এনএসসি সচিবের অপরাসণ দাবীতে মানববন্ধন
২৬ এপ্রিল ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ১২:১১ এএম
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক কর্মচারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংস্থাটি। গতকাল দুপুরে তীব্র গরমে অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন এনএসসির পিএবিএক্স সহকারী (অর্থ বিভাগে নিযুক্ত) সালেহা সুলতানা নাজমা (৫০)। তার এমন অনাকাঙ্খিত মৃত্যুতে কেন্দ্র করে এনএসসির সচিব আমিনুল ইসলামের অপসারণ দাবি করে কাল মানববন্ধন করেছে সংস্থার কর্মচারী ইউনিয়ন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অষ্টম ও নবম তলার অফিস কক্ষ তালাবদ্ধ করে রাখেন কর্মচারীরা। এনএসসির চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুবর রহমান ও প্রচার সম্পাদক সেলিম মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সচিব আমিনুল ইসলামের অপসারণ চেয়ে স্লোগান দেওয়া হয়। এ প্রসঙ্গে ইউনিয়নের প্রচার সম্পাদক সেলিম মিয়া বলেন,‘এনএসসির বর্তমান সচিব আমিনুল ইসলামের আচরণে আমরা সবাই ক্ষুব্ধ। সচিবের কারণেই আমরা আজ আমাদের বোনকে (সালেহা সুলতানা নাজমা) হারালাম। অফিসের সবাই সচিবের ভয়ে তটস্থ থাকেন। শোকজের ভয়ে অসুস্থ শরীরেও আজ (গতকাল) নাজমা অফিসে এসেছিল। চিকিৎসা নেওয়ার জন্য তিনি ছুটি পাননি। আমরা কেউ তার পাশে থাকতে পারিনি সচিবের জন্য।’
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মচারীদের সঙ্গে একাতœতা ছিল সংস্থার অন্য কর্মকর্তাদেরও। তারা কর্মচারী ইউনিয়নের আন্দোলনে সরাসরি না থাকলেও নেপথ্যে ছিলেন। এনএসসিতে কর্মরত প্রায় সব কর্মকর্তাই সচিব আমিনুল ইসলামের আচার-আচরণ ও কর্মকা-ে নাখোশ। এনএসসিতে সচিবের পাশপাশি চারজন পরিচালকও রয়েছেন। যারা বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাও। তাদের দু’একজনকে এবং নিচের স্তরের বেশ কিছু কর্মকর্তা-কর্মটারীকে ইতোমধ্যে শোকজ ও পরামর্শমূলক চিঠি দিয়েছেন সচিব। এনএসসিতে কর্মরত কর্মকর্তাদের মতে, সচিব আমিনুল ইসলাম চেয়ার-টেবিলে লাথি দেন প্রায় সময় এবং অনেক সময় কর্মকর্তা-কর্মাচারীদের প্রতি অসংলগ্ন মন্তব্য ও আচরণ করেন। অবশ্য এনএসসি সচিব আমিনুল ইসলাম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খন্ডন করেন। তিনি বলেন, ‘এক সহকর্মীর মৃত্যুতে আমরা ব্যথিত। বিষয়টি শোনামাত্রই ধর্মীয় এবং সামাজিক আচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি, পাশাপাশি তিনি আমাদের স্টাফ হওয়ায় আর্থিক সুবিধাদির বিষয়টিও দেখার কথা বলেছি।’ আমিনুল যোগ করেন, ‘প্রথমত মৃত্যুবরণকারী সালেহা সুলতানা নাজমার ছুটি মঞ্জুরকারী আমি নই। তার ছুটির চাহিদা নিয়ে মোটেও অবগত ছিলাম না। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের লক্ষ্যমাত্রা পূরণে আমরা অনেক পিছিয়ে আছি। সেই লক্ষ্যমাত্রা পূরণে সচেষ্ট থাকতেই সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে পরামর্শমূলক সর্তকতা চিঠি দেওয়া হয়েছে। অফিস পরিচালনায় শৃঙ্খলার স্বার্থে পোষাক ও আনুষাঙ্গিক বিষয়ে নিয়ম-নীতির অনুসরণ করতে বলা হয়। এর বেশি কিছু বলা মানে সেটা বাড়িয়ে বলে আমার প্রতি অবিচার করা।’
এদিকে বছরের পর বছর এনএসসির কর্মকর্তা-কর্মচারীরা হেলেদুলেই অফিস করেছেন। তারা অনেকটা আয়েশি ভঙ্গিতেই কাজ করতে অভ্যস্ত। সকালে অফিস থাকলেও তারা আসতেন দুপুরের পর, অনেক সময় আসতেনও না। তবে এনএসসির সদ্য বিদায়ী সচিব পরিমল সিংহ কঠোর হাতেই অফিসের সময়সূচি পালনে সকলকে বাধ্য করেছেন। এরপর এতে অভ্যস্ত হন প্রায় সব কর্মকর্তা ও কর্মচারীরা। পরিমল সিংহ চলতি বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্য মন্ত্রণালয়ে বদলি হলে তার স্থলাষিভিক্ত হন আমিনুল ইসলাম। তিন মাসের মধ্যে তিনি ছুটিতেই ছিলেন এক মাস। মাত্র দুই মাসের মধ্যেই নতুন সচিবের কর্মকা- এবং বিশেষত আচরণ অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ হয়েছে।
কাল দুপুরের পর থেকে এনএসসি টাওয়ারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও বিকাল গড়িয়ে সন্ধ্যার আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব (ক্রীড়া) সানাউল হক আসেন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। তার সামনে ইউনিয়নের নেতৃবৃন্দ সকল অভিযোগ উত্থাপন করেন। তিনি তাদের আশ্বস্ত করতে বলেন, ‘আমরা আপনাদের বক্তব্য মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয়কে অবহিত করব। উনারা বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। মন্ত্রী ও সচিবের ওপর আপনারা ভরসা রাখেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার