বঙ্গবন্ধু কাপ কাবাডিতে নেই পাকিস্তান
২০ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ মে ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশ কাবাডি ফেডারেশন গত তিন বছর ধরে আয়োজন করে আসছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এরই ধারাবাহিকতায় এবার ঢাকায় বসছে টুর্নামেন্টের চতুর্থ আসর। জাতির জনকের নামে এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেসহ ১২টি দেশ অংশ নেবে। এরা হলো- স্বাগতিক বাংলাদেশ, পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা ও নেপাল। এই টুর্নামেন্টে বিশ্ব কাবাডির অন্যতম পরাশক্তি পাকিস্তানের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আসছে না। ভিসা জটিলতার কারণে ঢাকায় আসতে পারছে না পাকিস্তান কাবাডি দল। তাই আয়োজকরা পাকিস্তানকে বাদ দিয়েই ইতোমধ্যে ১১ বিদেশি দলের তালিকা চূড়ান্ত করেছে। বিদেশি দলগুলো ২৩ ও ২৪ মে ঢাকায় আসবে। পরদিন ম্যানেজার্স মিটিংয়ে গ্রুপিং ও ফিকশ্চার চূড়ান্ত করা হবে। খেলা ম্যাটে গড়াবে ২৬ মে। আর ফাইনালের মধ্যদিয়ে টুর্নামেন্ট শেষ হবে ৩ জুন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ জাতীয় কাবাডি দল। তবে নিজেদের আয়োজিত টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেও সর্বশেষ হ্যাংজু এশিয়ান গেমসে চরম ব্যর্থ হয়েছে লাল-সবুজরা। নেপাল ও চাইনিজ তাইপের কাছে হেরে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দল ব্রোঞ্জপদক হারিয়েছে। তাই ঘরের মাঠে নিজেদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে তৃপ্তির ঢেকুর তোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।
এবার প্রতিযোগিতার দল নির্বাচনে বাংলাদেশ কাবাডি ফেডারেশন কিছুটা পরিপক্বতা দেখিয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে এবারই প্রথমবারের মতো অংশ নেবে সর্বশেষ দুই বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। এই দেশগুলোর মূল জাতীয় দল খেলতে আসলে বাংলাদেশের প্রস্তুতিটা বেশ ভালোই হবে। গত তিনবার এই টুর্নামেন্টের খেলা ঢাকা কাবাডি স্টেডিয়ামের পাশে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার মিরপুরস্থ শহীদ সোহওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে।
এদিকে এই টুর্নামেন্টের নানা দিক গণমাধ্যমের সামনে তুলে ধরতে আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ফেডারেশনের যুগ্ম-সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের