হালান্ড-কেইনের রাতটি রাফিনিয়ার
২৫ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম
বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামলেই বার্সেলোনার হার হয়ে উঠেছিল একরকম অবধারিত। সেই বিবর্ণ রেকর্ড উজ্জ্বল করার অভিযানে গোলের দেখা মিলল প্রথম মিনিটেই। চেনা আঙিনায় বাকি সময়েও তারা উপহার দিল উজ্জীবিত পারফরম্যান্স। দুর্দান্ত এক হ্যাটট্রিকের আনন্দে মাতলেন রাফিনিয়া। প্রতিপক্ষকে গুঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে নিল বার্সেলোনা। গতপরশু রাতে অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে বায়ার্নের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেল বার্সেলোনা। তাদের সবশেষ জয়টি ছিল প্রায় সাড়ে ৯ বছর আগে; ২০১৫ সালের মে মাসে ক্যাম্প ন্যু’য়ে সেমি-ফাইনালের প্রথম লেগে লিওনেল মেসির জোড়া ও নেইমারের একটি গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা। প্রতিযোগিতাটিতে সব মিলিয়ে বায়ার্নের বিপক্ষে ১৪ ম্যাচে বার্সেলোনার তৃতীয় জয় এটি, হার ১০টি, বাকি একটি ড্র।
রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন হ্যারি কেইন। এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে তার গোল হলো ৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ক্লাবের হয়ে ১১ ম্যাচে তার গোল এখন ১৪টি। রবের্ত লেভান্দোভস্কির গোলে স্বাগতিকরা ফের এগিয়ে যায়। চলতি আসরে তিন ম্যাচে পোলিশ তারকার গোল হলো ৩টি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল এখন ৯৭টি। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ১৫ করলেন তিনি। পরে ব্যবধান বাড়ান রাফিনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি পূরণ করেন হ্যাটট্রিক। রিভালদো, রোনালদিনহো ও নেইমারের পর বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হ্যাটট্রিক করা চতুর্থ ব্রাজিলিয়ান তিনি।
মাস দুয়েক আগেও পেশাদার ক্যারিয়ারে কোনো হ্যাটট্রিক ছিল না রাফিনিয়ার। অল্প সময়ের মধ্যে সেই স্বাদ পেয়ে গেলেন তিনি দুইবার। গত ৩১ আগস্ট লা লিগায় রিয়াল ভায়াদলিদের বিপক্ষে ৭-০ ব্যবধানে জয়ে তিনটি গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মোনাকোর বিপক্ষে হেরে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগ শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠেছে বার্সেলোনা। টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন। ক্লাসিকোর আগে এই জয় বার্সেলোনার আত্মবিশ্বাসও বাড়াবে। আগামীকাল রাতে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে খেলবে তারা।
এদিকে, ইন্টার মিলানের সঙ্গে ড্রয়ে আসর শুরুর পর, টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্রাহাকে ৫-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কারাতে কিকে গোল করে আলোড়ন তুলেছিলেন হলান্ড। এবারের গোলটিও প্রায় একইরকম অ্যাক্রোবেটিক। ডি-বক্সে কড়া পাহারার মাঝে শূন্যে লাফিয়ে ব্যাক-হিল ভলিতে বল জালে পাঠান হলান্ড। তাদের অন্য তিন গোলদাতা ফিল ফোডেন, জন স্টোন্স ও মাথেউস নুনেস। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে স্থানে ইংলিশ চ্যাম্পিয়নরা।
এছাড়া, আগের ব্যর্থতা ঝেড়ে ফেলতে শুরু থেকে শেষ পর্যন্ত মরিয়া হয়ে চেষ্টা করল লাইপজিগ। সুযোগও পেল অনেক। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা আর পেল না। চ্যাম্পিয়ন্স লিগে ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে চলা জার্মান দলটিকে হারিয়ে সাফল্যের ধারা ধরে রাখল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে আর্না সøটের দল। একমাত্র গোলটি করেছেন দারউইন নুনেস। আসরে তিন ম্যাচ খেলে সবগুলোই জিতল লিভারপুল, ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।
আর লাইপজিগের এবারের মৌসুম যেন দুটি ভিন্ন রূপে চলছে। ঘরোয়া লিগ বুন্দেসলিগায় তারা সাত ম্যাচ খেলে অপরাজিত; শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সেই তারাই ইউরোপ সেরার মঞ্চে তিন ম্যাচ খেলে হারল প্রতিটিতে!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কেরানীগঞ্জে হযরতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা
বরিশালে গানমাধ্যম সংস্কার কমিশন সংবাদ কর্মীদের মতামত গ্রহন করল
বার্সার কাছে হেরে খুবই হতাশ রিয়াল কোচ
২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শহীদ আবু সাঈদের পরিবারের
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের সম্মেলন সফল করার আহ্বান"
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার