বিলিয়নিয়ার কন্যাদের ইউএস ওপেন
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম

দ্বিতীয়বারের ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জেসিকা পেগুলা। এর আগে সবগুলো গ্র্যান্ড সøাম মিলিয়ে ৬ বার শেষ আটের টিকিট কেটেছিলেন ৩০ বছর বয়সী এই মার্কিন তারকা। কিন্তু কোনোবারই সেমিফাইনালে খেলা হয়নি তার। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার পথে শেষ ষোলোতে পেগুলা হারিয়েছেন ২০ বছর বয়সী দিয়ানা শ্নাইদারকে। ষষ্ঠ বাছাই পেগুলা জিতেছেন সরাসরি ৬-৪, ৬-২ গেমে। প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল ভোরে পেগুলা মুখোমুখি হবেন শীর্ষ বাছাই ইগা সিওনতেকের। প্রতিপক্ষ সিওনতেক বলেই এবারও পেগুলার জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিন। কিন্তু সেই ম্যাচের আগে টেনিস খেলোয়াড়ের পরিচয়টা যেন হারাতে বসেছেন পেগুলা, তাঁকে যে এখন বেশি কথা বলতে হচ্ছে ধনকুবের বাবার সন্তান হিসেবেই! যা নিয়ে বেশ বিরক্ত ও ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের ৩০ বছর বয়সী এই টেনিস তারকা।
পেগুলার বাবা মার্কিন ধনকুবের টেরি পেগুলা এনএফএলের দল বাফেলো বিলস এবং এনএইচএলের দল বাফেলো স্যাবরসের মালিক। বিখ্যাত ব্যবসায় সাময়িকী ফোর্বসের হিসাবে এই তেল ব্যবসায়ীর সম্পদের পরিমাণ ৭৭০ কোটি মার্কিন ডলার (প্রায় ৯২ হাজার কোটি টাকা)। তবে নিজের দৈনন্দিন জীবনে বাবার এই বিপুল সম্পদের প্রভাব সামান্য বলেই মন্তব্য করেছেন পেগুলা। তিনি বলেছেন, ‘মানুষ মনে করে আমার ব্যক্তিগত খানসামা আছে এবং চারপাশে ভৃত্যরা ঘোরাফেরা করে। তারা মনে করে আমার বিলাসবহুল গাড়ি আছে এবং আমি ব্যক্তিগত বিমানে সব জায়গায় ভ্রমণ করি। আমি অবশ্যই অমন নই।’
পেগুলার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শুরুটা হয় গত সপ্তাহে, তার নিউইয়র্ক সাবওয়ে ট্রেনে চড়ার ভিডিও ভাইরাল হওয়ার পর। তবে বাবার পরিচয়ের বাইরেও অবশ্য পেগুলার পরিচয় একেবারে এড়িয়ে যাওয়ার মতো নয়। ৬টি শিরোপা জেতা পেগুলা টেনিস কোর্ট থেকেই আয় করেছেন দেড় কোটি ডলার (প্রায় ১৭৯ কোটি টাকা)। সব মিলিয়ে বারবার বাবার নামের সঙ্গে নিজের নাম জড়ানোয় বিরক্ত এই টেনিস তারকা, ‘এটা খানিকটা বিরক্তিকর। তবে সত্যি কথা বলতে এটা হাস্যকরও। কারণ, যাঁরা এমন (বিলাসবহুল) জীবনযাপন করেন, তাঁদের আমি চিনিও না। এটা আপত্তিকর।’
পেগুলার মতো একই কারণে, অর্থাৎ বাবার সম্পত্তির কারণে আলোচনায় আছেন আরেক মার্কিন টেনিস তারকা এমা নাভারো। বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফকে শেষ ষোলো থেকে বিদায় করা নাভারো কাল কোয়ার্টার ফাইনালে পলা বাদোসাকে হারিয়ে উঠে গেছেন সেমিফাইনালেই। সেই নাভারোও বিলিয়নিয়ার বা শতকোটিপতি বাবার মেয়ে। পেগুলার মতো তিনিও আলোচনায় এসেছেন উত্তরাধিকার সূত্রে পাওয়া বাবার সম্পত্তি নিয়ে। ২২ বছর বয়সী নিউইয়র্কের বাসিন্দা ইউএস ওপেনে এবারই প্রথম ঘরের মাঠে শেষ ষোলো পেরিয়েছেন। তার বাবা সিটি গ্রুপের সাবেক ভাইস প্রেসিডন্ট বেন নাভারো। যিনি শেরমান ফিন্যান্সিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতাও বটে। যাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ১৫০ কোটি ডলার বা প্রায় ১৮ হাজার কোটি টাকা। অন্যদিকে টেনিস খেলে এমা নাভারোর ব্যক্তিগত আয় ২০ লাখ ৫০ হাজার ডলার। নিজের জীবনে বাবার প্রভাব অস্বীকার করেননি তিনি, ‘আমি যে এই পর্যন্ত এসেছি, তাতে আমার বাবার অনেক অবদান। তিনি আমার জানা সবচেয়ে স্মার্ট মানুষ। বছরের পর বছর ধরে তিনি তার জ্ঞান ও প্রজ্ঞা আমার এবং আমার বোনের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সিলেটের জকিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ, ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রামে ভরা বর্ষাকালে খরা, সময় মতো হালচাষ করতে না পাড়ায় দুশ্চিন্তায় আমন চাষিরা

চাঁদপুরে কাচ্চির নামে প্রতারণা, অভিযানে জরিমানা

মনিরামপুরে বাস চাপায় একজন নিহত

মতলবের আলোচিত জুয়েল হত্যা মামলায় পাঁচ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন

অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে;সেলিম উদ্দিন

সবাইকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

মৃত্যু ও ধ্বংসের মধ্যেও ট্রাম্পের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যান গাজাবাসীর

মিলানেই যোগ দিচ্ছেন মদ্রিচ

ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ দিতে হবে : মির্জা ফখরুল

মাস্টারমাইন্ড শাহপরানের শুনানি বুধবার, রিমাণ্ড শেষে চার আসামি কারাগারে

ফুটবলকে বিদায় বললেন রাকিটিচ

কাহ্নপা সাহিত্য পদক পাচ্ছেন কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরী

কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য: হাসনাত

দাবি পূরণ না হলে ইপিআইসহ স্বাস্থ্য সেবার সকল কার্যক্রম বন্ধের ঘোষণা

কার নেতৃত্বে আ.লীগের পুনর্বাসন হতে যাচ্ছে, জানালেন রাশেদ খান

নকল ব্রান্ডের সিগারেট ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

ইউক্রেনে ফের অস্ত্র পাঠানোর ঘোষণা, ডিগবাজী ট্রাম্পের

কঠিন লক্ষ্যে শুরুতেই বাংলাদেশের হোঁচট

অর্ধদিন জনভোগান্তি, প্রশাসনের আশ্বাসে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার