বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে কিউরেটর টনি হেমিং!
১৭ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৭ জুলাই ২০২৪, ১২:০১ এএম
চুক্তির মাঝপথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে যাওয়া কিউরেটর টনি হেমিংকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, এই অস্ট্রেলিয়ানের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তাদের। আজ দায়িত্ব নিতে লাহোরে পৌঁছানোর কথা তার। হেমিংয়ের প্রথম দায়িত্বই হবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পিচ প্রস্তুত করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন পাঁচটি টেস্টের পিচ প্রস্তুত করবেন হেমিং। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের পর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। আগামী ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পিচ প্রস্তুতিও হেমিং দেখভাল করবেন বলে জানানো হয়েছে।
হেমিং পাকিস্তানে যেতে পারেন, গত মে মাসেই এমন সংবাদ এসেছিলে দেশটির সংবাদমাধ্যমে। তবে তখন এ ব্যাপারে এই প্রতিবেদকের কাছে নিজের বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ১০ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেমিংয়ের চলে যাওয়ার খবর জানায় বিসিবি। তার সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও এক বছর হতে না হতেই বিসিবির চাকরি ছেড়ে দেশে ফিরে যান অভিজ্ঞ এই কিউরেটর। বিসিবি তাঁকে এনেছিল মূলত পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নির্মাণের জন্য।
উইকেট প্রস্তুতিতে বিশেষজ্ঞ হেমিং একজন মৃত্তিকা বিশারদ। বাংলাদেশে আসার আগে পার্থে ওয়াকার মৃত্তিকা বিশারদ ও পরামর্শক ছিলেন, পালন করেছেন আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্বও। অস্ট্রেলিয়ার এমসিজিতে দীর্ঘদিন কাজ করা ছাড়াও একসময় ছিলেন পার্থের অপ্টাস স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার।
হেমিং আইসিসির পিচ পরামর্শক ছিলেন ওমান ক্রিকেট একাডেমিতে। আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও প্রশিক্ষক হিসেবেও তিনি কাজ করেছেন। অভিজ্ঞতা আছে ফুটবলে কাজ করারও। সউদী আরবের রাজধানী রিয়াদে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অ্যারেনা ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন হেমিং।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি
লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন
হলুদ রঙে সেজেছে ক্ষেত
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান
ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ
উত্তরা থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান
মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫