মাঠ ছাড়লেন তরফদার, ইমরুলের জয়জয়কার
২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচনে এবার প্রথমে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরফদার মো. রুহুল আমিন। তবে ঘোষণা দেওয়ার পর বেশ কিছুদিন তার দেখা পাওয়া যায়নি। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিকে এসে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রতিনিধির মাধ্যমে তা নির্ধারিত সময়েই জমা দেন তরফদার। কিন্তু শেষ পর্যন্ত ভোটযুদ্ধে নেই তিনি। পাঁচ অভিযোগ তুলে বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রুহুল আমিন। ফলে একই পদে মনোনয়নপত্র জমা দেওয়া বসুন্ধরা কিংসের সভাপতি মো. ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের আগামী নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন। তাই বলা যায় মাঠ ছাড়লেন তরফদার, ইমরুলের জয়জয়কার।
গতকাল দুপুর ২টা পর্যন্ত ছিল দু’দিন ব্যাপী মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। এর ঠিক এক মিনিট আগে বাফুফের সাধারণ সম্পাদক বরাবর লেখা মনোনয়নপত্র প্রত্যাহারের একটি চিঠি প্রতিনিধির মাধ্যমে মতিঝিলের বাফুফে ভবনে পাঠান তরফদার রুহুল আমিন। যে চিঠি গ্রহণ করে বাফুফের নির্বাচন কমিশন। মনোনয়ন প্রত্যাহারের চিঠিতে তরফদার লিখেন,‘আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত, প্রশ্নবিদ্ধ নির্বাচন ২০২৪ এর সিনিয়র সহ-সভাপতি প্রার্থী পদ থেকে নিম্নলিখিত কারণে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করলাম।’
চিঠিতে যে পাঁচটি কারণ দেখানো হয়েছে তাতে এবারের বাফুফে নির্বাচন পুরোটাই প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তরফদার রুহুল আমিন। তবে তিনি বাফুফে সাধারণ সম্পাদক বরাবরে প্রত্যাহারের যে চিঠি পাঠিয়েছেন তা বিধি সম্মত নয়। নির্বাচন নিয়ে সবধরনের আবেদন প্রধান নির্বাচন কমিশনার বরাবর করতে হয়। কিন্তু তরফদার তা করেননি। তার প্রত্যাহারের আবেদন যথাযথ হয়নি। যদিও তিনি ভুল স্বীকার করে বিকাল ৫টার দিকে প্রত্যাহারের সংশোধিত চিঠি প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বরাবর পাঠান। এরপরেই তার প্রার্থীতা প্রত্যাহারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ইমরুল হাসানকে একক প্রার্থী ঘোষণা করে নির্বাচন কমিশন। একজন প্রার্থী হওয়ায় এবারের বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আর ভোট হচ্ছে না। ভোটযুদ্ধ না করে এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবার আগে নির্বাচিত হলেন ইমরুল।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, ‘তরফদার সাহেব ভুল জায়গায় আবেদন করলেও পরবর্তীতে তা সংশোধন করে নেওয়ায় সিনিয়র সহ-সভাপতি পদে আর নির্বাচন হচ্ছে না। তাই ইমরুল হাসান বেসরকারিভাবে নির্বাচিত বলা যায়। এই ঘোষণা বাফুফের কংগ্রেসের দিন দেওয়া হবে।’
বাফুফে নির্বাচনে সদস্য পদ থেকে আগের দিন দুই জন মনোনয়ন প্রত্যাহার করলে কাল আরও এক জন সরে দাঁড়িয়েছেন। এদিন সকালে মহিদুর রহমান মিরাজ তার সদস্য পদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে এখন প্রার্থী ৩৭ জন। সহ-সভাপতি চার পদের বিপরীতে ৬ জন ও সভাপতি পদে ২ জন প্রার্থী ভোটযুদ্ধে নামবেন। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ের একজনকে কারাদন্ড, অন্যজনের জরিমানা
অস্ত্র মামলায় দণ্ড থেকে খালাস পেলেন মতিউর রহমান নিজামী
সিকৃবিতে প্রকল্প এবং ফেলোসিপ পুরস্কার অনুষ্ঠান কাল
পর্তুগালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭
খুলনার কাউন্সিলর টিপু হত্যার তিন আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
ইউক্রেন যুদ্ধে হারের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
তাদের চোখের সামনে লাশগুলো থাকার কথা ছিল কিন্তু আছে শুধু ক্ষমতা
শত্রুদের অজানা অস্ত্র আছে ইরানের কাছে
ডিসেম্বরের সেরা বুমরাহই
রাজশাহীতে বিএমডিএ সদও দপ্তরে দুদকের অভিযান নথিপত্র তলব
২০২৪ সালে পবিত্র হজ ও ওমরাহ করেছেন ১ কোটি ৮৫ লাখ মানুষ
ভেজাল টমেটো বীজে সিলেটে সর্বনাশ কৃষকদের
উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন -ড.এম আসাদুজ্জামান
রাগে র্যাকেট-ক্যামেরা ভাঙলেন মেদভেদেভ
পটুয়াখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
তবে কি ফিলিস্তিনে গণহত্যা-ধ্বংসযজ্ঞের ফল পাচ্ছে আমেরিকা?
মেসার্স ইশা ফিলিং স্টেশনকে মাপে কম দেওয়ায় জরিমানা
সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার করতে হবে আগে : হাসনাত আব্দুল্লাহ