এনএসসি সচিব আমিনুল ইসলামের অপরাসণ দাবীতে মানববন্ধন

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৬ এপ্রিল ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ১২:১১ এএম

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক কর্মচারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংস্থাটি। বৃহস্পতিবার দুপুরে তীব্র গরমে অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন এনএসসির পিএবিএক্স সহকারী (অর্থ বিভাগে নিযুক্ত) সালেহা সুলতানা নাজমা (৫০)। তার এমন অনাকাঙ্খিত মৃত্যুতে কেন্দ্র করে এনএসসির সচিব আমিনুল ইসলামের অপসারণ দাবি করে বৃহস্পতিবার মানববন্ধন করেছে সংস্থার কর্মচারী ইউনিয়ন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অষ্টম ও নবম তলার অফিস কক্ষ তালাবদ্ধ করে রাখেন কর্মচারীরা। এনএসসির চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুবর রহমান ও প্রচার সম্পাদক সেলিম মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সচিব আমিনুল ইসলামের অপসারণ চেয়ে স্লোগান দেওয়া হয়। এ প্রসঙ্গে ইউনিয়নের প্রচার সম্পাদক সেলিম মিয়া বলেন,‘এনএসসির বর্তমান সচিব আমিনুল ইসলামের আচরণে আমরা সবাই ক্ষুব্ধ। সচিবের কারণেই আমরা আজ আমাদের বোনকে (সালেহা সুলতানা নাজমা) হারালাম। অফিসের সবাই সচিবের ভয়ে তটস্থ থাকেন। শোকজের ভয়ে অসুস্থ শরীরেও আজ (গতকাল) নাজমা অফিসে এসেছিল। চিকিৎসা নেওয়ার জন্য তিনি ছুটি পাননি। আমরা কেউ তার পাশে থাকতে পারিনি সচিবের জন্য।’

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মচারীদের সঙ্গে একাতœতা ছিল সংস্থার অন্য কর্মকর্তাদেরও। তারা কর্মচারী ইউনিয়নের আন্দোলনে সরাসরি না থাকলেও নেপথ্যে ছিলেন। এনএসসিতে কর্মরত প্রায় সব কর্মকর্তাই সচিব আমিনুল ইসলামের আচার-আচরণ ও কর্মকা-ে নাখোশ। এনএসসিতে সচিবের পাশপাশি চারজন পরিচালকও রয়েছেন। যারা বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাও। তাদের দু’একজনকে এবং নিচের স্তরের বেশ কিছু কর্মকর্তা-কর্মটারীকে ইতোমধ্যে শোকজ ও পরামর্শমূলক চিঠি দিয়েছেন সচিব। এনএসসিতে কর্মরত কর্মকর্তাদের মতে, সচিব আমিনুল ইসলাম চেয়ার-টেবিলে লাথি দেন প্রায় সময় এবং অনেক সময় কর্মকর্তা-কর্মাচারীদের প্রতি অসংলগ্ন মন্তব্য ও আচরণ করেন। অবশ্য এনএসসি সচিব আমিনুল ইসলাম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খন্ডন করেন। তিনি বলেন, ‘এক সহকর্মীর মৃত্যুতে আমরা ব্যথিত। বিষয়টি শোনামাত্রই ধর্মীয় এবং সামাজিক আচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি, পাশাপাশি তিনি আমাদের স্টাফ হওয়ায় আর্থিক সুবিধাদির বিষয়টিও দেখার কথা বলেছি।’ আমিনুল যোগ করেন, ‘প্রথমত মৃত্যুবরণকারী সালেহা সুলতানা নাজমার ছুটি মঞ্জুরকারী আমি নই। তার ছুটির চাহিদা নিয়ে মোটেও অবগত ছিলাম না। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের লক্ষ্যমাত্রা পূরণে আমরা অনেক পিছিয়ে আছি। সেই লক্ষ্যমাত্রা পূরণে সচেষ্ট থাকতেই সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে পরামর্শমূলক সর্তকতা চিঠি দেওয়া হয়েছে। অফিস পরিচালনায় শৃঙ্খলার স্বার্থে পোষাক ও আনুষাঙ্গিক বিষয়ে নিয়ম-নীতির অনুসরণ করতে বলা হয়। এর বেশি কিছু বলা মানে সেটা বাড়িয়ে বলে আমার প্রতি অবিচার করা।’

এদিকে বছরের পর বছর এনএসসির কর্মকর্তা-কর্মচারীরা হেলেদুলেই অফিস করেছেন। তারা অনেকটা আয়েশি ভঙ্গিতেই কাজ করতে অভ্যস্ত। সকালে অফিস থাকলেও তারা আসতেন দুপুরের পর, অনেক সময় আসতেনও না। তবে এনএসসির সদ্য বিদায়ী সচিব পরিমল সিংহ কঠোর হাতেই অফিসের সময়সূচি পালনে সকলকে বাধ্য করেছেন। এরপর এতে অভ্যস্ত হন প্রায় সব কর্মকর্তা ও কর্মচারীরা। পরিমল সিংহ চলতি বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্য মন্ত্রণালয়ে বদলি হলে তার স্থলাষিভিক্ত হন আমিনুল ইসলাম। তিন মাসের মধ্যে তিনি ছুটিতেই ছিলেন এক মাস। মাত্র দুই মাসের মধ্যেই নতুন সচিবের কর্মকা- এবং বিশেষত আচরণ অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে এনএসসি টাওয়ারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও বিকাল গড়িয়ে সন্ধ্যার আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব (ক্রীড়া) সানাউল হক আসেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। তার সামনে ইউনিয়নের নেতৃবৃন্দ সকল অভিযোগ উত্থাপন করেন। তিনি তাদের আশ্বস্ত করতে বলেন, ‘আমরা আপনাদের বক্তব্য মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয়কে অবহিত করব। উনারা বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। মন্ত্রী ও সচিবের ওপর আপনারা ভরসা রাখেন।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চার ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

চার ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

ঘুরে দাঁড়িয়ে বার্সাকে হারিয়ে জিরোনার ইতিহাস

ঘুরে দাঁড়িয়ে বার্সাকে হারিয়ে জিরোনার ইতিহাস

হল্যান্ডে একাই দিলেন চার গোল,সিটির দাপুটে জয়

হল্যান্ডে একাই দিলেন চার গোল,সিটির দাপুটে জয়

নারী বিশ্বকাপের সূচির জন্য শেষ মুহূর্তের অপেক্ষা

নারী বিশ্বকাপের সূচির জন্য শেষ মুহূর্তের অপেক্ষা

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান

যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান

শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা - বদিউজ্জামান সোহাগ

শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা - বদিউজ্জামান সোহাগ

ব্রাহ্মণপাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ব্রাহ্মণপাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

‘পানি তাল খাইয়া শরীরডা ঠান্ডা কইরা যায় সবাই’

‘পানি তাল খাইয়া শরীরডা ঠান্ডা কইরা যায় সবাই’

বাজিতপুরে বিশাল মাহফিল আজ

বাজিতপুরে বিশাল মাহফিল আজ

শ্রীনগরে ৭টি ঘর পুড়ে ছাই

শ্রীনগরে ৭টি ঘর পুড়ে ছাই

অসহনীয় গরম ও লোডশেডিংয়ে চরম জনভোগান্তি

অসহনীয় গরম ও লোডশেডিংয়ে চরম জনভোগান্তি

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নদীর বাঁধ অপসারণ

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নদীর বাঁধ অপসারণ

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

বড়াইগ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বড়াইগ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

কাপ্তাই হ্রদ শুধু দেশের নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পদ

কাপ্তাই হ্রদ শুধু দেশের নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পদ

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে কমিউটার রেলের যাত্রা শুরু

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে কমিউটার রেলের যাত্রা শুরু

ফ্রি ফায়ারে পরিচয়ে বিয়ে ৬ মাস পর লাশ

ফ্রি ফায়ারে পরিচয়ে বিয়ে ৬ মাস পর লাশ

দৌলতপুরে আগুনে পুড়লো ব্যবসায়ীর ৫ ঘর ও নগদ ১২ লাখ টাকা

দৌলতপুরে আগুনে পুড়লো ব্যবসায়ীর ৫ ঘর ও নগদ ১২ লাখ টাকা

মাদারীপুরে জনজীবনে দুর্ভোগ

মাদারীপুরে জনজীবনে দুর্ভোগ