হকি খেলোয়াড়দের মানববন্ধন
০৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে বাধ্য হয়েই পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের শাসনভার গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার দায়িত্ব নিয়ে দেশের সব ক্ষেত্রেই সংস্কারের ঘোষণা দেয়। এ ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠনের পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষত কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে নিয়ে প্রশ্ন ছিল অনেকের। কমিটি গঠনের প্রায় এক মাস পর বিতর্কিত কর্মকা-ে জড়িয়ে বাদ পড়েন অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে একজনের প্রার্থীতা ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। বুলবুলের কর্মকা-ে সরকার বিব্রত হয়ে তাকে শোকজ করে। শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায় গত ২৬ সেপ্টেম্বর বুলবুলকে সার্চ কমিটি থেকে অব্যাহতি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাকে অব্যাহতি দিয়ে গত ১ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামকে সদস্য মনোনীত করে সার্চ কমিটি পুনর্গঠন করা হয়। তবে আরেকজন সদস্যকে কেন্দ্র করে ফের বিতর্কের মধ্যে পড়েছে সার্চ কমিটি! এবার কমিটির আরেক সদস্য সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদের অপসারণ চেয়ে মানববন্ধন করলেন হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্যরা। সার্চ কমিটি থেকে ইমরোজের অপসারণ চেয়ে গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সামনে মানববন্ধনের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠি দেন কয়েকজন সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম নারী টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে বর্তমানে দুবাই রয়েছেন। তাই সাবেক হকি খেলোয়াড় ও সংগঠকরা এনএসসির পরিচালক (ক্রীড়া) শামসুল আলমের হাতে চিঠিটি তুলে দেন। এসময় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি বলেন, ‘আমরা সার্চ কমিটির কর্মকা- এক মাস পর্যবেক্ষণ করেছি। সম্প্রতি সার্চ কমিটি হকি সংক্রান্ত সভায় কয়েকজনকে ডেকেছে যা আমাদের কাছে পক্ষপাতমূলক মনে হয়েছে। এজন্য আমরা অভিযোগ করছি।’
জানা গেছে, সার্চ কমিটি বেশ কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটির খসড়া দাঁড় করিয়েছে। ইমরোজ আহমেদ সাবেক হকি খেলোয়াড় হওয়ায় হকি ফেডারেশনের কমিটির বিষয়টি তিনি বিশেষভাবে দেখছেন। সেই কমিটি খানিকটা আঁচ করতে পেরে সাবেক খেলোয়াড়দের একাংশের এই মানববন্ধন বলে ধারণা করা হচ্ছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত