সার্চ কমিটি পূনর্গঠন বুলবুলের স্থলাভিষিক্ত মুনীরুল
০২ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
রক্তঝরা জুলাই বিপ্লবের পর রাষ্ট্রক্ষমতার পালাবদলে গত ৮ আগস্ট দেশের শাসনভার গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নিয়েই জানান, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের ক্রীড়াঙ্গনে জেঁকে বসা সব দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা দূর করা হবে। বিকেন্দ্রকীকরণের ঘোষণা দিয়ে ইতোমধ্যে ক্রীড়াঙ্গন সংস্কারের কাজ শুরু করেছেন তিনি। এরই অংশ হিসেবে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলোর দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা দূরীকরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করে ৫ সদস্যের সার্চ কমিটি।
গত ২৯ আগস্ট গঠিত এই সার্চ কমিটির আহবায়ক করা হয় সাবেক জাতীয় ব্যাডমিন্টন তারকা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জোবায়েদুর রহমান রানাকে। কমিটির বাকি সদস্যরা হলেন- ক্রীড়া সংগঠক কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল, মেজর (অব.) ইমরোজ আহমেদ, এমএম কায়সার ও আবুল কালাম আজাদ মজুমদার। তবে কমিটির অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলের বিতর্কিত কা-ে সার্চ কমিটি পূনর্গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রলণালয়। যেখানে বুলবুলের স্থলাভিষিক্ত হলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহকারী সচিব এসএম হুমায়ুন কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তরফদার মো. রুহুল আমিনের প্রার্থীতা ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বুলবুল। তার কর্মকা-ে সরকার বিব্রত হয়ে তাকে শোকজ করে। শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায় গত ২৬ সেপ্টেম্বর বুলবুলকে সার্চ কমিটি থেকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। এই ক্রীড়া সংগঠককে অব্যাহতি দেয়ার সপ্তাহখানেকের মধ্যেই বিকেএসপির মহাপরিচালককে কমিটির সদস্য মনোনীত করা হলো।
২৯ আগস্ট ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস আদেশে সার্চ কমিটিকে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে কালকের অফিস আদেশে আগের সময়সীমা বাতিল করা হয়েছে। যদিও নতুন আদেশে সার্চ কমিটির প্রতিবেদন দেওয়ার কোনো ডেডলাইন উল্লেখ করা হয়নি। নতুন নির্দেশনায় আরেকটি পরিবর্তন এসেছে। আর তা হলো- সার্চ কমিটিকে সাচিবকে সহায়তা করবেন শুধুমাত্র জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব। আগের অফিস আদেশে এনএসসি সচিবের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও (ক্রীড়া) ছিলেন।
এদিকে গঠনের এক সপ্তাহ পর প্রথম সভা করলেও গত তিন সপ্তাহে এনএসসি টাওয়ারে বেশ কয়েকটি সভা করেছে সার্চ কমিটি। ক্রীড়াঙ্গনের সবাই এই কমিটির দিকে তাকিয়ে রয়েছে। তবে এক মাস পেরিয়ে গেলেও সার্চ কমিটির দৃশ্যমান কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত পায়নি ক্রীড়াঙ্গন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত