৫ বিশ্বকাপ খেলা গুয়ার্দাদোর বিদায়
০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়ার পর এবার ক্লাব ফুটবলকেও বিদায় বলে দিলেন পাঁচ বিশ্বকাপ খেলা ফুটবলার আন্দ্রেস গুয়ার্দাদো। ক্লাব ক্যারিয়ারে ১৯ বছরে পথচলাও থামিয়ে দিলেন এই মেক্সিকান। চলতি মৌসুম শেষেই অবসরে যাবেন মেক্সিকোর এই মিডফিল্ডার। ৩৮ বছর বয়সী ফুটবলার এখন খেলছেন নিজ দেশের ক্লাব লেওনে। ইনস্টাগ্রামে লাইভ ব্রডকাস্ট সেশনে বৃহস্পতিবার তিনি জানান বিদায়ের ঘোষণা। প্লেঅফ উতরে লেওন যদি ‘প্লে-ইন’ খেলার যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে রোববারই। বিদায় বেলায় গুয়ার্দাদো বললেন, ‘পূর্ণতার সন্তুষ্টির নিয়েই বিদায় নিচ্ছি। ‘প্লে-ইন’ খেলার সামান্য সম্ভাবনা এখনও আছে আমাদের। আশা করি, সেটি হবে। যদি না হয়, তাহলে রোববারের ম্যাচই হবে আমার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ। যা কিছু অর্জন করতে পেরেছি, সব কিছুর গৌরবকে সঙ্গী করে ও স্বপ্ন পূরণ করার তৃপ্তি নিয়ে কৃতজ্ঞচিত্তে বিদায় নিচ্ছি আমি।’
২০০৫ সালে মেক্সিকোর ক্লাব আতলাসের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরু তার। জাতীয় দলেও জায়গা করে নেন ওই বছরই। রেকর্ড পাঁচটি ফুটবল বিশ্বকাপে খেলা ছয় ফুটবলারের একজন তিনি। মেক্সিকোর হয়ে অংশ নিয়েছেন ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। কনকাকাফ গোল্ড কাপে খেলেছেন তিনটি আসরে। মেক্সিকোর হয়ে রেকর্ড ১৮২ ম্যাচ খেলার কীর্তিও আছে তার। গত মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানান তিনি। সেদিন তাকে ঘিরে আবেগঘন আয়োজন ছিল দলের। ১৯ বছর আগে আতলাসের হয়ে ক্যারিয়ার শুরুর পর স্পেনে পাড়ি জমান গুয়ার্দাদো। দেপোর্তিভো লা করুনার হয়ে খেলেন তিনি পাঁচ বছর। পরে ভালেন্সিয়া, বায়ার লেভারকুজেন, আইন্দহোভেন হয়ে নাম লেখান রিয়াল বেটিসে। ২০১৭ সাল থেকে টানা ছিলেন এই ক্লাবে। গত জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় বেটিস ছেড়ে যান তিনি। ইউরোপিয়ান ফুটবলে তার অধ্যায় শেষ হয় এতে। সেদিনই লেওনে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। খেলা ছাড়লেও ফুটবল তিনি ছাড়ছেন না। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামিতে জাতীয় দলের কোচিং স্টাফে দেখা যেতে পারে এই মেক্সিকানকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দুঃশাসন ও নির্যাতন সরকার পতনের মূল কারন - মাসুদ বিন সাঈদী
হত্যা মামলার আসামি হয়েও অফিস করছেন অনেক পুলিশ কর্মকর্তা
বিএনপি জনসাধারণের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে
কাবুলে তালিবানের সঙ্গে বিশেষ বৈঠক ভারতের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
৭ নভেম্বরের পোস্টার ছিড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয় : ছাত্রদল সাধারণ সম্পাদক
কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার অভিযোগে শতাধিক দখলদারের বিরুদ্ধে মামলা
'আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা নীতিন চৌহান'
বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবনাদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই
মুসলিম দেশগুলোতে সুশাসনের ঘাটতি
তরুণ প্রজন্ম এবং ৭ নভেম্বরের বিপ্লব
তরুণদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে
জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না -মোস্তফা
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ নিয়ে আলোচনা
হলিউডশীর্ষ পাঁচ
বলিউডশীর্ষ পাঁচ
চার ব্যান্ড নিয়ে ঢাকা রেট্রো কনসার্ট
ঢাকা আসছেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত বেবী নাজনীন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আলোচনা সভা
ক্যাপশন