আজ হাঙ্গেরি যাচ্ছে জাতীয় দাবা দল
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ এএম
বিশ্ব দাবার অলিম্পিক খ্যাত ফিদে অলিম্পিয়াডের ৪৫তম আসরে অংশ নিতে আজ হাঙ্গেরি যাচ্ছে ১২ সদস্যের বাংলাদেশ জাতীয় দাবা দল। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আগামী বুধবার শুরু হবে এবারের দাবা অলিম্পিয়াডের খেলা। এই আসরের ওপেন বিভাগে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং দুই ফিদে মাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া খেলবেন। আর মহিলা বিভাগে খেলবেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, দুই ফিদে মাস্টার নোশিন আঞ্জুম,ওয়াদিফা আহমেদ এবং দুই ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও ওয়ালিজা আহমেদ। বাংলাদেশ দলের সঙ্গে পুরুষ বিভাগে অধিনায়ক হিসাবে মাসুদুর রহমান মল্লিক ও নারী বিভাগে অধিনায়ক হিসাবে যাচ্ছেন ন্যাশনাল ইনস্ট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি। দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বর্তমানে জার্মানীতে অবস্থান করছেন। সেখান থেকেই বুদাপেস্টে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এবারের দাবা অলিম্পিয়াডে অংশ নিতে ইতোমধ্যে রেকর্ড সংখ্যক ১৯৫টি দেশের ১৯৭টি পুরুষ দল (স্বাগতিক হাঙ্গেরির তিনটি দল) ও মহিলা বিভাগে রেকর্ড সংখ্যক ১৮২টি দেশের ১৮৪টি দল (স্বাগতিক হাঙ্গেরির তিনটি দল) নিবন্ধন করেছে।
অলিম্পিয়াডের এবারের আসরে ওপেন বিভাগ থেকে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টারের নর্ম এবং দুই ফিদে মাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক মাস্টারের নর্ম পাওয়ার চেষ্টা করবেন। মহিলা বিভাগের চার দাবাড়ুই আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্ম অর্জনের চেষ্টা করবেন বলে জানান। দাবা অলিম্পিয়াডের পর বুদাপেস্টে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক দাবা ইভেন্টে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ এবং ওয়ালিজা আহমেদ অংশ নেবেন। অলিম্পিয়াডকে সামনে রেখে গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দাবাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম বলেন, ‘সীমিত সামর্থ্যরে মধ্যেও এবার আমরা খেলোয়াড়দের নানা সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করেছি। এবারের দাবা অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য কেবল মাত্র খেলোয়াড়দের বিমান ভাড়া, পকেট মানি, নিবন্ধন ও রেজিষ্ট্রেশন ফি এবং ব্লেজার সহ প্রায় ২১ লাখ টাকা বাজেট ধরা হয়েছে।’ তিনি যোগ করেন,‘২০২২ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত সবশেষ দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগে ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশ দল ৬৬তম স্থান পায়। ওই আসরের মহিলা বিভাগে ১৬২টি দেশের মধ্যে ৫৬তম হয়ে মহিলা দল ক্যাটাগরিতে রূপা জেতে লাল-সবুজরা। এবার দেশের দুই গ্র্যান্ডমাস্টার, এক আন্তর্জাতিক মাস্টার ও দুই ফিদে মাস্টার নিয়ে গঠিত ওপেন বিভাগের বাংলাদেশ পুরুষ দাবা দল এবং এক মহিলা আন্তর্জাতিক মাস্টার, দুই ফিদে মাস্টার ও দুই ক্যান্ডিডেট মাস্টারকে নিয়ে গঠিত বাংলাদেশ মহিলা দল আশা করি গতবারের চেয়ে ভাল করবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিভোর্সের শুনানি চলাকালে বউকে কাঁধে নিয়ে পালানোর চেষ্টা স্বামীর
মুন্সীগঞ্জে বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা সম্পন্ন
‘ইসলামপন্থীদের ফাঁদে ফেলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছিল ইতিহাসের বৃহত্তম হামলা: নেতানিয়াহু
সিলেটের ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রীম সহ একটি প্রাইভেটকার আটক : পুলিশের মামলা
উত্তাল পাকিস্তান ইমরান খানের মুক্তির দাবি।
আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন শৌখিন পণ্য
গাজা যুদ্ধের বছর পূর্তিতে বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ
এমিরেটস এয়ারলাইন্সে ব্যবহার করা যাবে না পেজার ও ওয়াকিটকি!
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ
বাজার সিন্ডিকেটবাজদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে ইতিহাস! বিনা খরচে জন্মাল টেস্ট টিউব বেবি
গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা!'
সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী আওয়ামী দুর্বৃত্ত আবু মুছা কক্সবাজারে গ্রেপ্তার
সিলেটে আন্দোলনে নিহত ২২ জনের দাফন ময়নাতদন্ত ছাড়াই, লাশ তোলা হবে ৯ জনের
আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি শিক্ষার্থী নির্যাতন ঢাবিতে : গবেষণা
তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিচ্ছে রাশিয়া।
বিভিন্ন পক্ষ ইইউ’র অতিরিক্ত শুল্ক আরোপের বিরোধিতা করে
বন্যায় শেরপুরের অবস্থা ভয়াবহ, মৃত্যু বেড়ে ৭, পানিবন্দী লাখো মানুষ
৭৫ বছর ধরে বিশ্বের শান্তি রক্ষায় কাজ করছে চীন