কমিটিসহ ফেডারেশনের বিভিন্ন সাব-কমিটির প্রধানের পদ দখল করে আছেন! এমন হলে তো নিরপেক্ষ কিছু করা সম্ভব নয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক