স্বপ্ন পূরণে আজ ভারতকে হারাতে হবে যুবাদের
২৬ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বরাবরই শক্তিশালী দল ভারত। সব আসরেই শিরোপার অন্যতম দাবীদারও তারা। এই দলটির বিপক্ষেই আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। নেপালের আনফা কমপ্লেক্সে বিকাল সোয়া ৩টায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি। শিরোপা জেতার স্বপ্ন নিয়েই নেপালে পা রাখে লাল-সবুজরা। স্বপ্ন পূরণে আজ ভারতকে হারাতেই হবে বাংলাদেশের যুবাদের। গতকাল প্রথম সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে শিরোপামঞ্চে পা রেখেছে স্বাগতিক নেপাল। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের জয়ী দলটি ২৮ আগস্ট ফাইনাল খেলবে নেপালের বিপক্ষে।
২০২২ সালে ভারতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামের ওই ফাইনালে স্বাগতিকদের কাছে ৫-২ গোলে হেরে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন লাল-সবুজের যুবারা। তাই এবারের আসরে শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই শিষ্যদের নিয়ে নেপালে গেছেন অভিজ্ঞ কোচ মারুফুল হক। কিন্তু আনফা কমপ্লেক্সে শুরুটা স্বপ্ন জয়ের মতো করতে পারেনি বাংলাদেশ। তিন দলের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল তারা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরে যায় নেপালের কাছে। ফলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হয় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। নেপালের কাছে হারের পেছনে ভুল ছিল গোলরক্ষক এবং অধিনায়ক মেহেদি হাসান শ্রাবনের। যে কারণে গত দু’দিন কঠোর অনুশীলন করেছেন তিনি। অতীত ভুলে এখন শুধু ভারত ম্যাচ নিয়েই ভাবছেন শ্রাবন, ‘সেমিফাইনালের আগে তিনদিন সময় পেয়েছি। একদিন বিশ্রাম ছিল। বাকি দু’দিন কঠিন অনুশীলন করেছি। ভারতের সঙ্গে ম্যাচ হলে আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে। সেমিতে নতুন ট্যাকটিস নিয়ে মাঠে নামবো আমরা। আমি বিশ্বাস করি কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো। যেহেতু ভারত ম্যাচটি বরাবরই আমাদের জন্য আবেগের। তবে কালকে (আজ) আবেগকে পাত্তা না দিয়ে আমরা নিজেদের সেরাটা মেলে ধরতে নামবো। দলের সবাই উজ্জীবিত আছে।’
শক্তিশালী ভারতের বিপক্ষে নতুন কৌশলে দলকে মাঠে নামানোর পরিকল্পনা কোচ মারুফুল হকের। তার কথাতেও সেটা স্পষ্ট,‘গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হারের পরই আমরা ধরে নিয়েছিলাম সেমিফাইনালে ভারতের সঙ্গে খেলতে হবে। এখন সেটাই হয়েছে। ভারতের সঙ্গে আগামীকাল (আজ) সেমিফাইনাল খেলবো আমরা। নেপালের কাছে সেই হারের পর থেকে ফুটবলারদের মধ্যে গত দুই তিনদিনে যে মনযোগ, তাদের যে প্রচেষ্টা, জেতার জন্য যে ক্ষুধাটা আমি দেখেছি, তাতে খুবই আত্মবিশ্বাসী আমরা। ছেলেরা সেমিফাইনালে যদি এই মানসিকতা ধরে রাখতে পারে, তাহলে আমি আশা করি ভারতকে হারিয়ে ফাইনাল খেলতে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত