টানা চার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
৩১ মে ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ৩১ মে ২০২৪, ১২:১৪ এএম
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিলো স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে সাতটি লোনাসহ ৭৯-২৮ পয়েন্টে হারায় লাল-সবুজরা। প্রথমার্ধে ৩৮-১৫ পয়েন্টে এগিয়ে ছিল বিজয়ীরা। এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসাবে শেষ চারে জায়গা পায় বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই পোলিশদের চেপে ধরেন মিজান, আরদুজ্জামান, আল-আমিন, রাজীব, ইয়াসিনরা। যা শেষ পর্যন্ত বজায় ছিল। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনি একাই ২৫ পয়েন্ট তুলে নেন। পোল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উচ্ছসিত বাংলাদেশের কোচ আবদুল জলিল। ম্যাচ শেষে তিনি বলেন,‘সেমিফাইনাল নিশ্চিত করে প্রাথমিক লক্ষ্য পূরণ হল। নেপালের বিপক্ষে জিতে গ্রুপ পর্বে অপরাজিত থাকতে চাই।’
ম্যাচ সেরা অধিনায়ক আরদুজ্জামান মুন্সি বলেন,‘ ‘প্রত্যেক দলই জিততে চায়। প্রতিটা প্লেয়ারই ভালো খেলতে চায়। আমিও আমার সর্বোচ্চটা দিয়ে ভালো খেলেছি। দলের জয়ে অবদান রেখেছি। দল জেতায় খুব ভালো লাগছে।’ বঙ্গবন্ধু কাপের গত আসরে পোল্যান্ডের বিপক্ষে জিততে বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু এবার অনেকটাই হেসে-খেলে জিতেছে বাংলাদেশ। এক প্রশ্নের উত্তরে আরদুজ্জামান বলেন,‘পোল্যান্ড ভালো দল। ওদের দু’জন খেলোয়াড়ের এবার ইনজুরি সমস্যা রয়েছে। তবে এবারের আসরে পোল্যান্ড আশানুরূপ খেলাটা খেলতে পারছে না। গত বছর কিন্তু এই টুর্নামেন্টে পোল্যান্ড আমাদের কাছ থেকে লোনা নিয়েছিল এবং প্রথমার্ধে আমাদের চেয়ে এগিয়েও ছিল।’ তিনি আরও বলেন,‘টুর্নামেন্টে যতগুলো দল এসেছে সবাই কিন্তু শিরোপা প্রত্যাশী। যারা এখানে খেলতে এসেছে কাউকে ছোট করে দেখার মতো নয়। তবে এবার আমাদের টিম কম্বিনেশনটা এতো সুন্দর হচ্ছে প্রতিপক্ষ আমাদের সামনে সেভাবে দাঁড়াতেই পারছে না। দলের সবাই যদি সুস্থ থাকে, তাহলে আমরাই চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ।’
এদিকে বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠে নেপাল। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের চতুর্থ ম্যাচে ইন্দোনেশিয়াকে পাঁচটি লোনাসহ ৬৩-৩৪ পয়েন্টে হারায় নেপাল। প্রথমার্ধে বিজয়ী দল ৩৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন নেপালের ঘনশ্যাম রোকা মাগার। এ নিয়ে চার ম্যাচই সেরা হলেন তিনি। নেপালের কাছে হেরে শেষ চারে যাওয়ার স্বপ্ন ভেস্তে গেল ইন্দোনেশিয়ার। এই জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে বাংলাদেশের সঙ্গে তালিকার শীর্ষে আছে নেপাল।
শুক্রবার ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হবে। ম্যাচে যারা জিতবে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সেবা সহজীকরণ অনুষ্ঠান
লাকসামে বিএনপির আজিম-কালাম গ্রুপ মুখোমুখি: ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া
ভুয়া পেইজে ঢাবি প্রশাসনসহ অনেকের বিরুদ্ধে অপপ্রচার, এডমিন ঢাবি ছাত্রদল নেতা
ইটনায় বিএনপির স্বাধীনতার বিজয় উৎসবে নেতাকর্মী ও জনতার ঢল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে: ফজলুর রহমান
ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ