সাম্রাজ্য হারাচ্ছেন তারা : ক্রীড়াঙ্গনে সংস্কার
০১ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনতার গণআন্দোলনে রূপ নিলে গত ৫ আগস্ট পদত্যাগ করে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রক্তঝরা জুলাই বিপ্লবের পর রাষ্ট্রক্ষমতার পালাবদলে দেশ শাসনের দায়িত্বভার নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্বগ্রহণের শুরুতেই ঘোষণা দেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের ক্রীড়াঙ্গনে জেঁকে বসা সব দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা দূর করা হবে। বিকেন্দ্রকীকরণের ঘোষণা দিয়ে ইতোমধ্যে ক্রীড়াঙ্গন সংস্কারের কাজ শুরু করেছেন তিনি। এরই অংশ হিসেবে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলোর নির্বাহী কমিটির জন্য একটি নির্দেশনা জারি করেন আসিফ মাহমুদ। গত শুক্রবার জারি করা এই নির্দেশনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রীড়া সংস্থায় এক পদে ২ মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না।’ তার এই নির্দেশনা বাস্তবায়ন হলে দেশের ক্রীড়াঙ্গনের প্রায় দুই ডজন সংগঠককে তার বর্তমান পদ ছাড়তে হবে।
স্বাধীন বাংলাদেশের বয়স ৫৩ বছর। এই সময়ের মধ্যে কয়েকজন সংগঠক আছেন যারা ২৬ থেকে ৪৩ বছর ধরে ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ার আঁকড়ে বসে আছেন। সবচেয়ে বেশি ৪৩ বছর ধরে সাধারণ সম্পাদক পদে আছেন বাংলাদেশ কুস্তি ফেডারেশনের তাবিউর রহমান পালোয়ান। তার চেয়ে দশ বছর কম টানা ৩৩ বছর ধরে আছে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান কোহিনুর। ১৯৯৮ সালে প্রতিষ্ঠাকাল থেকেই বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে মাহমুদুল ইসলাম রানা আছেন ২৬ বছর ধরে। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মিকু আছেন ২২ বছর ধরে। একই সঙ্গে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের (ফোরাম নামে বেশি পরিচিত) অন্যতম নীতিনির্ধারকও তিনি। ভেঙে দেওয়ার আগপর্যন্ত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক। তিন মেয়াদে ২০ বছরের ওপরে রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে আছেন ৯৩ বছর বয়সী হাজী মো. খোরশেদ আলম।
আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে কাজী রাজীব উদ্দীন আহমেদ আছেন ১৮ বছর। তিনি সেপাক টাকরো অ্যাসোসিয়েশনেরও সভাপতি। বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে অভিজিৎ কুমার (এ,কে) সরকার আছেন ১৬ বছর ধরে। এছাড়া দুই মেয়াদ ও তার চেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা সাধারণ সম্পাদকদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- বাংলাদেশ হকি ফেডারেশনের একেএম মমিনুল হক সাঈদ, সাঁতার ফেডারেশনের এম বি সাইফ, অ্যাথলেটিক্স ফেডারেশনের অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু (পদত্যাগী), শুটিং ফেডারেশনের ইন্তেখাবুল হামিদ অপু, দাবা ফেডারেশনের সৈয়দ শাহাবুদ্দিন শামীম, রোলার স্কেটিং ফেডারেশনের আহমদে আসিফুল হাসান, বক্সিং ফেডারেশনের মাজহারুল ইসলাম তুহিন, উশু ফেডারেশনের মো. দুলাল হোসেন, খো খো ফেডারেশনের ফজলুর রহমান বাবুল, রাগবি ফেডারেশন (ইউনিয়ন) মৌসুম আলী, মার্শাল আর্ট কনফেডারেশনের হাসান উজ জামান মনি, বাশাআপ অ্যাসোসিয়েশনের খালেদ মনসুর চৌধুরী, বেসবলও সফটবল অ্যাসোসিয়েশনের আমিনুল ইসলাম লিটন ও আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনের সোলায়মান শিকদার। এরা বছরের পর বছর সাধারণ সম্পাদক থাকলেও এবার পদ ছাড়তে হবে তাদের। তবে সাধারণ সম্পাদকের চেয়ার ছাড়তে হলেও ফেডারেশন নাও ছাড়তে হতে পারে এদের। কারণ, যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, কেউ চাইলে অন্য পদে থেকে দায়িত্ব পালন করতে পারেন।
ফেডারেশনের সভাপতি যেহেতু সরকারের নিয়োগপ্রাপ্ত, তাই বর্তমান সাধারণ সম্পাদকদের মধ্যে যাদের যোগ্য মনে করবে তাদের অন্য পদে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে পারে ক্রীড়া প্রশাসন। সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি, কোষাধক্ষ্য ও সদস্য পদে বিভিন্ন ফেডারেশনে অনেকেই আছেন যুগযুগ ধরে। তবে এখন ফেডারেশনে থাকতে হলে সবারই পদ বদলাতে হবে। তবে ক্রীড়া উপদেষ্টা নির্দেশনা দিলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রজ্ঞাপন জারি করার পরই নিশ্চিত হওয়া যাবে এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নতুন আইন কবে থেকে চালু হবে? এখন থেকে নাকি আগের হিসেব থেকে ধরা হবে সংশ্লিষ্টদের মেয়াদকাল। এছাড়া এ আইন কোন কোন পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাও জানা যাবে এনএসসি’র প্রজ্ঞাপনের পর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত