‘এই শিরোপা বাংলাদেশের মানুষের জন্য’
০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম
সাবিনাদের বিমান ঢাকার মাটি ছোঁয়ার কথা ছিল বেলা সোয়া দুইটায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তার আগে থেকেই গণমাধ্যমকর্মীদের ভিড়। কে একজন বললেন, দুই বছর আগে প্রথমবারের মতো সাফ জয়ের যে উচ্ছ্বাস, সেটার কমতি দেখছেন তিনি। তবে গণমাধ্যমের ভিড় দেখলে তেমনটা মনে হয় না। সাফজয়ী মেয়েদের নিয়ে বিমানটি একটু ডিলে ছিল। নির্ধারিত সময়ের ১৭ মিনিট পর যখন বিমানটি ঢাকায় অবতরণ করে, বাইরে তখন কড়া নিরাপত্তা। একটু পর ট্রফি হাতে কোচ জেমস পিটার বাটলার, অধিনায়ক সাবিনা খাতুন, রুপনা চাকমা আর ঋতুপর্ণা চাকমা এগিয়ে এলেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য!
গণমাধ্যমকর্মীদের মধ্যে তখন বেজায় হুলুস্থুল। কে কার আগে ‘বাইট’ জোগাড় করবেন, তা নিয়ে তোড়জোড়। কোচ বাটলারকে কথা বলতে হলো মেগাফোনে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমানবাহিনীর এক প্রভোস্ট এগিয়ে দিলেন মেগাফোন। সেটি হাতে নিয়ে ইংলিশ কোচ বাটলারকে কিছুটা আবেগপ্রবণ মনে হলো। কোচ শুরুতেই কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। বললেন, ‘এই শিরোপা বাংলাদেশের মানুষেরই।’ বাটলারের মতে, কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপে যে ফুটবল বাংলাদেশের মেয়েরা খেলেছেন, তৃপ্তির জায়গা সেটিই, ‘বাংলাদেশ এই টুর্নামেন্টে শিরোপা জিতেছে, তবে শিরোপা জেতাটা বড় কথা নয়, যে ধরনের ফুটবল মেয়েরা খেলেছে, সেটাই আনন্দের জায়গা।’
ট্রফি দেওয়া শেষে সবাই যখন ফটোসেশনে ব্যস্ত, তখন দেখা গেল ফ্রেমে নেই পিটার জেমস বাটলার! জাতীয় নারী ফুটবল দলকে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেওয়া এই কোচ দাঁড়িয়ে আছেন একটু দূরে। এই ছবিতেই প্রকাশ পেয়ে গেল দলের অন্দরে বয়ে চলা কোন্দলের ¯্রােত থামাতে পারেনি শিরোপা সাফল্যও। ম্যাচ শেষে কোচ পিটার বাটলারের কথায়ও মিলল তারই প্রমাণ।
কাঠমা-ুর দশরথ স্টেডিয়ামে বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দুই বছর আগে গোলাম রব্বানী ছোটনের হাত ধরে এ মাঠেই নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম এই ট্রফির স্বাদ পেয়েছিল বাংলাদেশ। দুই বছর পর বাটলারের হাত ধরে সেই মুকুট অক্ষত থাকল; কিন্তু শিরোপা জয়ের পরের দৃশ্যপটগুলো দেখে কারো বুঝতে বাকি থাকেনি, ভেতরের উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়নি এখনও। উদযাপন থেকে দূরে কেন, এ প্রশ্ন করতেই বাটলার যে উত্তর দিলেন, সেখানে তার অভিমান, ক্ষোভ, রাগ, হতাশা যেন একসাথে প্রকাশ পেল, ‘এই ট্রফি মেয়েদের উপভোগ করতে দিন, মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ (মেয়েদের সাথে)। এখন সংবাদ সম্মেলন আছে, আমাকে যেতে দিন।’ কেন এত অভিমান? এমন প্রশ্নের জবাবে পিটারের উত্তর, ‘আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি।’ সমস্যাটা কেমন জানতে চাইলে পিটার বলেন, ‘তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার-৭
ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের হাইকমিশনার
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত
বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে অবস্থাকারীরাই মনিপুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে
ভিভো ভি৪০ ফাইভজি, হালকা ওজনে শক্তিশালী ব্যাটারি
ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তি সম্প্রীতি চায় না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে: শাহীন শওকত
বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি
সামরিক আইন জারি দক্ষিণ কোরিয়ায়
হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল
নকলায় ট্রাক চাপায় নাতি পরপারে শিশু নানী হাসপাতালে
ইফায় ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত
ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি প্রকাশ করা উচিত : হাসনাত আবদুল্লাহ
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক
ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন
ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
চাঁদপুরে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামী আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯ জন