নভেম্বরে স্থগিত সিরিজ শারজায়
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পুর্নাঙ্গ সিরিজ খেলার কথা ছিল ভারতের মাটিতে। পরে সিরিজটি স্থগিত করা হয়। তবে দুই দলের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের সূচিটি প্রকাশ করে এবিসি। সেখানে দেশটির ক্রিকেট বোর্ড বলেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ৬, ৮ এবং ১১ নভেম্বর ২০২৪ তারিখে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল যা সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের দ্বারা আয়োজিত হবে।’
সামাজিকমাধ্যমে প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৬ নভেম্বর। ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে। আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। তিনটি ম্যাচের ভেন্যুই শারজা স্টেডিয়ামে।
গত বৃহস্পতিবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, তিনটি ওয়ানডেকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হবে। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে আমরা তিনটি ওয়ানডে খেলার চেষ্টা করছেন তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আয়োজক আফগানিস্তান হলেও সিরিজটি খেলা হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের শারজায়। নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পথে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি খেলবে।’ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে এ বছরের নভেম্বরে।
আফগানিস্তানের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডেটি খেলা হবে ৬ নভেম্বর। দুই দিন বিরতি দিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে ৯ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ১১ নভেম্বর। এর আগে সিরিজটি হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। সে সময় আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই খেলার কথা ছিল বাংলাদেশের। ৩টি ওয়ানডের সঙ্গে ছিল ৩ টি-টোয়েন্টি ও ২টি টেস্টও। তবে দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয় ওয়ানডে সিরিজটি। তখন জানানো হয়েছিল, সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করা হবে।
এর আগে-পরেও ব্যস্ত সময় বাংলাদেশের। ভারত সফর শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা। এরপর আফগানিস্তান সিরিজ শেষ করে আবার দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ। আর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ডিসেম্বরে জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফরে যাবে সম্প্রতি প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতা আফগানিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের