আলো ছড়াতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
কারো এক পা নেই, স্ক্র্যাচে ভর দিয়ে এক পায়ে ফুটবল খেলেছেন। কারো আবার নেই এক হাত। অথচ তিনি গোলরক্ষক! এমন শারীরিক প্রতিবন্ধীদের ফুটবল খেলা নিয়ে রয়েছে বিশ্ব অ্যাম্পুটি ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ, এশিয়া কাপের মতো আসরও অনুষ্ঠিত হয়। কিন্তু প্রচার-প্রচারণা তেমনভাবে না থাকায় আলোচনায় আসে না অ্যাম্পুটি ফুটবল বিশ্বকাপ। বিশ্বের ৭৫টি দেশে রয়েছে অ্যাম্পুটি ফুটবল। বাংলাদেশেও শারীরিক প্রতিবন্ধী ছেলেদের নিয়ে অ্যাম্পুটি ফুটবলের যাত্রা শুরু হয়েছে ২০২০ সালে। এবার মেয়েদের যাত্রা শুরু হল। আর তাতে আলো ছড়াতে চায় বাংলাদেশ। গতকাল মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশনের (বাফা) সহ-সভাপতি বদিউজ্জামান আলামিন, ‘ছেলেদের নিয়ে আগেই খেলা শুরু করেছি আমরা। এবার যাত্রা করলাম মেয়েদের। এশিয়ায় আমরাই প্রথম মেয়েদের অ্যাম্পুটিতে খেলা শুরু করেছি।’ এ সময় রেডক্রসের কর্মকর্তা অস্কার ফিলিপ, বিশ্ব অ্যাম্পুটি ফুটবল ফেডারেশনের (ডব্লুএএফএফ) কোচ হ্যারি স্মিথ, বাফার প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন ফারহানা ও বাফুফের সদস্য মহিদুর রহমান মিরাজ উপস্থিত ছিলেন।
বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ এবং নানা দুর্ঘটনায় হাত-পা হারানো ছেলে ও মেয়েদের ফুটবল খেলায় উৎসাহিত করতে কাজ করছে আন্তর্জাতিক রেড ক্রস (আইসিআরসি)। চার বছর পরপর অনুষ্ঠিত হয় অ্যাম্পুটি ফুটবল বিশ্বকাপের। সবশেষ ২০২২ সালে তুরষ্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের ১৭তম আসরের খেলা। লক্ষ্যটা বিশ্বকাপ হলেও আপাতত যাত্রা শুরু করে নিজেদের জানান দিল বাফা। বদিউজ্জামান আরও বলেন, ‘আমরা বেশ ক’জন মেয়েদের জোগাড় করেছি, যাদের একটি পা নেই। স্ক্র্যাচে ভর দিয়ে তারা দিব্যি ফুটবল খেলতে পারে। এই মেয়েদের নিয়েই আমরা পাঁচদিনের একটি কোর্সের কার্যক্রম শুরু করেছি। বাফুফে ভবনের পাশে কৃত্রিম মাঠে এই প্রোগ্রাম চলবে। ১০ অক্টোবর শেষ দিনে একটি প্রদর্শনী ম্যাচও অনুষ্ঠিত হবে। আমরা মেয়েদের নিয়ে যাত্রা শুরু করলাম। সময়ই বলে দেবে কতদূর যেতে পারি।’ ডব্লুএএফএফের কোচ হ্যারি স্মিথ বলেন, ‘প্রতিভা থাকলে বিকাশ ঘটবেই। বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধী মেয়েদের নিয়ে ফুটবলে যাত্রা শুরু হয়েছে। একদিন তারাও বিশ্বকাপে খেলবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন