জার্মান হকি লিগে খেলবেন রোমান-মাহবুব
২৩ এপ্রিল ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ১২:১৯ এএম
ঘরোয়া হকির সর্বোচ্চ আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগে এবার দারুণ পারফরম্যান্স করেছেন জাতীয় দলের দুই তারকা খেলোয়াড় মিডফিল্ডার রোমান সরকার এবং ফরোয়ার্ড মাহবুব হোসেন। এবারের লিগে রোমান অসাধারণ খেলেন ঢাকা আবাহনী লিমিটেডের জার্সি গায়ে। আর ঊষা ক্রীড়া চক্রের হয়ে মাঠ মাতান মাহবুব। যার পুরস্কার হাতে-নাতে পেলেন এ দুই খেলোয়াড়। প্রথমবারের মতো দেশের গÐি পেরিয়ে বিদেশি লিগে খেলার আমন্ত্রণ পেলেন বাংলাদেশ নৌবাহিনীর দুই তারকা। জার্মানির এভি বুবলিনজেন ক্লাবের হয়ে বুন্দেসলিগা হকি লিগে খেলবেন তারা। লিগে অংশ নিতে আজ ভোর ৫টায় জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন রোমান ও মাহবুব। লিগ শেষে জুলাই মাসে তাদের দেশে ফেরার কথা।
ঘরোয়া এবং আন্তর্জাতিক হকিতে এক যুগেরও বেশি সময় ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন রোমান সরকার। ২০২২ সালে দেশে প্রথমবার আয়োজিত ফ্রাঞ্চাইজি লিগে আইকন খেলোয়াড় হিসেবে মেট্রো এক্সপ্রেস বরিশালকে নেতৃত্ব দেন তিনি। ২০১৩ সালে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর এখন পর্যন্ত লাল-সবুজ জার্সিতে নির্ভরযোগ্য এক মিডফিল্ডারের নাম রোমান। প্রথমবার জার্মান লিগে খেলতে যাওয়া প্রসঙ্গে গতকাল তিনি বলেন, ‘এটা আমার জন্যই শুধু নয়, বাংলাদেশ হকির জন্য অনেক বড় সম্মানের ব্যাপার। জার্মানিতে আমাদের সিনিয়র অনেকে এর আগে খেলেছেন। তারা দেশকে সম্মানিত করেছেন। সেই ধারাবাহিকতায় এবার আমি এবং আমার দুই জুনিয়র সতীর্থ মাহবুব হোসেন ও সোহানুর রহমান সবুজ (ঢাকা মেরিনার ইয়াংসের) খেলার আমন্ত্রণ পেয়েছি। আগামীকাল (আজ) ভোরে আমি আর মাহবুব জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়বো। তবে সবুজ যেতে পারছে না। সে এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে ভারতে অবস্থান করছে। পরে হয়তো সেও যাবে। সবার কাছে দোয়া কামনা করছি, যাতে জার্মানিতে ভালো খেলে আমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’ ঘটনাবহুল এবারের প্রিমিয়ার লিগের মাঝপথেই জার্মানিতে খেলার আমন্ত্রণ পান রোমান, মাহবুব ও সবুজ। বুবলিনজেন হকি ক্লাবের কোচ টমাস থাউনারের কাছ থেকে এ আমন্ত্রণ পত্র আসে বাংলাদেশ হকি ফেডারেশনে (বাহফে)।
প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ (প্লে-অফ) বাকি থাকলেও মাহবুবকে সঙ্গে নিয়ে ঠিকই রোমান পাড়ি দিচ্ছেন জার্মানি। তাদের যাওয়াত এবং থাকা-খাওয়ার সম্পূর্ণ খরচ বহন করছে জার্মান ক্লাবটি। এরপর সম্মানীর বিষয় তো থাকছেই। এ প্রসঙ্গে রোমান বলেন,‘জার্মান লিগ খেলতে যাওয়ার জন্য আমাদের কোনো অর্থ ব্যয় হচ্ছে না। সব কিছুই জার্মানির ক্লাব এভি বুবলিনজেন থেকে দেয়া হচ্ছে। লিগের সূচি এখনও হাতে পাইনি। আমরা সেখানে গিয়ে দলের সঙ্গে আগে অনুশীলনে যোগ দেব। যথাসম্ভব চলতি মাসের শেষ দিকে এই লিগ শুরু হবে। আমাদের আগে-ভাগে নেয়ার কারণ হচ্ছে যাতে কন্ডিশন এবং দলের সঙ্গে মানিয়ে নিতে পারি আমরা। জার্মান লিগে আমাদের খেলার সুযোগ করে দেয়া জন্য হকি ফেডারেশন ও ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ রোমানের সুরেই কথা বললেন মাহবুবও। তিনিও সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত