‘এই শিরোপা বাংলাদেশের মানুষের জন্য’
০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম
সাবিনাদের বিমান ঢাকার মাটি ছোঁয়ার কথা ছিল বেলা সোয়া দুইটায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তার আগে থেকেই গণমাধ্যমকর্মীদের ভিড়। কে একজন বললেন, দুই বছর আগে প্রথমবারের মতো সাফ জয়ের যে উচ্ছ্বাস, সেটার কমতি দেখছেন তিনি। তবে গণমাধ্যমের ভিড় দেখলে তেমনটা মনে হয় না। সাফজয়ী মেয়েদের নিয়ে বিমানটি একটু ডিলে ছিল। নির্ধারিত সময়ের ১৭ মিনিট পর যখন বিমানটি ঢাকায় অবতরণ করে, বাইরে তখন কড়া নিরাপত্তা। একটু পর ট্রফি হাতে কোচ জেমস পিটার বাটলার, অধিনায়ক সাবিনা খাতুন, রুপনা চাকমা আর ঋতুপর্ণা চাকমা এগিয়ে এলেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য!
গণমাধ্যমকর্মীদের মধ্যে তখন বেজায় হুলুস্থুল। কে কার আগে ‘বাইট’ জোগাড় করবেন, তা নিয়ে তোড়জোড়। কোচ বাটলারকে কথা বলতে হলো মেগাফোনে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমানবাহিনীর এক প্রভোস্ট এগিয়ে দিলেন মেগাফোন। সেটি হাতে নিয়ে ইংলিশ কোচ বাটলারকে কিছুটা আবেগপ্রবণ মনে হলো। কোচ শুরুতেই কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। বললেন, ‘এই শিরোপা বাংলাদেশের মানুষেরই।’ বাটলারের মতে, কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপে যে ফুটবল বাংলাদেশের মেয়েরা খেলেছেন, তৃপ্তির জায়গা সেটিই, ‘বাংলাদেশ এই টুর্নামেন্টে শিরোপা জিতেছে, তবে শিরোপা জেতাটা বড় কথা নয়, যে ধরনের ফুটবল মেয়েরা খেলেছে, সেটাই আনন্দের জায়গা।’
ট্রফি দেওয়া শেষে সবাই যখন ফটোসেশনে ব্যস্ত, তখন দেখা গেল ফ্রেমে নেই পিটার জেমস বাটলার! জাতীয় নারী ফুটবল দলকে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেওয়া এই কোচ দাঁড়িয়ে আছেন একটু দূরে। এই ছবিতেই প্রকাশ পেয়ে গেল দলের অন্দরে বয়ে চলা কোন্দলের ¯্রােত থামাতে পারেনি শিরোপা সাফল্যও। ম্যাচ শেষে কোচ পিটার বাটলারের কথায়ও মিলল তারই প্রমাণ।
কাঠমা-ুর দশরথ স্টেডিয়ামে বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দুই বছর আগে গোলাম রব্বানী ছোটনের হাত ধরে এ মাঠেই নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম এই ট্রফির স্বাদ পেয়েছিল বাংলাদেশ। দুই বছর পর বাটলারের হাত ধরে সেই মুকুট অক্ষত থাকল; কিন্তু শিরোপা জয়ের পরের দৃশ্যপটগুলো দেখে কারো বুঝতে বাকি থাকেনি, ভেতরের উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়নি এখনও। উদযাপন থেকে দূরে কেন, এ প্রশ্ন করতেই বাটলার যে উত্তর দিলেন, সেখানে তার অভিমান, ক্ষোভ, রাগ, হতাশা যেন একসাথে প্রকাশ পেল, ‘এই ট্রফি মেয়েদের উপভোগ করতে দিন, মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ (মেয়েদের সাথে)। এখন সংবাদ সম্মেলন আছে, আমাকে যেতে দিন।’ কেন এত অভিমান? এমন প্রশ্নের জবাবে পিটারের উত্তর, ‘আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি।’ সমস্যাটা কেমন জানতে চাইলে পিটার বলেন, ‘তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বার্সা
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫