‘ক্রীড়ার একই পদে ২ মেয়াদের বেশি নয়’
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
‘কোনো ক্রীড়া সংস্থাতে একই পদে ২ মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না’- কথাটি বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মতবিনিময় সভায় ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা এবং এনএসসির সচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে এটাই ছিল তার প্রথম মতবিনিময় সভা। সভায় তিনি আরও বলেন, ‘প্রতি বছর প্রত্যেক ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে আয়-ব্যয়ের অডিট এবং অগ্রগতির প্রতিবেদন মন্ত্রণালয়ে দিতে হবে। নিশ্চিত করতে হবে সর্বস্তরের জবাবদিহিতা।’ ক্রীড়া উপদেষ্টা যোগ করেন,‘খেলা থেকেই কিভাবে জাতীয় জীবনের শৃঙ্খলা বজায় রাখা যায়, তা অর্জন করতে হবে আমাদের। সবক্ষেত্রে সংস্কার হচ্ছে, ক্রীড়াক্ষেত্রেও তা হবে। অনেকেই ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করেন। আমরা সেটা রোধে কাজ করছি। ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক কার্যালয় বানানো যাবে না। রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে সেটার প্রভাব যাতে ক্রীড়াঙ্গনে না পড়ে তা খেয়াল রাখতে হবে।’ ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধির পাশাপাশি আর্থিক স্বচ্ছতাও নিশ্চিত করতে চান আসিফ মাহমুদ। তার কথায়,‘ অবশ্যই খেলাধুলার উন্নয়নের জন্য বাজেট প্রয়োজন। আমরা বাজেট বৃদ্ধি ও স্পন্সরের বিষয়টি নিয়ে কাজ করছি। দেশে অনেক মাঠ থাকলেও তা খেলোয়াড়দের উপযোগী নয়। এ বিষয়ে উপদেষ্টার কথা, ‘মাঠগুলোর যথার্থ পরিচর্যা হয় না, এটা ঠিক। মাঠের পরিচর্যা করতে হবে। যাতে খেলার জন্যই মাঠ ব্যবহৃত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
প্রায় দেড়ঘণ্টা জুড়ে উপদেষ্টা বিভিন্ন জনের বক্তব্য শুনেছেন। এরপরও ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের অনেকের বক্তব্য না দিতে পারার আক্ষেপ রয়েছে। তাদের লিখিতভাবে এনএসসিতে অথবা ইমেইল যোগে মতামত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সেগুলো মূল্যায়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এনএসসির সচিব, ‘আপনাদের লিখিত বক্তব্য আমরা পর্যালোচনা করব। সার্চ কমিটিকেও প্রেরণ করব সেগুলো।’ সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা উপদেষ্টার সঙ্গে মঞ্চেই ছিলেন। তিনি স্বাগত বক্তব্য রাখেন এবং বিভিন্ন জনের মন্তব্যও শুনেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান