জাতীয় খেলা কাবাডিতে অশনি সংকেত!
০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩১ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩১ পিএম
বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি। এক সময় এশিয়ান গেমসের মতো বড় আসরে নিয়মিত পদক জেতা লাল-সবুজ কাবাডির এখন জীর্ণ দশা। এই ডিসিপ্লিনটি তার অতীত গৌরব হারিয়েছে একযুগেরও বেশি সময় আগে। দীর্ঘ এই সময়ে এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ কাবাডির প্রাচুর্য কিন্তু বেড়েছে বহুগুণ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ৮ কোটি টাকা রয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তহবিলে। আর এতেই চোখ ছানাবড়া তথাকথিত কাবাডি সংগঠকদের। দেশের পট পরিবর্তনে কাবাডি ফেডারেশন এখন পুলিশমুক্ত হওয়ায় নড়েচড়ে বসেছেন অনেকেই। সবারই চোখ সেই ৮ কোটি টাকার তহবিলে। যে কারণে কাবাডির মসনদে বসতে চলছে রীতিমতো প্রতিযোগিতা। কে কাকে পেছনে ফেলে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ারে বসবেন তা নিয়েই চলছে ধুন্ধুমার কাণ্ড।
২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ দল ও ২০১৮ জাকার্তা এশিয়াডে লাল-সবুজের নারী কাবাডি দল পদক হারায়। এরপর শতচেষ্টা করেও সেই পদক পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। বাংলাদেশের জাতীয় খেলার হারানো গৌরব ফেরানোর প্রত্যয় নিয়ে ২০১৭ সালে কাবাডি ফেডারেশনের দায়িত্বে আসে বাংলাদেশ পুলিশ বাহিনী। ফেডারেশনের দায়িত্ব নিয়ে তারা অর্থের প্রাচুর্যতা বাড়িয়েছে ঠিকই, কিন্তু চেষ্টার পর চেষ্টা করেও এশিয়ান গেমসে হারানো পদক ফেরাতে পারেনি। পাশাপাশি পারেনি সাউথ এশিয়ান (এসএ) গেমসে সেরা দলের খেতাব জিততে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ আন্দোলনে রূপ নিলে গত ৫ আগষ্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন হলে কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে নিজ নিজ কর্মস্থল থেকে অব্যাহতি দেয় সরকার। ফলে কর্মস্থলের মতো কাবাডি ফেডারেশন থেকেও বাদ পড়েন তারা। জানা গেছে, দায়িত্বকালে গত সাত বছরে ফেডারেশনের বর্তমান কমিটি ৮ কোটি টাকার তহবিল তৈরী করেছে। যার মধ্যে ৩ কোটি ৭৫ লাখ টাকার এফডিআর থাকলেও ব্যাংকে রক্ষিত আছে নগদ ৪ কোটি ২৫ লাখ টাকা। ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির কর্তাদের কাছে সম্প্রতি এই তথ্য জানান কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুুিলশের ডিআইজি গাজী মোজাম্মেল হক। এই খবর শুনেই নড়েচড়ে বসেন অন্যরা। যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সূত্রটি আরও জানায়, অর্থের খোঁজ পেয়েই নাকি কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন রাজধানীর মতিঝিল পাড়ার এক বিএনপি নেতা। এ নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে কাবাডি খেলোয়াড় ও সংগঠকদের মাঝে। নাম প্রকাশ না করার শর্তে সাবেক এক তারকা খেলোয়াড় বলেন,‘কাবাডিই আমাদের সব। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি এই খেলায়। আগে ফেডারেশনে অর্থ সংকট থাকলেও আন্তর্জাতিক গেমস থেকে পদক এসেছে নিয়মিত। কিন্তু এখন অর্থ রয়েছে প্রচুর, তবে পদক আসছে না! এটাই আমাদের কষ্ট। আমরা চাই ফেডারেশনের যে অর্থ ব্যাংকে আছে তা যেন কাবাডি খেলার উন্নয়নে ব্যয় হয়। কেউ এসে যেন অর্থের অপব্যবহার করতে না পারে। এ চিন্তা মাথায় রেখে যেন কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেন সার্চ কমিটির সদস্যরা। এটাই আমাদের আবদার।’
এদিকে দ্রুততম সময়ের মধ্যে কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন ও বর্তমান কমিটির পাঁচজন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দু’টি চিঠি জমা পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। এনএসসি’র সচিবকে দেওয়া প্রথম চিঠিতে সাবেক খেলোয়াড় আসগর আলীর নাম থাকলেও সই রয়েছে আনোয়ার হোসেন আনু নামের এক সংগঠকের। আর সার্চ কমিটিকে দেওয়া আনোয়ার হোসেন আনুর চিঠিতেও সই তার। এ বিষয়ে আসগর আলী সোমবার বলেন,‘আমার চিঠি পরিবর্তন করে আনু সই করেছে নিজে। যা আমার সঙ্গে সংশ্লিষ্টতা নেই। এটা অপরাধ।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি