রবিনহোকে কি পাচ্ছে বসুন্ধরা
০৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
রবসন আজেভেদো দা সিলভা রবিনহো, একজন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চার মৌসুম ধরে খেলছেন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পক্ষে। ২০২০-২১ মৌসুমে ধারে খেলার পর ২০২২ সাল থেকে নিয়মিত কিংসের হয়েই মাঠ মাতাচ্ছেন তিনি। তবে এই ক্লাবে নিজের পঞ্চম মৌসুম অনিশ্চয়তার দোলাচলে দুলছে রবিনহোর। পায়ের জাদুতে মুগ্ধতার আবেশ ছড়িয়ে বসুন্ধরা কিংসে এখন পর্যন্ত নিজ অবস্থান পাকাপোক্ত করলেও ২৯ বছর বয়সী এই ফুটবলারকে আসন্ন বিপিএলে দেখা যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও এখনর পর্যন্ত ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেননি রবিনহো। ফলে কোনো এক ‘অদৃশ্য কারণে’ তাকে ছাড়াই প্রথমবারের মতো ঘরোয়া টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ খেলতে যাচ্ছে কিংসরা।
আগামী ১১ অক্টোবর মাঠে গড়াবে চ্যালেঞ্জ কাপ। শুধু তাই নয়, ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ লিগেও রবিনহোর খেলা অনিশ্চয়তার মুখে পড়েছে। চুক্তি অনুযায়ী মৌসুম প্রতি প্রায় সাড়ে ৬ লাখ ডলার কিংবা ৮ কোটি টাকা পেয়ে থাকেন রবসন রবিনহো। নভেম্বরে বসুন্ধরার সঙ্গে তার চুক্তি শেষ হলে দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ক্লাব তা নবায়ন করবে কিনা এ নিয়ে আলোচনা চলছে। কিংসের এখন পর্যন্ত যত সাফল্য তার পেছনে রবিনহোর অবদান কম নয়। এখন এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের ইস্ট বেঙ্গল-লেবাননের নেজমাহর মতো দলের বিপক্ষে লড়তে হলে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের মতো ফুটবলারও জরুরি। এই প্রসঙ্গে অবশ্য কিংসের সভাপতি ইমরুল হাসান এখনও নেতিবাচক কিছু বলতে নারাজ। গতকাল তিনি বলেন,‘রবিনহোর সঙ্গে আমাদের নভেম্বর পর্যন্ত চুক্তি আছে। সে তো এখনও আমাদের খেলোয়াড়। এখন নতুন মৌসুমে তাকে পাওয়া যাবে কিনা,তা এখনই বলা যাচ্ছে না। আগামীকাল (আজ) হয়তো একটা আপডেট দিতে পারবো। তবে এখন পর্যন্ত কিংসের সাফল্যের পেছনে ওর অবদান কিন্তু কম নয়।’
এদিকে জানা গেছে ভারতের দুই জায়ান্ট মোহনবাগান ও ইস্ট বেঙ্গল নাকি রবিনহোকে দলে ভেড়াতে চাইছে।। আবার নতুন মৌসুমে ঢাকার দলটিতে খেললে তখন সব শর্ত পূরণ করতে পারলে বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা রয়েছে তার। কিংসের ব্যাপারে তার নিজেরও আগ্রহ আছে বলে শোনা যাচ্ছে। তাই রবিনহোর দিকে সবার দৃষ্টি এখন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান