মাঠ ছাড়লেন তরফদার, ইমরুলের জয়জয়কার
২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচনে এবার প্রথমে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরফদার মো. রুহুল আমিন। তবে ঘোষণা দেওয়ার পর বেশ কিছুদিন তার দেখা পাওয়া যায়নি। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিকে এসে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রতিনিধির মাধ্যমে তা নির্ধারিত সময়েই জমা দেন তরফদার। কিন্তু শেষ পর্যন্ত ভোটযুদ্ধে নেই তিনি। পাঁচ অভিযোগ তুলে বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রুহুল আমিন। ফলে একই পদে মনোনয়নপত্র জমা দেওয়া বসুন্ধরা কিংসের সভাপতি মো. ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের আগামী নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন। তাই বলা যায় মাঠ ছাড়লেন তরফদার, ইমরুলের জয়জয়কার।
গতকাল দুপুর ২টা পর্যন্ত ছিল দু’দিন ব্যাপী মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। এর ঠিক এক মিনিট আগে বাফুফের সাধারণ সম্পাদক বরাবর লেখা মনোনয়নপত্র প্রত্যাহারের একটি চিঠি প্রতিনিধির মাধ্যমে মতিঝিলের বাফুফে ভবনে পাঠান তরফদার রুহুল আমিন। যে চিঠি গ্রহণ করে বাফুফের নির্বাচন কমিশন। মনোনয়ন প্রত্যাহারের চিঠিতে তরফদার লিখেন,‘আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত, প্রশ্নবিদ্ধ নির্বাচন ২০২৪ এর সিনিয়র সহ-সভাপতি প্রার্থী পদ থেকে নিম্নলিখিত কারণে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করলাম।’
চিঠিতে যে পাঁচটি কারণ দেখানো হয়েছে তাতে এবারের বাফুফে নির্বাচন পুরোটাই প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তরফদার রুহুল আমিন। তবে তিনি বাফুফে সাধারণ সম্পাদক বরাবরে প্রত্যাহারের যে চিঠি পাঠিয়েছেন তা বিধি সম্মত নয়। নির্বাচন নিয়ে সবধরনের আবেদন প্রধান নির্বাচন কমিশনার বরাবর করতে হয়। কিন্তু তরফদার তা করেননি। তার প্রত্যাহারের আবেদন যথাযথ হয়নি। যদিও তিনি ভুল স্বীকার করে বিকাল ৫টার দিকে প্রত্যাহারের সংশোধিত চিঠি প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বরাবর পাঠান। এরপরেই তার প্রার্থীতা প্রত্যাহারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ইমরুল হাসানকে একক প্রার্থী ঘোষণা করে নির্বাচন কমিশন। একজন প্রার্থী হওয়ায় এবারের বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আর ভোট হচ্ছে না। ভোটযুদ্ধ না করে এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবার আগে নির্বাচিত হলেন ইমরুল।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, ‘তরফদার সাহেব ভুল জায়গায় আবেদন করলেও পরবর্তীতে তা সংশোধন করে নেওয়ায় সিনিয়র সহ-সভাপতি পদে আর নির্বাচন হচ্ছে না। তাই ইমরুল হাসান বেসরকারিভাবে নির্বাচিত বলা যায়। এই ঘোষণা বাফুফের কংগ্রেসের দিন দেওয়া হবে।’
বাফুফে নির্বাচনে সদস্য পদ থেকে আগের দিন দুই জন মনোনয়ন প্রত্যাহার করলে কাল আরও এক জন সরে দাঁড়িয়েছেন। এদিন সকালে মহিদুর রহমান মিরাজ তার সদস্য পদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে এখন প্রার্থী ৩৭ জন। সহ-সভাপতি চার পদের বিপরীতে ৬ জন ও সভাপতি পদে ২ জন প্রার্থী ভোটযুদ্ধে নামবেন। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানে মাইক্রোবাসে বন্দুক হামলায় নিহত ৩৮
রুয়েটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারী
মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম হবে মুক্ত বিহঙ্গের মতো : খোকন
শহীদদের রক্তের সঙ্গে যাতে বেঈমানি না হয়, সুষ্ঠু নির্বাচনে সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে : নতুন সিইসি
খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে : মির্জা ফখরুল
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ফিরে আনতে হবে -আল-কাউসার পরিষদ বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি