জামালকে গুড়িয়ে সেমিতে পুলিশ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৪ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম

ঘরোয়া ফুটবলে চলতি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপের শেষ আটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলো বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। গতকাল বিকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পুলিশ ৩-০ গোলে হারায় শেখ জামালকে। বিজয়ী দলের হয়ে উজবেকিস্তানের মিডফিল্ডার জাভোখির সোখিবভ ও তার স্বদেশি ডিফেন্ডার আজমত আব্দুল্লাহ একটি করে গোল করেন। অন্যটি ছিল শেখ জামালের উজবেক ডিফেন্ডার খোলামাটভের আত্মঘাতি গোল।

শক্তির বিচারে শেখ জামালের চেয়ে খুব বেশি এগিয়ে না থাকলেও কাল মাঠের লড়াইয়ে ২৩ মিনিটেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেন পুলিশের ফুটবলাররা। প্রায় সম শক্তির এ দুই দলের লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় পুলিশ। পুরো প্রথমার্ধ জুড়েই মাঠে শাসন করে দলটি। ফলে ম্যাচের ২ মিনিটেই গোলের দেখা পায় পুলিশ। এসময় মোহাম্মদ মিঠুর ফ্রি কিক থেকে পুলিশের উজবেক মিডফিল্ডার জাভোখির সোখিবভ দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। তার হেড লাফিয়ে উঠে হাত দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করলেও পারেননি শেখ জামালের গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতম। শুরুতে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়েই লড়েন পুলিশের ফরোয়ার্ডরা। এসময় তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রাখেন শেখ জামালের ডিফেন্ডারদের। ম্যাচের ৯ মিনিটে পুলিশের একটি সংঘবদ্ধ আক্রমণ ফেরাতে গিয়ে নিজেদের জালের বল ঠেলে দেন জামালের উজবেক ডিফেন্ডার খোলামাটভ। বাঁ প্রান্ত থেকে পুলিশের ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলো জিমেনেজ প্রতিপক্ষের একজনকে ডজ দিয়ে ক্রস করেন জামালের বক্সে। এই ক্রস ফেরাতে গিয়েই বল নিজেদের জালে ঠেলে দেন খোলামাটভ (২-০)। এই ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধারা বাড়িয়ে দেয় পুলিশ। ফলে ম্যাচের ২৩ মিনিটে তৃতীয় গোলটি হজম করে শেখ জামাল। এসময় শাহেদ মিয়া ক্রস করেন শেখ জামালের বক্সে। পুলিশের উজবেক ডিফেন্ডার আজমত আব্দুল্লাহ সেই ক্রসে ব্যাকহিল করে নিশানাভেদ করেন (৩-০)। প্রথমার্ধে নির্দিষ্ট সময়ের অর্ধেক পার হয় পুলিশের দাপটেই। এই সময়ে তারা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিলেও শেষ পর্যন্ত ব্যবধান আর বাড়েনি। শেখ জামালও পারেনি প্রথমার্ধের বাকি সময় ম্যাচে ফিরতে। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পুলিশ।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ফেরার সর্বাত্মক চেষ্টা চালার জামালের ফরোয়ার্ডরা। কিন্তু তাদের সব আক্রমণ ব্যর্থ হয় পুলিশের রক্ষণদূর্গে আছড়ে পড়ে। ম্যাচের ৬৩ মিনিটে শেখ জামালের উজবেকিস্তানের মিডফিল্ডার শাখজদ সেমারভের ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কর্ণারের বিনিময়ে রক্ষা করেন পুলিশের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। ৬৮ মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে আরেকটি গোলের সুযোগ তৈরি করে পুলিশ। এসময় ফরোয়ার্ড জিল্লুর রহমানের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৮৬ মিনিটে সেনেগালের ফরোয়ার্ড আবু তোরের ফ্রি কিক ক্রসবার ঘেষে বাইরে গেলে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়েই মাঠ ছাড়তে হয় শেখ জামালকে। আর দারুণ জয় পেয়ে তৃতীয় দল হিসেবে ফেডারেশন কাপের শেষ চারে জায়গা পাওয়ার আনন্দ নিয়ে ক্লাবে ফেরেন পুলিশের ফুটবলাররা। এই ম্যাচের মধ্যদিয়েই শেষ হলো টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল। আগামী মঙ্গলবার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামবে ফর্টিস এফসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায়।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লোকসানে দিশেহারা খামারিরা

লোকসানে দিশেহারা খামারিরা

তাপদাহের সঙ্গে স্বল্প বৃষ্টি

তাপদাহের সঙ্গে স্বল্প বৃষ্টি

আল্লাহ ও রাসূল (সা.) এর কোনো অসম্মান একমুহূর্তও সহ্য করবো না

আল্লাহ ও রাসূল (সা.) এর কোনো অসম্মান একমুহূর্তও সহ্য করবো না

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পালিত

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পালিত

যারা আমাদের চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে :ওবায়দুল কাদের

যারা আমাদের চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে :ওবায়দুল কাদের

মাদরাসার শিক্ষার্থীরা আরবিতে দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্রিল্যান্সিং করতে পারেন : সিপিডি

মাদরাসার শিক্ষার্থীরা আরবিতে দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্রিল্যান্সিং করতে পারেন : সিপিডি

অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ

অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ

বৃষ্টি-পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল বন্যার আশঙ্কা

বৃষ্টি-পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল বন্যার আশঙ্কা

ভিয়েতনামে লাখ লাখ মাছের মৃত্যু

ভিয়েতনামে লাখ লাখ মাছের মৃত্যু

২৫ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা আজ বন্ধ থাকবে

২৫ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা আজ বন্ধ থাকবে

বাড়তি ভাড়ায় রেলভ্রমণ আজ থেকে

বাড়তি ভাড়ায় রেলভ্রমণ আজ থেকে

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত তুরস্কের

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত তুরস্কের

তুরস্ককে আন্তর্জাতিক গ্যাস বাণিজ্য কেন্দ্রে পরিণত করার পথ প্রশস্ত

তুরস্ককে আন্তর্জাতিক গ্যাস বাণিজ্য কেন্দ্রে পরিণত করার পথ প্রশস্ত

চাঁদের পথে পাকিস্তানের প্রথম স্যাটেলাইট মিশন

চাঁদের পথে পাকিস্তানের প্রথম স্যাটেলাইট মিশন

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-২

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-২

ফজরের নামাযের দশটি ফযীলত-২

ফজরের নামাযের দশটি ফযীলত-২

ষাঁড় ঝাঁপিয়ে পড়ে দোকানে

ষাঁড় ঝাঁপিয়ে পড়ে দোকানে

নারী সংখ্যাধিক্যের দেশ

নারী সংখ্যাধিক্যের দেশ

চুল রাঙিয়ে বিপাকে

চুল রাঙিয়ে বিপাকে

রঙচটা বাস চলছেই

রঙচটা বাস চলছেই